মস্কো (রাশিয়া), 5 জুন : মার্কিন যুক্তরাষ্ট যেভাবে কোভিড-19 ভাইরাসের উৎপত্তি ও প্রকোপের জন্য চিনকে দায়ী করছে, তা একেবারেই ভিত্তিহীন ৷ রুশ সংবাদমাধ্যমে একথা বললেন এক প্রাবন্ধিক তথা সাংবাদিক ভিক্টোরিয়া নিকিফোরোবা ৷ তিনি এই প্রসঙ্গে লেখেন, ‘‘দ্য় ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি খবরের ভিত্তিতেই চিন-বিরোধী এই হাওয়া উঠেছে ৷ যে রিপোর্টে দাবি করা হয়েছিল, অনুষ্ঠানিকভাবে গোটা বিশ্বে অতিমারি ছড়িয়ে পড়ার অনেক আগেই চিনের উহানে একদল বিজ্ঞানী কোভিড-19 ভাইরাসের মতোই একটি ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন ৷ কিন্তু এই রিপোর্টের কোনও পোক্ত ভিত্তি মেলেনি ৷’’
একইসঙ্গে এই ঘটনায় ঠারে ঠোরে আমেরিকাকেই কাঠগড়ায় তুলেছেন ভিক্টোরিয়া ৷ তিনি লিখেছেন, ‘‘অগাস্ট মাসে হঠাৎই আমেরিকার বিখ্য়াত সামরিক গবেষণাগার ফোর্ট ডেট্রিক বন্ধ করে দেওয়া হয় ৷ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ভাইরাস ও ব্যাক্টেরিয়াগুলি চিরকাল গবেষণাগারেই সঞ্চয় করে রাখা হয়েছে ৷’’ এই প্রসঙ্গে চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে ভিক্টোরিয়া বলেন, ‘‘2019 সালের গ্রীষ্ম এবং শরতে এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলি বিশেষভাবে লক্ষ্যণীয় ৷’’
ভিক্টোরিয়া তাঁর প্রবন্ধে লিখেছেন, ‘‘এর আগেও অত্যন্ত যত্ন সহকারে অ্য়ানথ্রাক্স, স্মলপক্স এবং প্লেগের মতো রোগের জীবাণুকে গবেষণাগারে লালন করা হয়েছে ৷ গোপনভাবে বিজ্ঞানীরা সেসব নিয়ে গবেষণা করেছেন ৷ এমনকী, তার থেকে কীভাবে আরও ভয়ঙ্কর ভাইরাস বা ব্য়াক্টেরিয়া তৈরি করা যায়, তা নিয়েও অনেক কাজ করা হয়েছে ৷’’
আরও পড়ুন : করোনা ভাইরাসের উৎস কোথায় ? তদন্ত করতে পারে ভারত
ভিক্টোরিয়ার অভিযোগ, বিশেষ কোনও একটি বস্তু হঠাৎ করে গবেষণাগার থেকে বেরিয়ে আসাতেই আমেরিকার বিখ্য়াত সামরিক গবেষণাগার ফোর্ট ডেট্রিক বন্ধ করা হয়েছিল ৷ কিন্তু সেই জিনিস যে কী, তা আজ পর্যন্ত জানা যায়নি ৷ ভিক্টোরিয়ার আরও দাবি, বিশেষজ্ঞদের একাংশের মতে 2019 সালের অক্টোবর মাসে আমেরিকা থেকেই উহানে কোভিড-19 ভাইরাস আমদানি করা হয়েছিল ৷ সেই সময়ে একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রতিনিধিরা উহানে এসেছিলেন ৷