ETV Bharat / international

"এলাকা দখল করতেই হয়তো গালওয়ানে সংঘর্ষে প্ররোচনা দিয়েছিল চিন" - ভারত চিন সীমান্ত সংঘর্ষে অ্যামেরিকা

চিন চেয়েছিল এলাকা দখল করতে । তাই হয়তো চিনের সেনা এই সংঘর্ষে প্ররোচনা দিয়েছে । বললেন অ্যামেরিকার এক সেনেটর মিচ ম্যাককন্নেল ।

মিচ ম্যাককন্নেল
মিচ ম্যাককন্নেল
author img

By

Published : Jun 19, 2020, 12:26 PM IST

ওয়াশিংটন, 19 জুন : এলাকা দখল করতে চেয়েছিল চিন । আর তাই হয়তো পিপলস লিবারেশন আর্মি গালওয়ান ভ্যালিতে সংঘর্ষে প্ররোচনা দিয়েছে । সাংবাদিক বৈঠকে একথা বললেন মিচ ম্যাককন্নেল নামে অ্যামেরিকার এক সেনেটর ।

তাঁর কথায়, "1962 সালের পর প্রথমবার এশিয়ার দুই শক্তিধর দেশের মধ্যে এমন সংঘর্ষ হল । চিন চেয়েছিল এলাকা দখল করতে । তাই হয়তো চিনের সেনা এই সংঘর্ষে প্ররোচনা দিয়েছে ।" মিচ ম্যাককন্নেল আরও বলেন, "এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশ যেভাবে সংঘর্ষে জড়াল তা দেখেছে বিশ্বের বাকি দেশগুলি । আমরা চাইছি পরিস্থিতি স্বাভাবিক হোক । শান্তি ফিরুক এলাকায় ।"

সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ বাধে দু'পক্ষের সেনার মধ্যে। শহিদ হন 20 জন ভারতীয় সেনা জওয়ান । তারপরই বিষয়টির উপর তারা নজর রাখছে বলে জানিয়েছিল অ্যামেরিকা ।

আজ শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করে অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । তারপরই সংঘর্ষের জন্য এবার কার্যত চিনকেই দায়ি করলেন অ্যামেরিকার এক সেনেটর । কোরোনা সংক্রমণ ছড়ানোর পিছনে চিনের হাত রয়েছে বলে দাবি করে তিনি বলেন, "কোরোনার বিষয়ে চেপে রেখে তাকে প্যানডেমিক বানিয়েছে । এখন আবার এই সমস্যা ।"

একাধিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, চিন এই ধরনের কাজ অনেকদিন ধরেই করছে । পুরো বিষয়টিতে নজর রয়েছে ।

ওয়াশিংটন, 19 জুন : এলাকা দখল করতে চেয়েছিল চিন । আর তাই হয়তো পিপলস লিবারেশন আর্মি গালওয়ান ভ্যালিতে সংঘর্ষে প্ররোচনা দিয়েছে । সাংবাদিক বৈঠকে একথা বললেন মিচ ম্যাককন্নেল নামে অ্যামেরিকার এক সেনেটর ।

তাঁর কথায়, "1962 সালের পর প্রথমবার এশিয়ার দুই শক্তিধর দেশের মধ্যে এমন সংঘর্ষ হল । চিন চেয়েছিল এলাকা দখল করতে । তাই হয়তো চিনের সেনা এই সংঘর্ষে প্ররোচনা দিয়েছে ।" মিচ ম্যাককন্নেল আরও বলেন, "এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশ যেভাবে সংঘর্ষে জড়াল তা দেখেছে বিশ্বের বাকি দেশগুলি । আমরা চাইছি পরিস্থিতি স্বাভাবিক হোক । শান্তি ফিরুক এলাকায় ।"

সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ বাধে দু'পক্ষের সেনার মধ্যে। শহিদ হন 20 জন ভারতীয় সেনা জওয়ান । তারপরই বিষয়টির উপর তারা নজর রাখছে বলে জানিয়েছিল অ্যামেরিকা ।

আজ শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করে অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । তারপরই সংঘর্ষের জন্য এবার কার্যত চিনকেই দায়ি করলেন অ্যামেরিকার এক সেনেটর । কোরোনা সংক্রমণ ছড়ানোর পিছনে চিনের হাত রয়েছে বলে দাবি করে তিনি বলেন, "কোরোনার বিষয়ে চেপে রেখে তাকে প্যানডেমিক বানিয়েছে । এখন আবার এই সমস্যা ।"

একাধিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, চিন এই ধরনের কাজ অনেকদিন ধরেই করছে । পুরো বিষয়টিতে নজর রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.