ETV Bharat / international

আগামী দু'সপ্তাহ অ্যামেরিকারবাসীর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক : ট্রাম্প

অ্যামেরিকায় শেষ 24 ঘণ্টায় 865 জনের মৃত্যু হয়েছে । আগামী দু'সপ্তাহে এই সংখ্যা 2 লাখ 40 হাজারে পৌঁছাতে পারে ।

author img

By

Published : Apr 1, 2020, 9:10 AM IST

Trump
ট্রাম্প, ফাইল ফোটো

ওয়াশিংটন, 1 এপ্রিল : অ্যামেরিকায় গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 865 জনের । আক্রান্তের সংখ্যা এক লাখ 88 হাজার 172 জন । এই পর্যন্ত মৃত্যু হয়েছে 3 হাজার 873 জনের । যা পৌঁছাতে পারে 2 লাখ 40 হাজারে । তাই আগামী 2 সপ্তাহ অ্যামেরিকাবাসীকে তৈরি থাকতে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বললেন, এই দু'সপ্তাহ অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে চলেছে ।

কোরোনা মোকাবিলায় দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প । 2 ঘণ্টার এই সাংবাদিক বৈঠকে তিনি জানান, "আমি চাই আসন্ন কঠিন দিনগুলির জন্য প্রত্যেক অ্যামেরিকাবাসী তৈরি হোক । দু'টি ভয়াবহ সপ্তাহের মধ্য দিয়ে যেতে চলেছি আমরা । পরিস্থিতি অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে চলেছে ।"

হোয়াইট হাউজ়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, যথাযথ পদক্ষেপ করা হলেও আগামী দু'সপ্তাহের মধ্যে এক লাখ থেকে 2 লাখ 40 হাজার জনের মৃত্যু হতে চলেছে । হোয়াইট হাউজ় টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর দেবোরাহ বার্কস বলেন, সংকট মোকাবিলায় যদি সবরকম পদক্ষেপ করা হয় তবুও মৃত্যুর সংখ্যার খানিকটা ওই পর্বত থেকে পাহাড়ের মতো কমবে । এর বেশি নয় । কমপক্ষে এক লাখ মানুষের মৃত্যু হবে । তবে, এই সংখ্যা কিছুটা কমতে পারে যদি সচেতনতা বাড়ানো যায় । মানুষ যদি নিজেদের আচার- আচরণে পরিবর্তন আনে । 48 টি প্রদেশের তথ্য তুলে ধরে তিনি বলেন, এই সমস্ত প্রদেশগুলিতে সামাজিক দূরত্ব অনেকটাই এই মারণ ভাইরাস প্রতিরোধের উপায় হতে পারে । এক্ষেত্রে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের উদাহরণ টেনে বলেন, "এই দু'টি প্রদেশ আমাদের আশার আলো দেখিয়েছে । এখানে কোনও ম্যাজিক ভ্যাকসিন বা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা ছিল না । একমাত্র ব্যাক্তি সচেতনতাই এই সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম করেছে ।"

ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যে নির্দেশিকা জারি করা হয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে তা 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে । এবিষয়ে ট্রাম্প বলেন, আগামী 30 দিন সমস্ত নির্দেশিকা মেনে চলা অ্যামেরিকাবাসীর কাছে খুব কঠিন হবে । মনে রাখতে হবে, এটি জীবন-মৃত্যুর বিষয় ।

অ্যামেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাস ডিজ়িজ়ের ডিরেক্টর অ্যান্টনি ফউকি বলেন, "মৃত্যুর সংখ্যা কমানোর জন্য সমস্ত প্রচেষ্টা চলছে । আমরা আমাদের পুরোটা দেওয়ার চেষ্টা করছি । তবে, আগামী সপ্তাহগুলিতে পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে হবে অ্যামেরিকাকে ।"

ওয়াশিংটন, 1 এপ্রিল : অ্যামেরিকায় গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 865 জনের । আক্রান্তের সংখ্যা এক লাখ 88 হাজার 172 জন । এই পর্যন্ত মৃত্যু হয়েছে 3 হাজার 873 জনের । যা পৌঁছাতে পারে 2 লাখ 40 হাজারে । তাই আগামী 2 সপ্তাহ অ্যামেরিকাবাসীকে তৈরি থাকতে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বললেন, এই দু'সপ্তাহ অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে চলেছে ।

কোরোনা মোকাবিলায় দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প । 2 ঘণ্টার এই সাংবাদিক বৈঠকে তিনি জানান, "আমি চাই আসন্ন কঠিন দিনগুলির জন্য প্রত্যেক অ্যামেরিকাবাসী তৈরি হোক । দু'টি ভয়াবহ সপ্তাহের মধ্য দিয়ে যেতে চলেছি আমরা । পরিস্থিতি অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে চলেছে ।"

হোয়াইট হাউজ়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, যথাযথ পদক্ষেপ করা হলেও আগামী দু'সপ্তাহের মধ্যে এক লাখ থেকে 2 লাখ 40 হাজার জনের মৃত্যু হতে চলেছে । হোয়াইট হাউজ় টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর দেবোরাহ বার্কস বলেন, সংকট মোকাবিলায় যদি সবরকম পদক্ষেপ করা হয় তবুও মৃত্যুর সংখ্যার খানিকটা ওই পর্বত থেকে পাহাড়ের মতো কমবে । এর বেশি নয় । কমপক্ষে এক লাখ মানুষের মৃত্যু হবে । তবে, এই সংখ্যা কিছুটা কমতে পারে যদি সচেতনতা বাড়ানো যায় । মানুষ যদি নিজেদের আচার- আচরণে পরিবর্তন আনে । 48 টি প্রদেশের তথ্য তুলে ধরে তিনি বলেন, এই সমস্ত প্রদেশগুলিতে সামাজিক দূরত্ব অনেকটাই এই মারণ ভাইরাস প্রতিরোধের উপায় হতে পারে । এক্ষেত্রে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের উদাহরণ টেনে বলেন, "এই দু'টি প্রদেশ আমাদের আশার আলো দেখিয়েছে । এখানে কোনও ম্যাজিক ভ্যাকসিন বা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা ছিল না । একমাত্র ব্যাক্তি সচেতনতাই এই সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম করেছে ।"

ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যে নির্দেশিকা জারি করা হয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে তা 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে । এবিষয়ে ট্রাম্প বলেন, আগামী 30 দিন সমস্ত নির্দেশিকা মেনে চলা অ্যামেরিকাবাসীর কাছে খুব কঠিন হবে । মনে রাখতে হবে, এটি জীবন-মৃত্যুর বিষয় ।

অ্যামেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাস ডিজ়িজ়ের ডিরেক্টর অ্যান্টনি ফউকি বলেন, "মৃত্যুর সংখ্যা কমানোর জন্য সমস্ত প্রচেষ্টা চলছে । আমরা আমাদের পুরোটা দেওয়ার চেষ্টা করছি । তবে, আগামী সপ্তাহগুলিতে পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে হবে অ্যামেরিকাকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.