ETV Bharat / international

মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরের পদে ইস্তফা বিল গেটসের

বিশ্ব স্বাস্থ্য, উন্নতি, শিক্ষা এবং আবহওয়া পরিবর্তন নিয়ে কাজ করছেন বিল গেটস । সেই কাজে আরও বেশি করে সময় দিতে চান । তাই বোর্ড অফ ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি বলে জানিয়েছে মাইক্রোসফট ।

image
বিল গেটস
author img

By

Published : Mar 14, 2020, 5:51 AM IST

ওয়াশিংটন, 14 মার্চ : মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠাতা বিল গেটস । জনহিতকর কাজে বেশি করে নিজেকে নিযুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি । মাইক্রোসফটের পক্ষ থেকে একথা জানানো হয় । যদিও কোম্পানির CEO সত্য নাদ্দেলার প্রযুক্তিগত উপদেষ্টা হিসাবে কাজ করবেন তিনি ৷

বিশ্ব স্বাস্থ্য, উন্নতি, শিক্ষা এবং আবহওয়া পরিবর্তন নিয়ে কাজ করছেন বিল গেটস । তিনি সেই কাজে আরও বেশি করে সময় দিতে চান তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মাইক্রোসফট ।

পল অ্যালেনের সঙ্গে 1975 সালে মাইক্রোসফট তৈরি করেন গেটস । 2000 সাল পর্যন্ত কোম্পানির CEO-র পদে ছিলেন তিনি । 2008 সালে কোম্পানির দৈনন্দিন কাজকর্ম থেকে অব্যাহতি নিয়ে বিল ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশনে বেশি সময় দিতে থাকেন গেটস ।

কোম্পানির CEO সত্য নাদ্দেলা বলেন, "বছরের পর বছর বিলের সঙ্গে কাজ ও বিলের থেকে শিখতে পেরে আমি সম্মানিত । কোম্পানির বোর্ড বিলের নেতৃত্ব ও দূরদৃষ্টি থেকে উপকৃত হয়েছে । মাইক্রোসফট এখনও বিলের প্রযুক্তিগত উপদেশ থেকে উপকৃত হবে । বিলের মতো একজনের সঙ্গে বন্ধুত্ব ও তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত । "

ওয়াশিংটন, 14 মার্চ : মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠাতা বিল গেটস । জনহিতকর কাজে বেশি করে নিজেকে নিযুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি । মাইক্রোসফটের পক্ষ থেকে একথা জানানো হয় । যদিও কোম্পানির CEO সত্য নাদ্দেলার প্রযুক্তিগত উপদেষ্টা হিসাবে কাজ করবেন তিনি ৷

বিশ্ব স্বাস্থ্য, উন্নতি, শিক্ষা এবং আবহওয়া পরিবর্তন নিয়ে কাজ করছেন বিল গেটস । তিনি সেই কাজে আরও বেশি করে সময় দিতে চান তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মাইক্রোসফট ।

পল অ্যালেনের সঙ্গে 1975 সালে মাইক্রোসফট তৈরি করেন গেটস । 2000 সাল পর্যন্ত কোম্পানির CEO-র পদে ছিলেন তিনি । 2008 সালে কোম্পানির দৈনন্দিন কাজকর্ম থেকে অব্যাহতি নিয়ে বিল ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশনে বেশি সময় দিতে থাকেন গেটস ।

কোম্পানির CEO সত্য নাদ্দেলা বলেন, "বছরের পর বছর বিলের সঙ্গে কাজ ও বিলের থেকে শিখতে পেরে আমি সম্মানিত । কোম্পানির বোর্ড বিলের নেতৃত্ব ও দূরদৃষ্টি থেকে উপকৃত হয়েছে । মাইক্রোসফট এখনও বিলের প্রযুক্তিগত উপদেশ থেকে উপকৃত হবে । বিলের মতো একজনের সঙ্গে বন্ধুত্ব ও তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.