ETV Bharat / international

Biden-Putin confrontation : ইউক্রেন নিয়ে পুতিন ও বাইডেনের লড়াই আরও বৃদ্ধির আশঙ্কা - ইউক্রেন নিয়ে পুতিন ও বাইডেনের লড়াই আরও বৃদ্ধির আশঙ্কা

রাশিয়ার আইনসভা বিদেশে সেনা ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ ফলে শীঘ্রই রুশ সেনা ইউক্রেনে হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এতে পূর্ব ও পশ্চিম বিশ্বের লড়াই ক্রমশ অন্যদিকে মোড় নিচ্ছে (Biden-Putin confrontation) ৷

biden-and-putin-signal-bigger-confrontation-ahead-over-ukraine-crisis
Biden-Putin confrontation : ইউক্রেন নিয়ে পুতিন ও বাইডেনের লড়াই আরও বৃদ্ধির আশঙ্কা
author img

By

Published : Feb 23, 2022, 4:17 PM IST

মস্কো, 23 ফেব্রুয়ারি : ইউক্রেনকে ঘিরে পূর্ব ও পশ্চিম বিশ্বের লড়াই ক্রমশ অন্যদিকে মোড় নিচ্ছে ৷ এদিকে রাশিয়ার আইনসভা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনীর ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে ৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে ৷ পশ্চিমী বিশ্বের নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ায় অর্থনৈতিক সংকটও তৈরি হতে পারে ৷

পুতিন সেনা প্রত্যাহারে নারাজ থাকায় পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে ৷ যা আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রও সামরিক প্রস্তুতি শুরু করেছে ৷ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যেগুলি রাশিয়ার সীমান্তে, সেখানে মার্কিন সেনা মোতায়েনও করা হচ্ছে ৷ সেখানে এফ-35 যুদ্ধবিমান ও এএইচ-64 অ্যাপাচে হেলিকপ্টার সেখানে পাঠানো হয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, আন্তর্জাতিক আইন ভাঙছে রাশিয়া (Violation of international laws) ৷ তাই এই প্রস্তুতি ৷ তবে পুরোটাই ইউক্রেনকে রক্ষা করার স্বার্থে বলেও তিনি স্পষ্ট করেছেন ৷

তাই তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে তাঁরা একজোট হয়ে ইউক্রেনের পাশে থাকবে ৷ সেই কারণে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে মার্কিন বিদেশ সচিবের যে বৈঠক ছিল জেনেভায়, তা বাতিল করে দেওয়া হয়েছে ৷ এর থেকে রাশিয়া থেকে যে গ্যাস পাইপলাইন আসার কথা ছিল, সেই প্রক্রিয়া থমকে যাবে ৷

কিন্তু যুদ্ধ ছাড়া এই সংকটের সমাধান কি হবে ? রাশিয়া যুদ্ধ ছাড়া সমাধানের শর্তও দিয়ে রেখেছে ৷ তা হল, ক্রিমিয়ার উপর তাদের অধিকার ইউক্রেনকে মেনে নিতে হবে ৷ একই সঙ্গে মানতে হবে রাশিয়ার দখলে থাকা ব্ল্যাক সি-র অংশ ৷ 2014 সালে ওই অংশ ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল রাশিয়া ৷

যদিও তা কার্যত সম্ভব নয় বলেই মনে করছে আন্তর্জাতিক মহল ৷ কারণ, ইউক্রেনও রাশিয়ার চাপের কাছে নতিস্বীকার করবে না বলে জানিয়ে দিয়েছে ৷ তাই শেষ পর্যন্ত যুদ্ধ হয় কি না, এখন সেটাই দেখার (Russia-Ukraine tension) ! আর তা হলে সারা বিশ্বের পরিস্থিতি কোন খাতে গড়ায়, সেদিকেও নজর রয়েছে কূটনৈতিক মহলের ৷

আরও পড়ুন : India on Ukraine : রাশিয়া-ইউক্রনে সংকট মেটাতে কূটনৈতিক প্রক্রিয়া জরুরি, মত ভারতের

মস্কো, 23 ফেব্রুয়ারি : ইউক্রেনকে ঘিরে পূর্ব ও পশ্চিম বিশ্বের লড়াই ক্রমশ অন্যদিকে মোড় নিচ্ছে ৷ এদিকে রাশিয়ার আইনসভা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনীর ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে ৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে ৷ পশ্চিমী বিশ্বের নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ায় অর্থনৈতিক সংকটও তৈরি হতে পারে ৷

পুতিন সেনা প্রত্যাহারে নারাজ থাকায় পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে ৷ যা আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রও সামরিক প্রস্তুতি শুরু করেছে ৷ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যেগুলি রাশিয়ার সীমান্তে, সেখানে মার্কিন সেনা মোতায়েনও করা হচ্ছে ৷ সেখানে এফ-35 যুদ্ধবিমান ও এএইচ-64 অ্যাপাচে হেলিকপ্টার সেখানে পাঠানো হয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, আন্তর্জাতিক আইন ভাঙছে রাশিয়া (Violation of international laws) ৷ তাই এই প্রস্তুতি ৷ তবে পুরোটাই ইউক্রেনকে রক্ষা করার স্বার্থে বলেও তিনি স্পষ্ট করেছেন ৷

তাই তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে তাঁরা একজোট হয়ে ইউক্রেনের পাশে থাকবে ৷ সেই কারণে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে মার্কিন বিদেশ সচিবের যে বৈঠক ছিল জেনেভায়, তা বাতিল করে দেওয়া হয়েছে ৷ এর থেকে রাশিয়া থেকে যে গ্যাস পাইপলাইন আসার কথা ছিল, সেই প্রক্রিয়া থমকে যাবে ৷

কিন্তু যুদ্ধ ছাড়া এই সংকটের সমাধান কি হবে ? রাশিয়া যুদ্ধ ছাড়া সমাধানের শর্তও দিয়ে রেখেছে ৷ তা হল, ক্রিমিয়ার উপর তাদের অধিকার ইউক্রেনকে মেনে নিতে হবে ৷ একই সঙ্গে মানতে হবে রাশিয়ার দখলে থাকা ব্ল্যাক সি-র অংশ ৷ 2014 সালে ওই অংশ ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল রাশিয়া ৷

যদিও তা কার্যত সম্ভব নয় বলেই মনে করছে আন্তর্জাতিক মহল ৷ কারণ, ইউক্রেনও রাশিয়ার চাপের কাছে নতিস্বীকার করবে না বলে জানিয়ে দিয়েছে ৷ তাই শেষ পর্যন্ত যুদ্ধ হয় কি না, এখন সেটাই দেখার (Russia-Ukraine tension) ! আর তা হলে সারা বিশ্বের পরিস্থিতি কোন খাতে গড়ায়, সেদিকেও নজর রয়েছে কূটনৈতিক মহলের ৷

আরও পড়ুন : India on Ukraine : রাশিয়া-ইউক্রনে সংকট মেটাতে কূটনৈতিক প্রক্রিয়া জরুরি, মত ভারতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.