ETV Bharat / international

এই বছর আরও মারাত্মক আকার নেবে করোনা, সতর্কবার্তা হু-র - করোনা নিয়ে মন্তব্য হু-র প্রধানের

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । অন্যদিকে, আমেরিকা, চিনে করোনার আর প্রভাব নেই বললেই চলে । মানুষ ওই দেশগুলিতে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে । আবার জাপানের পরিস্থিতি খুবই খারাপ । এই পরিস্থিতিতে জাপানে জরুরি অবস্থা জারি হয়েছে । এমনকি অলিম্পিক হওয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে হু প্রধান বলেন, এই প্যানডেমিক প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের জন্য আরও মারাত্মক হতে চলেছে ।

টেড্রস আধানম গ্যাব্রিয়েসস
টেড্রস আধানম গ্যাব্রিয়েসস
author img

By

Published : May 15, 2021, 8:13 AM IST

জেনেভা, 15 মে : করোনা নিয়ে আবারও সতর্কবার্তা হু-র । আগের বছরের থেকেও এবার আরও মারাত্মক আকার নিতে চলেছে করোনা । এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র তরফে । ভারতে কয়েকটি রাজ্যে করোনার বাড়বাড়ন্ত, মৃত্যু সত্যিই উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসস ।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । অন্যদিকে, আমেরিকা, চিনে করোনার আর প্রভাব নেই বললেই চলে । মানুষ ওই দেশগুলিতে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে । আবার জাপানের পরিস্থিতি খুবই খারাপ । এই পরিস্থিতিতে জাপানে জরুরি অবস্থা জারি হয়েছে । এমনকি অলিম্পিক হওয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে হু প্রধান বলেন, এই প্যানডেমিক প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের জন্য আরও মারাত্মক হতে চলেছে ।

অলিম্পিক শুরু হতে আর মাত্র 10 সপ্তাহ বাকি । তার আগেই করোনা নিয়ে জাপানে জরুরি অবস্থা জারি হওয়ায় অলিম্পিক বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে । এমনকি, অলিম্পিক বাতিলের আবেদন জানিয়ে 3 লাখ 50 হাজার সাক্ষর নিয়ে একটি পিটিশনও জমা দেওয়া হয়েছে ।

ভারতের পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ভারতে বেশিরভাগ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা,হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যু রীতিমতো ভাবাচ্ছে । পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক ।

আরও পড়ুন, 2015 সালেই করোনা নিয়ে গবেষণা ! জৈব অস্ত্র তৈরি করছিল চিন ?

ঘেব্রয়েয়াস উল্লেখ করেছেন, জরুরি অবস্থা কেবল ভারত বা জাপানে সীমাবদ্ধ নয় । নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিশরেও একই অবস্থা । আফ্রিকার কয়েকটি দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । এই পরিস্থিতিতে এই দেশগুলিকে সমস্ত রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন হু প্রধান ।

জেনেভা, 15 মে : করোনা নিয়ে আবারও সতর্কবার্তা হু-র । আগের বছরের থেকেও এবার আরও মারাত্মক আকার নিতে চলেছে করোনা । এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র তরফে । ভারতে কয়েকটি রাজ্যে করোনার বাড়বাড়ন্ত, মৃত্যু সত্যিই উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসস ।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । অন্যদিকে, আমেরিকা, চিনে করোনার আর প্রভাব নেই বললেই চলে । মানুষ ওই দেশগুলিতে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে । আবার জাপানের পরিস্থিতি খুবই খারাপ । এই পরিস্থিতিতে জাপানে জরুরি অবস্থা জারি হয়েছে । এমনকি অলিম্পিক হওয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে হু প্রধান বলেন, এই প্যানডেমিক প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের জন্য আরও মারাত্মক হতে চলেছে ।

অলিম্পিক শুরু হতে আর মাত্র 10 সপ্তাহ বাকি । তার আগেই করোনা নিয়ে জাপানে জরুরি অবস্থা জারি হওয়ায় অলিম্পিক বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে । এমনকি, অলিম্পিক বাতিলের আবেদন জানিয়ে 3 লাখ 50 হাজার সাক্ষর নিয়ে একটি পিটিশনও জমা দেওয়া হয়েছে ।

ভারতের পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ভারতে বেশিরভাগ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা,হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যু রীতিমতো ভাবাচ্ছে । পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক ।

আরও পড়ুন, 2015 সালেই করোনা নিয়ে গবেষণা ! জৈব অস্ত্র তৈরি করছিল চিন ?

ঘেব্রয়েয়াস উল্লেখ করেছেন, জরুরি অবস্থা কেবল ভারত বা জাপানে সীমাবদ্ধ নয় । নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিশরেও একই অবস্থা । আফ্রিকার কয়েকটি দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । এই পরিস্থিতিতে এই দেশগুলিকে সমস্ত রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন হু প্রধান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.