ETV Bharat / international

হু অনুমোদিত ভ্যাকসিনকে সব দেশে স্বীকৃতি দেওয়ার অনুরোধ কোভ্যাকস’র - WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন বিশ্বের সব দেশের নাগরিকদের দেওয়ার আবেদন জানাল কোভ্যাকস ৷ এর প্রধান উদ্দেশ্য বিশ্বজুড়ে যাতায়াত ব্যবস্থাকে নতুন করে শুরু করা ৷ তবেই বিশ্ব বাণিজ্য ফের একবার আগের অবস্থায় ফিরতে পারবে বলে মনে করে ভ্যাকসিন বিতরণের বিশ্ব জোট সংস্থা কোভ্যাকস ৷

covax-urges-equal-recognition-of-vaccines
হু অনুমোদিত ভ্যাকসিনকে সব দেশে সমান স্বীকৃতি দেওয়ার অনুরোধ কোভ্যাকস’র
author img

By

Published : Jul 2, 2021, 4:31 PM IST

নিউইয়র্ক, 2 জুলাই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত করোনার ভ্যাকসিন সব দেশে সমান স্বীকৃতি দেওয়ার আবেদন করল ভ্যাকসিন বিতরণের বিশ্ব জোট সংস্থা কোভ্যাকস ৷ বিশ্বের সব দেশের কাছে কোভ্যাকস আবেদন জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নিরাপদ বলে মনে করা করোনার ভ্যাকসিন যাঁরা নিয়েছেন, তাঁদের সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড বলে যেন মান্যতা দেওয়া হয় ৷ এ নিয়ে কোভ্যাকসের তরফে বলা হয়েছে, কোনওভাবে মানুষকে ভ্রমণের ক্ষেত্রে তাঁদের নেওয়া ভ্যাকসিনের জন্য বাধার মুখে যাতে পড়তে না হয় ৷

একটি বিবৃতি প্রকাশ করে সমান ভ্যাকসিন বিতরণের বিশ্ব জোট সংস্থা কোভ্যাকস জানিয়েছে, এই আবেদন করা হয়েছে করোনার ভ্যাকসিনের ন্যায়সঙ্গত ব্যবহারের নীতির উপর ভিত্তি করে ৷ এর উদ্দেশ্য বিশ্বের সব মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত করা ৷ অর্থাৎ, তাঁদের জীবন এবং জীবনধারণকে সুরক্ষিত করা এর মূল উদ্দেশ্য ৷ সম্প্রতি বিশ্বের বহু দেশে যাতায়াত এবং অন্যান্য কাজকর্ম শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে, সব দেশের স্থানীয় এবং জাতীয় প্রশাসনকে কোভ্যাকস-এর তরফে অনুরোধ করা হয়েছে, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ দেওয়া হয় ৷

আরও পড়ুন : টিকা উৎপাদনে ব্রিটেনে 240 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বিনিয়োগ করবে সেরাম ইনস্টিটিউট

হু এর নিয়ম অনুযায়ী, 11টি স্ট্রিংজেন্ট রেগুলেটরি অথরিটি ভ্যাকসিনের ছাড়পত্র দেয় ৷ এই স্ট্রিংজেন্ট রেগুলেটরি অথরিটির সদস্য হল অস্ট্রেলিয়ার থেরাপিউটিক অ্যাডমিনিস্ট্রেশন, বেলজিয়ামের ফেডারেল এজেন্সি অফ মেডিসিন, হেলথ কানাডা, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি, ফ্রান্সের ন্যাশনাল মেডিসিন সিকিউরিটি এজেন্সি সহ মোট এগারোটি দেশের মেডিক্যাল বোর্ড ৷

আরও পড়ুন : 92টি দেশে 50 কোটি ফাইজার (Pfizer) ভ্যাকসিন কিনে দেবে আমেরিকা

কোভ্যাকসের তরফে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন লোকজনকে দেওয়া হলে, বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ৷ তা না হলে বিশ্ব অর্থনীতিতে এর খারাপ প্রভাব পড়বে ৷ কোথাও কোথাও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছে কোভ্যাকস ৷

নিউইয়র্ক, 2 জুলাই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত করোনার ভ্যাকসিন সব দেশে সমান স্বীকৃতি দেওয়ার আবেদন করল ভ্যাকসিন বিতরণের বিশ্ব জোট সংস্থা কোভ্যাকস ৷ বিশ্বের সব দেশের কাছে কোভ্যাকস আবেদন জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নিরাপদ বলে মনে করা করোনার ভ্যাকসিন যাঁরা নিয়েছেন, তাঁদের সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড বলে যেন মান্যতা দেওয়া হয় ৷ এ নিয়ে কোভ্যাকসের তরফে বলা হয়েছে, কোনওভাবে মানুষকে ভ্রমণের ক্ষেত্রে তাঁদের নেওয়া ভ্যাকসিনের জন্য বাধার মুখে যাতে পড়তে না হয় ৷

একটি বিবৃতি প্রকাশ করে সমান ভ্যাকসিন বিতরণের বিশ্ব জোট সংস্থা কোভ্যাকস জানিয়েছে, এই আবেদন করা হয়েছে করোনার ভ্যাকসিনের ন্যায়সঙ্গত ব্যবহারের নীতির উপর ভিত্তি করে ৷ এর উদ্দেশ্য বিশ্বের সব মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত করা ৷ অর্থাৎ, তাঁদের জীবন এবং জীবনধারণকে সুরক্ষিত করা এর মূল উদ্দেশ্য ৷ সম্প্রতি বিশ্বের বহু দেশে যাতায়াত এবং অন্যান্য কাজকর্ম শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে, সব দেশের স্থানীয় এবং জাতীয় প্রশাসনকে কোভ্যাকস-এর তরফে অনুরোধ করা হয়েছে, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ দেওয়া হয় ৷

আরও পড়ুন : টিকা উৎপাদনে ব্রিটেনে 240 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বিনিয়োগ করবে সেরাম ইনস্টিটিউট

হু এর নিয়ম অনুযায়ী, 11টি স্ট্রিংজেন্ট রেগুলেটরি অথরিটি ভ্যাকসিনের ছাড়পত্র দেয় ৷ এই স্ট্রিংজেন্ট রেগুলেটরি অথরিটির সদস্য হল অস্ট্রেলিয়ার থেরাপিউটিক অ্যাডমিনিস্ট্রেশন, বেলজিয়ামের ফেডারেল এজেন্সি অফ মেডিসিন, হেলথ কানাডা, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি, ফ্রান্সের ন্যাশনাল মেডিসিন সিকিউরিটি এজেন্সি সহ মোট এগারোটি দেশের মেডিক্যাল বোর্ড ৷

আরও পড়ুন : 92টি দেশে 50 কোটি ফাইজার (Pfizer) ভ্যাকসিন কিনে দেবে আমেরিকা

কোভ্যাকসের তরফে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন লোকজনকে দেওয়া হলে, বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ৷ তা না হলে বিশ্ব অর্থনীতিতে এর খারাপ প্রভাব পড়বে ৷ কোথাও কোথাও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছে কোভ্যাকস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.