ETV Bharat / international

অ্যান্টনি ফউসি, জনস্বাস্থ্যের নায়ক - public-Health hero

ডা. অ্যান্টনি স্টিফেন ফউসি হলেন একজন অ্যামেরিকান চিকিৎসাবিদ এবং ইমিউনোলজিস্ট, যিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ়েজ় (NIAID)–এর অধিকর্তা হিসাবে কর্মরত আছেন । রোনাল্ড রেগন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, ছ’জন অ্যামেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর । গত ৩০ বছর ধরে আমেরিকা যে কোনও স্বাস্থসংকটের মুখে পড়লেই তার মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন ফউসি ।

Anthony Fauci, a public-Health hero
অ্যান্টনি ফউসি, জনস্বাস্থ্যের নায়ক
author img

By

Published : Apr 9, 2020, 12:20 PM IST

কোভিড–19 নিয়ে যখনই POTUS ডোনাল্ড ট্রাম্পকে সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে দেখা গিয়েছে, বার বার তাঁর পাশে দেখা মিলেছে দুর্বলকায় এক ব্যক্তির । কিছু কিছু বৈঠকে তো সেই ব্যক্তিকে তাড়াহুড়োয় বলা ট্রাম্পের কিছু বক্তব্যকে সংশোধন করে দিতেও দেখা গিয়েছে । এমনকী প্রেসিডেন্ট সানন্দে তাঁকে তা করতেও দিয়েছেন । সেই ব্যক্তি হলেন অ্যান্টনি ফউসি, যিনি ট্রাম্পের মতো একজন একগুঁয়ে রাষ্ট্রনেতার কাছ থেকেও ব্যতিক্রমীভাবে ছাড় আদায় করতে পেরেছেন । কাজেই এটা বলা কোনওমতেই অত্যুক্তি হয় না যে, কোভিড–19 নিয়ে যে কোনও তথ্য পেতে অ্যামেরিকানরা বর্তমানে ফউসির কথার উপরই চোখ বন্ধ করে বিশ্বাস করছেন ।

ডা. অ্যান্টনি স্টিফেন ফউসি হলেন একজন অ্যামেরিকান চিকিৎসাবিদ এবং ইমিউনোলজিস্ট, যিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ়েজ় (NIAID)–এর অধিকর্তা হিসাবে কর্মরত আছেন । রোনাল্ড রেগন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, ছ’জন অ্যামেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর । গত ৩০ বছর ধরে আমেরিকা যে কোনও স্বাস্থসংকটের মুখে পড়লেই তার মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন ফউসি । এ যাবৎ তিনি HIV, SARS, ইবোলা, MERS এবং 2001 সালের জৈব–সন্ত্রাস আক্রমণের সফলভাবে মোকাবিলা করেছেন । 1984সালে AIDS প্যানডেমিকের প্রাদুর্ভাবের সময় তিনি HIV প্রতিরোধের জন্য গবেষণা চালিয়েছিলেন এবং সেই মতো অ্যামেরিকান নিয়মনীতি লিপিবদ্ধ করেছিলেন ।

আমেরিকা রীতিমতো কেঁপে উঠেছিল যখন 2014 সালে সিয়েরা লিয়নে তাঁদেরই একজন নার্স ইবোলা ভাইরাসের কবলে পড়েছিল । সমস্ত চিকিৎসকরা যখন তাঁর কাছে যেতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তখন 74 বছর বয়সি ফউসি মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন, প্রোটেকটিভ গিয়ারে দেহ ঢেকে । দু’সপ্তাহ ধরে দিনে দু’ঘণ্টা তিনি টানা ওই নার্সের দেখাশোনা করতেন । আর যখন ওই নার্স সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তখন টিভি ক্যামেরার সামনে তিনি তাঁকে জড়িয়ে ধরেছিলেন । তিনি জনগণকে এই বলেও আশ্বস্ত করেছিলেন যে, জনস্বাস্থ্যের জন্য ইবোলা আর কোনও ঝুঁকি নয়। এটা ফউসিরই কৌশল ছিল যে, ইবোলা ভাইরাস আক্রান্তদের প্রচুর পরিমাণে তরল আর ইলেক্ট্রোলাইট দেওয়া উচিত ।

ইবোলা প্যানডেমিকের ছ’বছর পর কোভিড–19 এর বিরুদ্ধে লড়াইয়ে হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের একজন সদস্য হয়েছেন ফউসি । তিনি সাহসের সঙ্গে কংগ্রেসের সামনে এ কথা স্বীকার করেছেন যে, সরকার যথেষ্ট সংখ্যায় পরীক্ষা করাতে ব্যর্থ হয়েছে । আমেরিকায় কোভিড–19-এ যে 1 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন ফউসির দেওয়া সেই পরিসংখ্যান মেনে নিয়েছেন ট্রাম্প । এমনকী এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প সাগ্রহে এ কথা জানিয়েছিলেন যে, নভেল কোরোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে । ফউসি সঙ্গে সঙ্গে সেই দাবির নিন্দা করে বলেন, এখনও পর্যন্ত সেই দাবির সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই । ফউসি এমনই !

কোভিড–19 নিয়ে যখনই POTUS ডোনাল্ড ট্রাম্পকে সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে দেখা গিয়েছে, বার বার তাঁর পাশে দেখা মিলেছে দুর্বলকায় এক ব্যক্তির । কিছু কিছু বৈঠকে তো সেই ব্যক্তিকে তাড়াহুড়োয় বলা ট্রাম্পের কিছু বক্তব্যকে সংশোধন করে দিতেও দেখা গিয়েছে । এমনকী প্রেসিডেন্ট সানন্দে তাঁকে তা করতেও দিয়েছেন । সেই ব্যক্তি হলেন অ্যান্টনি ফউসি, যিনি ট্রাম্পের মতো একজন একগুঁয়ে রাষ্ট্রনেতার কাছ থেকেও ব্যতিক্রমীভাবে ছাড় আদায় করতে পেরেছেন । কাজেই এটা বলা কোনওমতেই অত্যুক্তি হয় না যে, কোভিড–19 নিয়ে যে কোনও তথ্য পেতে অ্যামেরিকানরা বর্তমানে ফউসির কথার উপরই চোখ বন্ধ করে বিশ্বাস করছেন ।

ডা. অ্যান্টনি স্টিফেন ফউসি হলেন একজন অ্যামেরিকান চিকিৎসাবিদ এবং ইমিউনোলজিস্ট, যিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ়েজ় (NIAID)–এর অধিকর্তা হিসাবে কর্মরত আছেন । রোনাল্ড রেগন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, ছ’জন অ্যামেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর । গত ৩০ বছর ধরে আমেরিকা যে কোনও স্বাস্থসংকটের মুখে পড়লেই তার মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন ফউসি । এ যাবৎ তিনি HIV, SARS, ইবোলা, MERS এবং 2001 সালের জৈব–সন্ত্রাস আক্রমণের সফলভাবে মোকাবিলা করেছেন । 1984সালে AIDS প্যানডেমিকের প্রাদুর্ভাবের সময় তিনি HIV প্রতিরোধের জন্য গবেষণা চালিয়েছিলেন এবং সেই মতো অ্যামেরিকান নিয়মনীতি লিপিবদ্ধ করেছিলেন ।

আমেরিকা রীতিমতো কেঁপে উঠেছিল যখন 2014 সালে সিয়েরা লিয়নে তাঁদেরই একজন নার্স ইবোলা ভাইরাসের কবলে পড়েছিল । সমস্ত চিকিৎসকরা যখন তাঁর কাছে যেতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তখন 74 বছর বয়সি ফউসি মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন, প্রোটেকটিভ গিয়ারে দেহ ঢেকে । দু’সপ্তাহ ধরে দিনে দু’ঘণ্টা তিনি টানা ওই নার্সের দেখাশোনা করতেন । আর যখন ওই নার্স সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তখন টিভি ক্যামেরার সামনে তিনি তাঁকে জড়িয়ে ধরেছিলেন । তিনি জনগণকে এই বলেও আশ্বস্ত করেছিলেন যে, জনস্বাস্থ্যের জন্য ইবোলা আর কোনও ঝুঁকি নয়। এটা ফউসিরই কৌশল ছিল যে, ইবোলা ভাইরাস আক্রান্তদের প্রচুর পরিমাণে তরল আর ইলেক্ট্রোলাইট দেওয়া উচিত ।

ইবোলা প্যানডেমিকের ছ’বছর পর কোভিড–19 এর বিরুদ্ধে লড়াইয়ে হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের একজন সদস্য হয়েছেন ফউসি । তিনি সাহসের সঙ্গে কংগ্রেসের সামনে এ কথা স্বীকার করেছেন যে, সরকার যথেষ্ট সংখ্যায় পরীক্ষা করাতে ব্যর্থ হয়েছে । আমেরিকায় কোভিড–19-এ যে 1 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন ফউসির দেওয়া সেই পরিসংখ্যান মেনে নিয়েছেন ট্রাম্প । এমনকী এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প সাগ্রহে এ কথা জানিয়েছিলেন যে, নভেল কোরোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে । ফউসি সঙ্গে সঙ্গে সেই দাবির নিন্দা করে বলেন, এখনও পর্যন্ত সেই দাবির সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই । ফউসি এমনই !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.