ETV Bharat / international

ট্রাম্পের অভিবাসীদের জন্য বিমা নীতি বাতিল বাইডেনের

আমেরিকায় যেতে হলে নিজের পয়সায় সরকার নির্ধারিত বিমা বা স্বাস্থ্য পরিষেবা কেনা বাধ্যতামূলক ছিল ট্রাম্প প্রশাসনের সময়ে ৷ সেই সিদ্ধান্ত বাতিল করে অভিবাসীদের পাশে দাঁড়ালেন জো বাইডেন ৷

প্রেসিডেন্ট জো বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By

Published : May 15, 2021, 11:59 AM IST

Updated : May 15, 2021, 12:12 PM IST

ওয়াশিংটন, 15 মে: অভিবাসীদের জন্য সুখবর ৷ ট্রাম্পের বিমা সংক্রান্ত নীতি বাতিল করে আমেরিকায় যাওয়ার পথ সহজ করল বাইডেন সরকার ৷

নিজের পয়সায় আমেরিকার সরকারের নির্ধারিত বিমা বা কোনো স্বাস্থ্য পরিষেবার কেনার ক্ষমতা না থাকলে, অভিবাসীদের আমেরিকায় গিয়ে থাকার ভিসা দেওয়া হবে না, ঘোষণা করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শুক্রবার এই সিদ্ধান্ত বাতিল করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

জো বাইডেনের নতুন নীতি

এই নীতিতে আমেরিকার কোনো লাভ হচ্ছে না ৷ তাঁর প্রশাসন উন্নতমানের, সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ ৷ বহু অভিবাসী আইন মেনে আমেরিকায় আসতে চান, অথচ তাঁদের পক্ষে প্রশাসনের নির্ধারিত বিমা বা স্বাস্থ্যপরিষেবার প্রয়োজনীয় খরচ করা সম্ভব নয় ৷ এবার থেকে এটা কোনো বাধা হবে না তাঁদের জন্য ৷ প্রশাসনের উচ্চআধিকারিকরা "প্রোক্লামেশন 9945" অনুযায়ী সব রকম নিয়মকানুন, নির্দেশ, প্রয়োজনীয় নথিপত্র, নীতি আর এই সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে দেখবেন ৷

আরো পড়ুন: 2015 সালেই করোনা নিয়ে গবেষণা ! জৈব অস্ত্র তৈরি করছিল চিন ?

এর আগেও গত বছর ট্রাম্পের তৈরি "ন্যাশনাল গার্ডেন অফ আমেরিকান হিরোজ"-কে বাতিল করেছেন জো বাইডেন ৷

ট্রাম্পের ঘোষণা

ভিসার আবেদনকারীদের আমেরিকায় আসার 30 দিন আগে সরকার অনুমোদিত স্বাস্থ্য বিমা বা পরিষেবা কেনার ক্ষমতা আছে কি না, তা যাচাই করার কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷

"যে সব অভিবাসীরা দেশে ঢুকবেন তাঁরা যেন আমাদের স্বাস্থ্য পরিষেবাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন, আমেরিকানরা যেরকম ট্যাক্স দিয়ে থাকেন, তাঁদের মতোই বেশি ট্যাক্স দিতে হবে ৷"

ওয়াশিংটন, 15 মে: অভিবাসীদের জন্য সুখবর ৷ ট্রাম্পের বিমা সংক্রান্ত নীতি বাতিল করে আমেরিকায় যাওয়ার পথ সহজ করল বাইডেন সরকার ৷

নিজের পয়সায় আমেরিকার সরকারের নির্ধারিত বিমা বা কোনো স্বাস্থ্য পরিষেবার কেনার ক্ষমতা না থাকলে, অভিবাসীদের আমেরিকায় গিয়ে থাকার ভিসা দেওয়া হবে না, ঘোষণা করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শুক্রবার এই সিদ্ধান্ত বাতিল করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

জো বাইডেনের নতুন নীতি

এই নীতিতে আমেরিকার কোনো লাভ হচ্ছে না ৷ তাঁর প্রশাসন উন্নতমানের, সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ ৷ বহু অভিবাসী আইন মেনে আমেরিকায় আসতে চান, অথচ তাঁদের পক্ষে প্রশাসনের নির্ধারিত বিমা বা স্বাস্থ্যপরিষেবার প্রয়োজনীয় খরচ করা সম্ভব নয় ৷ এবার থেকে এটা কোনো বাধা হবে না তাঁদের জন্য ৷ প্রশাসনের উচ্চআধিকারিকরা "প্রোক্লামেশন 9945" অনুযায়ী সব রকম নিয়মকানুন, নির্দেশ, প্রয়োজনীয় নথিপত্র, নীতি আর এই সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে দেখবেন ৷

আরো পড়ুন: 2015 সালেই করোনা নিয়ে গবেষণা ! জৈব অস্ত্র তৈরি করছিল চিন ?

এর আগেও গত বছর ট্রাম্পের তৈরি "ন্যাশনাল গার্ডেন অফ আমেরিকান হিরোজ"-কে বাতিল করেছেন জো বাইডেন ৷

ট্রাম্পের ঘোষণা

ভিসার আবেদনকারীদের আমেরিকায় আসার 30 দিন আগে সরকার অনুমোদিত স্বাস্থ্য বিমা বা পরিষেবা কেনার ক্ষমতা আছে কি না, তা যাচাই করার কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷

"যে সব অভিবাসীরা দেশে ঢুকবেন তাঁরা যেন আমাদের স্বাস্থ্য পরিষেবাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন, আমেরিকানরা যেরকম ট্যাক্স দিয়ে থাকেন, তাঁদের মতোই বেশি ট্যাক্স দিতে হবে ৷"

Last Updated : May 15, 2021, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.