ETV Bharat / international

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত এক পুলিশ অফিসার-সহ 4

author img

By

Published : Jul 27, 2021, 9:04 AM IST

নিজের পরিবারের সদস্যদের বাড়ির ভিতরে বন্দি করে রেখেছিলেন এক ব্যক্তি ৷ হ্যান্ডগান আর একে 47 রাইফেল দিয়ে তাঁদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিলেন ৷ কেউ একজন বাড়ির ভিতরে একটি ফোন থেকে বারে বারে সাহায্য চেয়ে ফোন করে পুলিশে ৷ পুলিশ এলেও মারা যান পরিবারের আটকে থাকা সদস্যরা ৷

বন্দুকবাজের হামলায় মৃত ডেপুটি
বন্দুকবাজের হামলায় মৃত ডেপুটি

ক্যালিফোর্নিয়া, 27 জুলাই : বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ক্যালিফোর্নিয়ার শেরিফের এক ডেপুটি (California sheriff's deputy) ৷ স্যান জ্যাকিন ভ্যালির (San Joaquin Valley) একটি বাড়িতে একে-47 রাইফেল (AK-47-style rifle) আর একটি হ্যান্ডগান (Handgun) নিয়ে নিজের পরিবারের কয়েকজনকে বন্দি করে রেখেছিল এক ব্যক্তি ৷ তাঁদের উদ্ধার করতে গিয়ে এই ঘটনাটি ঘটে, প্রাণ হারান চার জন ৷ স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই কথা জানিয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বন্দিরা হয়ত বন্দুকবাজের দুই ছেলে আর তার মা ৷ রবিবার বিকেলে বেকারসফিল্ডে (Bakersfield) ওয়াসকোতে (Wasco) দু'পক্ষের গোলাগুলিতে তাঁরাও মারা যান ৷ কার্নের কাউন্টি শেরিফ (Kern County Sheriff ) ডনি ইয়াংব্লাড (Donny Youngblood) জানিয়েছেন, মৃত পুলিশ অফিসারের নাম ফিলিপ ক্যাম্পাস (Phillip Campas) ৷ তাঁকে "আমাদের সংগঠনের নক্ষত্র" বলে উল্লেখ করেন ইয়াংব্লাড ৷

আরও পড়ুন : taliban attack : আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা

সংঘর্ষ শুরু হয় রবিবার স্থানীয় সময় দুপুর 1টা নাগাদ ৷ 911 নম্বরের একটি ফোনের লাইন বাড়ির ভেতরে ছিল, জানিয়েছেন ইয়াংব্লাড ৷ সেই নম্বর থেকে বারে বারে ফোন আসায় বাড়ির মধ্যে চলতে থাকা তাণ্ডব সম্বন্ধে তাঁদের একটা ধারণা তৈরি হয় ৷ তাঁরা অনুমান করেন যে অন্ততপক্ষে একজন বাড়িতে বেঁচে আছেন ৷ সেই অনুযায়ী তাঁরা বাড়িতে ঢুকে আটকদের উদ্ধার করতে অভিযান চালান ৷

দু'জন মহিলা আর দু'টি মেয়ে এর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ৷ তাঁদের সঙ্গে বন্দুকবাজের সম্পর্ক ঠিক কী, তা এখনও পরিষ্কার নয়, জানিয়েছেন শেরিফ ৷ বাড়িতে বন্দুকবাজের 17 ও 24 বছর বয়সী দুই ছেলে আর 42 বছর বয়সী মা আটকে ছিলেন ৷ ডেপুটিরা ওই বাড়ির কাছে পৌঁছালে, সন্দেহভাজন বন্দুকবাজ বাহিনীর দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ দু'ঘণ্টা পরে "স্পেশ্যাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস"-এর (SWAT) বিশেষ দল বাড়ির একেবারে দরজায় পৌঁছালে বন্দুকবাজের সঙ্গে সরাসরি তাঁদের গুলি বিনিময় হয় ৷ সাড়ে 6টা নাগাদ বন্দুকবাজ রাইফেল আর হ্যান্ডগান নিয়ে বাড়ির ছাদে ওঠে, তখন পুলিশ তাঁর উদ্দেশ্যে অনবরত গুলি চালায় ৷ বন্দুকবাজ আহত হয় ৷ পরে গুলিতে জখম বন্দুকবাজকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সে ৷ আর বাড়ির মধ্যে আটকে থাকা অন্য তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷

ক্যালিফোর্নিয়া, 27 জুলাই : বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ক্যালিফোর্নিয়ার শেরিফের এক ডেপুটি (California sheriff's deputy) ৷ স্যান জ্যাকিন ভ্যালির (San Joaquin Valley) একটি বাড়িতে একে-47 রাইফেল (AK-47-style rifle) আর একটি হ্যান্ডগান (Handgun) নিয়ে নিজের পরিবারের কয়েকজনকে বন্দি করে রেখেছিল এক ব্যক্তি ৷ তাঁদের উদ্ধার করতে গিয়ে এই ঘটনাটি ঘটে, প্রাণ হারান চার জন ৷ স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই কথা জানিয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বন্দিরা হয়ত বন্দুকবাজের দুই ছেলে আর তার মা ৷ রবিবার বিকেলে বেকারসফিল্ডে (Bakersfield) ওয়াসকোতে (Wasco) দু'পক্ষের গোলাগুলিতে তাঁরাও মারা যান ৷ কার্নের কাউন্টি শেরিফ (Kern County Sheriff ) ডনি ইয়াংব্লাড (Donny Youngblood) জানিয়েছেন, মৃত পুলিশ অফিসারের নাম ফিলিপ ক্যাম্পাস (Phillip Campas) ৷ তাঁকে "আমাদের সংগঠনের নক্ষত্র" বলে উল্লেখ করেন ইয়াংব্লাড ৷

আরও পড়ুন : taliban attack : আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা

সংঘর্ষ শুরু হয় রবিবার স্থানীয় সময় দুপুর 1টা নাগাদ ৷ 911 নম্বরের একটি ফোনের লাইন বাড়ির ভেতরে ছিল, জানিয়েছেন ইয়াংব্লাড ৷ সেই নম্বর থেকে বারে বারে ফোন আসায় বাড়ির মধ্যে চলতে থাকা তাণ্ডব সম্বন্ধে তাঁদের একটা ধারণা তৈরি হয় ৷ তাঁরা অনুমান করেন যে অন্ততপক্ষে একজন বাড়িতে বেঁচে আছেন ৷ সেই অনুযায়ী তাঁরা বাড়িতে ঢুকে আটকদের উদ্ধার করতে অভিযান চালান ৷

দু'জন মহিলা আর দু'টি মেয়ে এর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ৷ তাঁদের সঙ্গে বন্দুকবাজের সম্পর্ক ঠিক কী, তা এখনও পরিষ্কার নয়, জানিয়েছেন শেরিফ ৷ বাড়িতে বন্দুকবাজের 17 ও 24 বছর বয়সী দুই ছেলে আর 42 বছর বয়সী মা আটকে ছিলেন ৷ ডেপুটিরা ওই বাড়ির কাছে পৌঁছালে, সন্দেহভাজন বন্দুকবাজ বাহিনীর দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ দু'ঘণ্টা পরে "স্পেশ্যাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস"-এর (SWAT) বিশেষ দল বাড়ির একেবারে দরজায় পৌঁছালে বন্দুকবাজের সঙ্গে সরাসরি তাঁদের গুলি বিনিময় হয় ৷ সাড়ে 6টা নাগাদ বন্দুকবাজ রাইফেল আর হ্যান্ডগান নিয়ে বাড়ির ছাদে ওঠে, তখন পুলিশ তাঁর উদ্দেশ্যে অনবরত গুলি চালায় ৷ বন্দুকবাজ আহত হয় ৷ পরে গুলিতে জখম বন্দুকবাজকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সে ৷ আর বাড়ির মধ্যে আটকে থাকা অন্য তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.