ওয়াশিংটন, 24 ফেব্রুয়ারি: স্কুলজীবনেই বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা । তবে তাঁর প্রতি এমন আচরণ করার জন্য ঘুঁষি মেরে এক বন্ধুর নাক ভেঙে দিয়েছিলেন তিনি। সম্প্রতি নিজের ছোটবেলার এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ওবামা ।
ব্রুস স্প্রিংসটিনের সঙ্গে একটি পডকাস্টে ওবামা বলেছেন, ''আমি যখন স্কুলে ছিলাম, তখন আমার এক বন্ধু ছিল। আমরা একসঙ্গে বাসকেটবল খেলতাম। একবার ও আমায় এমন কথা বলল যে, আমাদের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছিল ।''
ওই কথোপকথনে বেশ কিছুক্ষণ বর্ণবৈদ্বেষ নিয়ে কথা বলেন তিনি। ছোটবেলার কথা বলতে গিয়ে তিনি বলেন, ''ও জানতও না ওই কথাটার অর্থ কী, তবে ও এটা বলেছিল যে, আমি তোমাকে এই কথাটা বলে আঘাত করতে পারি ।'' এরপর হেসে ওবামা জানান, ''মনে আছে, এরপর আমি ওর নাকে ঘুঁষি মেরে নাক ভেঙে দিয়েছিলাম । আমরা তখন লকার রুমে ছিলাম ।''
এ কথা শুনে স্প্রিংসটিন বলে ওঠেন, ''বাহ দারুণ ।'' এরপর ওবামা বলেন, ''আমি তাকে বুঝিয়েছিলাম...বলেছিলাম, আমাকে আর কোনওদিনও তুমি এ কথা বলবে না ।''
আরও পড়ুন: রামায়ণ ও মহাভারত শুনে শৈশব কেটেছে ওবামার
প্রথমবার জনসমক্ষে এই অভিজ্ঞতা তুলে ধরলেন অ্যামেরিকার 44তম প্রেসিডেন্ট । তিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন রাষ্ট্রপতি। পদে থাকাকালীন বারবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে গলা চড়িয়েছেন ওবামা । 2015 সালে একটি সাক্ষাত্কারে তিনি বলেছিলেন যে, অ্যামেরিকার বর্ণ বৈষম্যের রোগ এখনও সারেনি । দক্ষিণ ক্যারোলিনের কৃষ্ণাঙ্গ গির্জায় ভয়ংকর গোলাগুলির পরই এ কথা বলেছিলেন বারাক ওবামা ।