ETV Bharat / international

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে মোদিকে আমন্ত্রণ বাইডেনের - Biden

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য় বাইডেনের কাছ থেকে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী মোদি ৷ ওই সামিটে আরও 39 জন দেশনায়ক উপস্থিত থাকবেন ৷ এপ্রিল মাসের 22 ও 23 তারিখ ওই সামিট রয়েছে ৷

biden
জো বাইডেন
author img

By

Published : Mar 27, 2021, 2:46 PM IST

ওয়াশিংটন, 27 মার্চ : আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই সামিটে উপস্থিত থাকবেন আরও 39 জন দেশনায়ক ৷ আগামী মাসের 22 ও 23 তারিখে ওই সামিট হবে ৷ হোয়াইট হাউসের তরফে ওই খবর জানানো হয়েছে ৷

মোদি ছাড়াও ওই সামিটে উপস্থিত থাকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী যোশিহিড সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জাহির বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিশ জনসন সহ প্রমুখ ৷ হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ওই কনফারেন্সে ৷

রাষ্ট্রনেতাদের সামিট শেষ হওয়ার পর চলতি বছরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আরও একটি কনফারেন্স হবে ৷ যার নাম সিওপি 26 ৷ গ্লাসকোতে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে ৷

আরও পড়ুন- মঙ্গলে উড়বে নাসার মিনি কপ্টার ইনজেনুইটি

শুধু ক্লাইমেট চেঞ্জ নিয়েই আলোচনা নয়, ক্লাইমেট নিয়ে কাজের জন্য় কীভাবে উন্নত প্রযুক্তির দরকার এবং ক্লাইমেট নিয়ে যারা কাজ করেন তাঁদের জন্য় আরও ভালো কাজের সুযোগ কীভাবে করে দেওয়া সম্ভব সেসব বিষয় নিয়েও আলোচনা করা হবে ৷

এবিষয়ে জো বাইডেন জানিয়েছে, ক্লাইমেটের বিষয়ে প্রতিটি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে ৷ এবং সামিট নিয়ে তিনি বলেছেন, প্রত্য়েক রাষ্ট্রনেতারা ক্লাইমেট নিয়ে কী ভাবছেন তা ওই সামিটে উপস্থাপনা করার আবেদন করেছেন ৷

ওয়াশিংটন, 27 মার্চ : আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই সামিটে উপস্থিত থাকবেন আরও 39 জন দেশনায়ক ৷ আগামী মাসের 22 ও 23 তারিখে ওই সামিট হবে ৷ হোয়াইট হাউসের তরফে ওই খবর জানানো হয়েছে ৷

মোদি ছাড়াও ওই সামিটে উপস্থিত থাকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী যোশিহিড সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জাহির বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিশ জনসন সহ প্রমুখ ৷ হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ওই কনফারেন্সে ৷

রাষ্ট্রনেতাদের সামিট শেষ হওয়ার পর চলতি বছরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আরও একটি কনফারেন্স হবে ৷ যার নাম সিওপি 26 ৷ গ্লাসকোতে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে ৷

আরও পড়ুন- মঙ্গলে উড়বে নাসার মিনি কপ্টার ইনজেনুইটি

শুধু ক্লাইমেট চেঞ্জ নিয়েই আলোচনা নয়, ক্লাইমেট নিয়ে কাজের জন্য় কীভাবে উন্নত প্রযুক্তির দরকার এবং ক্লাইমেট নিয়ে যারা কাজ করেন তাঁদের জন্য় আরও ভালো কাজের সুযোগ কীভাবে করে দেওয়া সম্ভব সেসব বিষয় নিয়েও আলোচনা করা হবে ৷

এবিষয়ে জো বাইডেন জানিয়েছে, ক্লাইমেটের বিষয়ে প্রতিটি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে ৷ এবং সামিট নিয়ে তিনি বলেছেন, প্রত্য়েক রাষ্ট্রনেতারা ক্লাইমেট নিয়ে কী ভাবছেন তা ওই সামিটে উপস্থাপনা করার আবেদন করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.