ETV Bharat / international

অ্যাস্ট্রাজ়েনেকার ট্রায়ালে মৃত স্বেচ্ছাসেবী কোনও ভ্যাকসিন গ্রহণ করেনি : রিপোর্ট

স্বেচ্ছাসেবীর মৃত্যুর পরেও ট্রায়াল জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজ়িল কর্তৃপক্ষ ।

Vaccine
ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 22, 2020, 10:18 AM IST

ব্রাসিলিয়া , 22 অক্টোবর : অ্যাস্ট্রাজ়েনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি কোরোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে মৃত্যু হয় ব্রাজ়িলের এক স্বেচ্ছাসেবীর । ব্রাজ়িলের স্বাস্থ্য বিভাগ থেকে এমনই জানানো হয়েছিল । মৃত্যুর পরেও এই ভ্যাকসিনের ট্রায়াল জারি থাকবে বলে জানিয়েছিল অ্যাস্ট্রাজ়েনেকা । এদিকে সূত্রের খবর , ওই ব্যক্তি কোনও ভ্যাকসিন গ্রহণ করেননি ।

ব্রাজ়িলের একটি সংবাদপত্রের খবর অনুয়ায়ী, ওই স্বেচ্ছাসেবী একটি কন্ট্রোল গ্রুপে ছিলেন । তিনি কোনও ভ্যাকসিন গ্রহণ করেননি এবং কোরোনার কারণেই মারা গিয়েছেন । পাশাপাশি এও জানা গেছে, তিনি রিও ডি জেনিরোতে কোরোনা রোগীদের চিকিৎসা করতেন । তবে ট্রায়ালের নীতি ও গোপনীয়তা বজায় রাখার জন্য এই বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি অ্যাস্ট্রাজ়েনেকা ।

অ্যামেরিকার এই ভ্যাকসিনের একটি ক্লিনিকাল ট্রায়াল এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল । অ্যামেরিকার এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে যাওয়ার পর সেপ্টেম্বরে তা বন্ধ করা হয়েছিল । যদিও সাম্প্রতিক সপ্তাহগুলিতে অ্যামেরিকা , ব্রাজ়িল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতে পুনরায় তা শুরু হয়েছে । এই বিষয়ে আরও তথ্য প্রকাশের জন্য অ্যাস্ট্রাজ়েনেকা এবং অক্সফোর্ড চাপের মুখোমুখি হচ্ছে ।

অন্যদিকে , স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় কোরোনা ভ্যাকসিন ট্রায়াল সাময়িকভাবে স্থগিত রেখেছিল জনসন অ্যান্ড জনসন । সেক্ষেত্রে , অ্যাস্ট্রাজ়েনেকা ও জনসন অ্যান্ড জনসনের ট্রায়ালে এভাবে স্বেচ্ছাসেবক অসুস্থ হওয়া ও ট্রায়াল বন্ধ রাখা নিয়ে প্রশ্ন উঠছে ।

কোরোনা আক্রান্তের নিরিখে অ্যামেরিকা ও ভারতের পরেই রয়েছে ব্রাজ়িল । সেখানে এখনও পর্যন্ত 50 লাখের বেশি আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 1 লাখ 54 হাজার মানুষের ।

ব্রাসিলিয়া , 22 অক্টোবর : অ্যাস্ট্রাজ়েনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি কোরোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে মৃত্যু হয় ব্রাজ়িলের এক স্বেচ্ছাসেবীর । ব্রাজ়িলের স্বাস্থ্য বিভাগ থেকে এমনই জানানো হয়েছিল । মৃত্যুর পরেও এই ভ্যাকসিনের ট্রায়াল জারি থাকবে বলে জানিয়েছিল অ্যাস্ট্রাজ়েনেকা । এদিকে সূত্রের খবর , ওই ব্যক্তি কোনও ভ্যাকসিন গ্রহণ করেননি ।

ব্রাজ়িলের একটি সংবাদপত্রের খবর অনুয়ায়ী, ওই স্বেচ্ছাসেবী একটি কন্ট্রোল গ্রুপে ছিলেন । তিনি কোনও ভ্যাকসিন গ্রহণ করেননি এবং কোরোনার কারণেই মারা গিয়েছেন । পাশাপাশি এও জানা গেছে, তিনি রিও ডি জেনিরোতে কোরোনা রোগীদের চিকিৎসা করতেন । তবে ট্রায়ালের নীতি ও গোপনীয়তা বজায় রাখার জন্য এই বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি অ্যাস্ট্রাজ়েনেকা ।

অ্যামেরিকার এই ভ্যাকসিনের একটি ক্লিনিকাল ট্রায়াল এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল । অ্যামেরিকার এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে যাওয়ার পর সেপ্টেম্বরে তা বন্ধ করা হয়েছিল । যদিও সাম্প্রতিক সপ্তাহগুলিতে অ্যামেরিকা , ব্রাজ়িল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতে পুনরায় তা শুরু হয়েছে । এই বিষয়ে আরও তথ্য প্রকাশের জন্য অ্যাস্ট্রাজ়েনেকা এবং অক্সফোর্ড চাপের মুখোমুখি হচ্ছে ।

অন্যদিকে , স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় কোরোনা ভ্যাকসিন ট্রায়াল সাময়িকভাবে স্থগিত রেখেছিল জনসন অ্যান্ড জনসন । সেক্ষেত্রে , অ্যাস্ট্রাজ়েনেকা ও জনসন অ্যান্ড জনসনের ট্রায়ালে এভাবে স্বেচ্ছাসেবক অসুস্থ হওয়া ও ট্রায়াল বন্ধ রাখা নিয়ে প্রশ্ন উঠছে ।

কোরোনা আক্রান্তের নিরিখে অ্যামেরিকা ও ভারতের পরেই রয়েছে ব্রাজ়িল । সেখানে এখনও পর্যন্ত 50 লাখের বেশি আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 1 লাখ 54 হাজার মানুষের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.