ETV Bharat / international

George Floyd's death : জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাড়ে 22 বছরের সাজা শভিনের

জর্জ ফ্লয়েডকে খুনের ঘটনাটি ঘটে 2020 সালের 25 মে ৷ অভিযুক্ত হন মিনেপোলিসের পুলিশ আধিকারিক ডেরেক শভিন ৷ এই ঘটনায় বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠে ৷

author img

By

Published : Jun 26, 2021, 5:56 PM IST

Updated : Jun 27, 2021, 7:52 AM IST

chauvin-gets-22-and-half-years-in-prison-for-george-floyds-death
George Floyd's death : জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাড়ে 22 বছরের সাজা শভিনের

মিনেপোলিস (মার্কিন যুক্তরাষ্ট্র), 26 জুন : মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড (George Floyd) হত্যাকাণ্ডে সাজা ঘোষণা হল ৷ এই ঘটনায় অভিযুক্ত ছিলেন মিনেপোলিসের প্রাক্তন পুলিশ আধিকারিক ডেরেক শভিন (Derek Chauvin) ৷ তাঁকে শুক্রবার সাড়ে 22 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৷ কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খুনের দায়ে এটা সম্ভবত সবচেয়ে বেশি সময়ের কারাদণ্ড ৷

তবে এই সাজায় খুশি নয় ফ্লয়েডের পরিবার ও অন্যরা ৷ তাঁদের তরফে আইনজীবী শভিনের 30 বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন ৷ একই সঙ্গে আবেদন জানানো হয় যে 15 বছর অথবা সাজার দুই তৃতীয়াংশ সময় যাতে ভালো ব্যবহারের জন্য শভিনকে প্যারোলে মুক্তি দেওয়া না হয় ৷

আরও পড়ুন : এক বছর পার : চোখের জলে আমেরিকার রাজপথে জর্জ ফ্লয়েড স্মরণ

প্রসঙ্গত, জর্জ ফ্লয়েডকে খুনের ঘটনাটি ঘটে 2020 সালের 25 মে ৷ সেদিন তাঁকে প্রথমে গ্রেফতার করা হয় ৷ তার পর তাঁকে প্রকাশ্যে মাটিতে ফেলে তাঁর ঘাড়ের উপর হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন মার্কিন পুলিশ আধিকারিক ডেরেক শভিন ৷ প্রায় সাড়ে 9 মিনিট ওইভাবে রাস্তায় ফেলে রাখা হয়েছিল ফ্লয়েডকে ৷ তিনি বারবার সেই সময় বলার চেষ্টা করছিলেন যে তিনি শ্বাস নিতে পারছেন না ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জর্জের ৷

জর্জ কৃষ্ণাঙ্গ ছিলেন ৷ তাই এই ঘটনায় বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠে ৷ কারণ, অভিযুক্ত মার্কিন পুলিশ আধিকারিক ডেরেক শভিন ছিলেন শ্বেতাঙ্গ ৷ এই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র ৷ যে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যত্র ৷

আরও পড়ুন : বর্ণবিদ্বেষকে সমাজ থেকে চিরতরে মুছে ফেলা সম্ভব নয় : হোল্ডিং

এই ঘটনায় চাকরি থেকে বরখাস্ত করা হয় শভিনকে ৷ আদালত ফ্লয়েডের পরিবারকে আর্থিক সাহায্য করে ৷ চলতি বছরের 20 এপ্রিল শভিনকে দোষী সাব্যস্ত করা হয় ৷ গত শুক্রবার তাঁর সাজা হল ৷ ওই সময় ঘটনাস্থলে আরও তিন পুলিশ আধিকারিক ছিলেন ৷ আগামী বছর মার্চে তাঁদের বিচার শুরু হবে বলে জানা গিয়েছে ৷

মিনেপোলিসে জর্জের মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল, সেখানে নেতৃত্বদের মধ্যে অন্যতম নেকিমা লেভি জানিয়েছেন যে, অনেক সময়ের সাজা দেওয়া হয়েছে বলে তার অর্থ এটাই যথেষ্ট সময় তা কিন্তু নয় ৷ ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্পের আশা পরবর্তী ফেডারেল সিভিল রাইটস ট্রায়ালে শভিন সর্বোচ্চ শাস্তি পাবেন ৷

আরও পড়ুন : 150 দিনে 30 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে আমেরিকাবাসীকে, জানালেন বাইডেন

মিনেপোলিস (মার্কিন যুক্তরাষ্ট্র), 26 জুন : মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড (George Floyd) হত্যাকাণ্ডে সাজা ঘোষণা হল ৷ এই ঘটনায় অভিযুক্ত ছিলেন মিনেপোলিসের প্রাক্তন পুলিশ আধিকারিক ডেরেক শভিন (Derek Chauvin) ৷ তাঁকে শুক্রবার সাড়ে 22 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৷ কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খুনের দায়ে এটা সম্ভবত সবচেয়ে বেশি সময়ের কারাদণ্ড ৷

তবে এই সাজায় খুশি নয় ফ্লয়েডের পরিবার ও অন্যরা ৷ তাঁদের তরফে আইনজীবী শভিনের 30 বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন ৷ একই সঙ্গে আবেদন জানানো হয় যে 15 বছর অথবা সাজার দুই তৃতীয়াংশ সময় যাতে ভালো ব্যবহারের জন্য শভিনকে প্যারোলে মুক্তি দেওয়া না হয় ৷

আরও পড়ুন : এক বছর পার : চোখের জলে আমেরিকার রাজপথে জর্জ ফ্লয়েড স্মরণ

প্রসঙ্গত, জর্জ ফ্লয়েডকে খুনের ঘটনাটি ঘটে 2020 সালের 25 মে ৷ সেদিন তাঁকে প্রথমে গ্রেফতার করা হয় ৷ তার পর তাঁকে প্রকাশ্যে মাটিতে ফেলে তাঁর ঘাড়ের উপর হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন মার্কিন পুলিশ আধিকারিক ডেরেক শভিন ৷ প্রায় সাড়ে 9 মিনিট ওইভাবে রাস্তায় ফেলে রাখা হয়েছিল ফ্লয়েডকে ৷ তিনি বারবার সেই সময় বলার চেষ্টা করছিলেন যে তিনি শ্বাস নিতে পারছেন না ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জর্জের ৷

জর্জ কৃষ্ণাঙ্গ ছিলেন ৷ তাই এই ঘটনায় বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠে ৷ কারণ, অভিযুক্ত মার্কিন পুলিশ আধিকারিক ডেরেক শভিন ছিলেন শ্বেতাঙ্গ ৷ এই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র ৷ যে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যত্র ৷

আরও পড়ুন : বর্ণবিদ্বেষকে সমাজ থেকে চিরতরে মুছে ফেলা সম্ভব নয় : হোল্ডিং

এই ঘটনায় চাকরি থেকে বরখাস্ত করা হয় শভিনকে ৷ আদালত ফ্লয়েডের পরিবারকে আর্থিক সাহায্য করে ৷ চলতি বছরের 20 এপ্রিল শভিনকে দোষী সাব্যস্ত করা হয় ৷ গত শুক্রবার তাঁর সাজা হল ৷ ওই সময় ঘটনাস্থলে আরও তিন পুলিশ আধিকারিক ছিলেন ৷ আগামী বছর মার্চে তাঁদের বিচার শুরু হবে বলে জানা গিয়েছে ৷

মিনেপোলিসে জর্জের মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল, সেখানে নেতৃত্বদের মধ্যে অন্যতম নেকিমা লেভি জানিয়েছেন যে, অনেক সময়ের সাজা দেওয়া হয়েছে বলে তার অর্থ এটাই যথেষ্ট সময় তা কিন্তু নয় ৷ ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্পের আশা পরবর্তী ফেডারেল সিভিল রাইটস ট্রায়ালে শভিন সর্বোচ্চ শাস্তি পাবেন ৷

আরও পড়ুন : 150 দিনে 30 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে আমেরিকাবাসীকে, জানালেন বাইডেন

Last Updated : Jun 27, 2021, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.