ETV Bharat / international

দুষ্কৃতীর গুলিতে নিহত ক্যালিফোর্নিয়ার পুলিশ আধিকারিক - সানফ্রানসিসকো

আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ একটি গাড়ি জ্যামিশন ক্রিক এলাকায় দাঁড়িয়ে রয়েছে বলে ফোনে খবর পান গুটজ়উইলার । ঘটনাস্থানে পৌঁছে গাড়িটিকে ধাওয়া করেন তিনি । পথে দুষ্কৃতীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর । হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । জখম অবস্থায় একটি হাসপাতালের ভরতি করা হয়েছে তাকে ।

AA
পুলিশ আধিকারিক
author img

By

Published : Jun 7, 2020, 7:19 PM IST

ক্যালিফোর্নিয়া, 7 জুন: উত্তর ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্রুজের বেন লোমন্ডে পুলিশের উপর হামলা চালাল এক দুষ্কৃতী । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ আধিকারিকের । ঘটনায় জখম হয়েছেন দুইজন পুলিশ আধিকারিক । মৃতের নাম ডেমন গুটজ়উইলার । জখম পুলিশ আধিকারিকদের মধ্যে একজন সেকেন্ড ডেপুটি ও অন্যজন ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল অফিসার ।

একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘটনার কথা জানিয়েছেন শেরিফ জিম হার্ট । তিনি জানান, জামিশন ক্রিকের কাছে বোমা তৈরির জিনিস ও আগ্নেয়াস্ত্রসহ একটি সন্দেহজনক গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলে পুলিশের কাছে ফোনে খবর আসে । ফোন পেয়েই বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে যান গুটজ়উইলার । পুলিশের গাড়ি আসতে দেখেই ওই গাড়ির চালক গাড়িটি নিয়ে এগোতে থাকেন । কিছুটা গিয়ে লোমন্ডে ওয়ালডেবার্গ অ্যাভিনিউয়ের কাছে গাড়িটি একটি বাড়ির কাছে দাঁড়িয়ে যায় । এরপর ওই গাড়িটির দিকে সার্জেন্ট গুটজ়উইলার এগোতেই অতর্কিতে তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী । গুলি করা হয় পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গুটজ়উইলারের । জখম হন অপর দুই পুলিশ আধিকারিক ।

শেরিফ জিম হার্ট জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । তার নাম স্টিভেন ক্যারিলো । গ্রেপ্তারির সময় জখম ছিল সে । স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর সে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল । সেই সময় ওই বাড়ির বাসিন্দাদের জোর করে বার করেও দিয়েছিল বলে জানিয়েছেন শেরিফ । ডিস্ট্রিক্ট অ্যাটারনিস অফিস এবং ফেডেরাল বিউরো অফ ইনভেস্টিগেশন ঘটনার তদন্ত শুরু করেছে ।

ক্যালিফোর্নিয়া, 7 জুন: উত্তর ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্রুজের বেন লোমন্ডে পুলিশের উপর হামলা চালাল এক দুষ্কৃতী । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ আধিকারিকের । ঘটনায় জখম হয়েছেন দুইজন পুলিশ আধিকারিক । মৃতের নাম ডেমন গুটজ়উইলার । জখম পুলিশ আধিকারিকদের মধ্যে একজন সেকেন্ড ডেপুটি ও অন্যজন ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল অফিসার ।

একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘটনার কথা জানিয়েছেন শেরিফ জিম হার্ট । তিনি জানান, জামিশন ক্রিকের কাছে বোমা তৈরির জিনিস ও আগ্নেয়াস্ত্রসহ একটি সন্দেহজনক গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলে পুলিশের কাছে ফোনে খবর আসে । ফোন পেয়েই বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে যান গুটজ়উইলার । পুলিশের গাড়ি আসতে দেখেই ওই গাড়ির চালক গাড়িটি নিয়ে এগোতে থাকেন । কিছুটা গিয়ে লোমন্ডে ওয়ালডেবার্গ অ্যাভিনিউয়ের কাছে গাড়িটি একটি বাড়ির কাছে দাঁড়িয়ে যায় । এরপর ওই গাড়িটির দিকে সার্জেন্ট গুটজ়উইলার এগোতেই অতর্কিতে তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী । গুলি করা হয় পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গুটজ়উইলারের । জখম হন অপর দুই পুলিশ আধিকারিক ।

শেরিফ জিম হার্ট জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । তার নাম স্টিভেন ক্যারিলো । গ্রেপ্তারির সময় জখম ছিল সে । স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর সে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল । সেই সময় ওই বাড়ির বাসিন্দাদের জোর করে বার করেও দিয়েছিল বলে জানিয়েছেন শেরিফ । ডিস্ট্রিক্ট অ্যাটারনিস অফিস এবং ফেডেরাল বিউরো অফ ইনভেস্টিগেশন ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.