ETV Bharat / international

বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পাশে কানাডার প্রধানমন্ত্রী, বসলেন হাঁটু গেড়ে - পার্লামেন্ট হিল

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বর্ণবৈষম্য বিরোধী প্রতিবাদীদের পাশে দাঁড়ালেন। ওটায়ার পার্লামেন্ট হিলে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন এবং হাঁটু গেড়ে বসে সমর্থনও জানান।

Jastin trudeau
Jastin trudeau
author img

By

Published : Jun 6, 2020, 5:06 PM IST

টরন্টো, 6 জুন : বর্ণবৈষম্য বিরোধী প্রতিবাদে যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রতিবাদীদের সমর্থন জানিয়ে হাঁটু গেড়ে বসলেন তিনিও।

শুক্রবার ওটায়ার পার্লামেন্ট হিলে কালো মাস্ক পরে, দেহরক্ষীদের সঙ্গে নিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কয়েকজন প্রতিবাদী তাঁকে হাঁটু গেড়ে বসতে অনুরোধ করলে তিনি সেই অনুরোধ রাখেন। পাশে দাঁড়ানোর জন্য প্রতিবাদীরা তাঁকে ধন্যবাদ জানান। "ব্ল্যাক লাইভস ম্যাটার" স্লোগানে মাথা নেড়ে সমর্থন জানান ট্রুডো।

সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন, অ্যামেরিকায় যা হচ্ছে, তা অত্যন্ত ভয় ও ত্রাসের সঙ্গে দেখছে কানাডাবাসী। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিবাদীদের রাস্তা থেকে সরানোর জন্য কাঁদানে গ্যাসের ব্যবহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি 21 সেকেন্ড চুপ করেছিলেন।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ঘাড়ে চাপা দিয়ে খুনের ঘটনার পরই গোটা অ্যামেরিকায় শুরু হয় প্রতিবাদের ঝড়। কানাডাতেও পৌঁছায় প্রতিবাদের হাওয়া। শুক্রবার ওটায়ার পাশাপাশি আরও অনেক জায়গায় বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ দেখান কানাডাবাসীরা।

শুধু প্রধানমন্ত্রী বা কানাডাবাসী নয়, বিক্ষোভকারীদের সমর্থন জানান কানাডার পুলিশও। টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স ও সহকর্মীরা পুলিশ হেডকোয়ার্টারের সামনেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন এবং টুপি খুলে, হাঁটু গেড়ে মাথা নত করে তাদের সমর্থন জানান।

সন্ডার্স, তিনি নিজেও একজন কৃষ্ণাঙ্গ, বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার পর টুইটারে লেখেন, " আমরা দেখছি এবং শুনছি। পরিবর্তন আনতে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে। "

টরন্টো, 6 জুন : বর্ণবৈষম্য বিরোধী প্রতিবাদে যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রতিবাদীদের সমর্থন জানিয়ে হাঁটু গেড়ে বসলেন তিনিও।

শুক্রবার ওটায়ার পার্লামেন্ট হিলে কালো মাস্ক পরে, দেহরক্ষীদের সঙ্গে নিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কয়েকজন প্রতিবাদী তাঁকে হাঁটু গেড়ে বসতে অনুরোধ করলে তিনি সেই অনুরোধ রাখেন। পাশে দাঁড়ানোর জন্য প্রতিবাদীরা তাঁকে ধন্যবাদ জানান। "ব্ল্যাক লাইভস ম্যাটার" স্লোগানে মাথা নেড়ে সমর্থন জানান ট্রুডো।

সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন, অ্যামেরিকায় যা হচ্ছে, তা অত্যন্ত ভয় ও ত্রাসের সঙ্গে দেখছে কানাডাবাসী। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিবাদীদের রাস্তা থেকে সরানোর জন্য কাঁদানে গ্যাসের ব্যবহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি 21 সেকেন্ড চুপ করেছিলেন।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ঘাড়ে চাপা দিয়ে খুনের ঘটনার পরই গোটা অ্যামেরিকায় শুরু হয় প্রতিবাদের ঝড়। কানাডাতেও পৌঁছায় প্রতিবাদের হাওয়া। শুক্রবার ওটায়ার পাশাপাশি আরও অনেক জায়গায় বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ দেখান কানাডাবাসীরা।

শুধু প্রধানমন্ত্রী বা কানাডাবাসী নয়, বিক্ষোভকারীদের সমর্থন জানান কানাডার পুলিশও। টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স ও সহকর্মীরা পুলিশ হেডকোয়ার্টারের সামনেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন এবং টুপি খুলে, হাঁটু গেড়ে মাথা নত করে তাদের সমর্থন জানান।

সন্ডার্স, তিনি নিজেও একজন কৃষ্ণাঙ্গ, বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার পর টুইটারে লেখেন, " আমরা দেখছি এবং শুনছি। পরিবর্তন আনতে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.