ETV Bharat / international

Covid Vaccine : নোভাভ্যাক্স 90 শতাংশের বেশি কার্যকরী, দাবি সংস্থার - করোনা

সংস্থার দাবি, নোভাভ্যাক্স মাঝারি ও গুরতর অসুস্থ উভয়ের জন্যই নিরাপদ ৷ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের টিকা 90.4 শতাংশ কার্যকরী ৷

corona-vaccine-novavax-is-more-than-90-percent-effective-claims-vaccine-maker-company
corona-vaccine-novavax-is-more-than-90-percent-effective-claims-vaccine-maker-company
author img

By

Published : Jun 15, 2021, 10:38 AM IST

ওয়াশিংটন, 15 জুন : করোনা ভাইরাসের টিকা নোভাভ্যাক্স (Novavax) 90 শতাংশের বেশি কার্যকরী ৷ এমনকী তা ভাইরাসের বিভিন্ন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কাজ করবে ৷ সোমবার এমনটাই দাবি করেছে আমেরিকার টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন (Novavax Incorporation) ।

এই বিষয়ে সম্প্রতি আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থাটি একটি পরীক্ষা চালায় ৷ সে দেশের 119 শহরের 29 হাজার 960 জন রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছে ৷ সংস্থার দাবি, এর পরই দেখা গিয়েছে, নোভাভ্যাক্স মাঝারি ও গুরতর অসুস্থ উভয়ের জন্যই নিরাপদ ৷ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের টিকা 90.4 শতাংশ কার্যকরী ৷

আরও পড়ুন: হোয়াটস অ্যাপে 'হাই' লিখলেই মিলবে টিকা

সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশনের তরফে জানানো হয়েছে, চলতি বছের শেষ দিকে যাতে নোভাভ্যাক্সকে বাজারে আনা যায়, সেই বিষয়ে ছাড়পত্রের আবেদন জানানো হবে ৷ ইতিমধ্যে ভারতে এই টিকা উৎপাদনের বরাত পেয়েছে সিরাম ইনস্টিটিউট (Serum Institute) ৷

ওয়াশিংটন, 15 জুন : করোনা ভাইরাসের টিকা নোভাভ্যাক্স (Novavax) 90 শতাংশের বেশি কার্যকরী ৷ এমনকী তা ভাইরাসের বিভিন্ন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কাজ করবে ৷ সোমবার এমনটাই দাবি করেছে আমেরিকার টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন (Novavax Incorporation) ।

এই বিষয়ে সম্প্রতি আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থাটি একটি পরীক্ষা চালায় ৷ সে দেশের 119 শহরের 29 হাজার 960 জন রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছে ৷ সংস্থার দাবি, এর পরই দেখা গিয়েছে, নোভাভ্যাক্স মাঝারি ও গুরতর অসুস্থ উভয়ের জন্যই নিরাপদ ৷ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের টিকা 90.4 শতাংশ কার্যকরী ৷

আরও পড়ুন: হোয়াটস অ্যাপে 'হাই' লিখলেই মিলবে টিকা

সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশনের তরফে জানানো হয়েছে, চলতি বছের শেষ দিকে যাতে নোভাভ্যাক্সকে বাজারে আনা যায়, সেই বিষয়ে ছাড়পত্রের আবেদন জানানো হবে ৷ ইতিমধ্যে ভারতে এই টিকা উৎপাদনের বরাত পেয়েছে সিরাম ইনস্টিটিউট (Serum Institute) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.