ETV Bharat / international

নিয়ন্ত্রণরেখায় বজায় থাকুক শান্তি, বার্তা ট্রাম্প প্রশাসনের - USA on Jammu-Kashmir

কাশ্মীর পরিস্থিতির দিকে নজর রাখছে অ্যামেরিকা ৷

কাশ্মীর নিয়ে ট্রাম্প প্রশাসন বলল...
author img

By

Published : Aug 6, 2019, 12:40 PM IST

Updated : Aug 6, 2019, 1:07 PM IST

ওয়াশিংটন, 7 অগাস্ট : সংবিধানের 370 ধারা বাতিল বা রাজ্যকে কেন্দ্র-শাসিত এলাকা ঘোষণা করাটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় ৷ তবে ধরপাকড়ের রিপোর্টে ডোনাল্ড প্রশাসন শঙ্কিত৷

জম্মু-কাশ্মীরে কী হচ্ছে না হচ্ছে, তা তার দিকে নজর থাকছে অ্যামেরিকা প্রশাসনের ৷ এমনটাই জানালেন অ্যামেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্র মর্গান ওর্তাগাজ় ৷ তিনি বলেন, 370 অনুচ্ছেদ বাতিলের পরিকল্পনা হয়েছে । জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার প্রস্তাব সম্পর্কেও তাঁরা অবগত ৷ প্রত্যেকের অধিকার সুরক্ষিত থাকুক, নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় থাকুক, প্রতিটি রাজনৈতিক দলের কাছে এমনটাই আবেদন ট্রাম্প প্রশাসনের ৷

ওর্তাগাজ় বলেন, ভারতের তরফে এই বিষয়টিকে সম্পূর্ণ অভ্যন্তরীণ হিসেবেই উল্লেখ করা হয়েছে, সেটাও তাঁরা মাথায় রেখেছেন ৷ তবে ধরপাকড়ের রিপোর্ট নিয়ে খানিকটা চিন্তায় রয়েছেন তাঁরা ৷ কারণ প্রতিটি মানুষের অধিকারকে মর্যাদা দেন তাঁরা ৷ কারও ক্ষতির আশঙ্কা যেন না থাকে, এই নিয়ে উদ্বেগও রয়েছে ট্রাম্প প্রশাসনের ৷

সম্প্রতি মাসখানেকের মধ্যে অন্তত দু’বার কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷

ওয়াশিংটন, 7 অগাস্ট : সংবিধানের 370 ধারা বাতিল বা রাজ্যকে কেন্দ্র-শাসিত এলাকা ঘোষণা করাটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় ৷ তবে ধরপাকড়ের রিপোর্টে ডোনাল্ড প্রশাসন শঙ্কিত৷

জম্মু-কাশ্মীরে কী হচ্ছে না হচ্ছে, তা তার দিকে নজর থাকছে অ্যামেরিকা প্রশাসনের ৷ এমনটাই জানালেন অ্যামেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্র মর্গান ওর্তাগাজ় ৷ তিনি বলেন, 370 অনুচ্ছেদ বাতিলের পরিকল্পনা হয়েছে । জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার প্রস্তাব সম্পর্কেও তাঁরা অবগত ৷ প্রত্যেকের অধিকার সুরক্ষিত থাকুক, নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় থাকুক, প্রতিটি রাজনৈতিক দলের কাছে এমনটাই আবেদন ট্রাম্প প্রশাসনের ৷

ওর্তাগাজ় বলেন, ভারতের তরফে এই বিষয়টিকে সম্পূর্ণ অভ্যন্তরীণ হিসেবেই উল্লেখ করা হয়েছে, সেটাও তাঁরা মাথায় রেখেছেন ৷ তবে ধরপাকড়ের রিপোর্ট নিয়ে খানিকটা চিন্তায় রয়েছেন তাঁরা ৷ কারণ প্রতিটি মানুষের অধিকারকে মর্যাদা দেন তাঁরা ৷ কারও ক্ষতির আশঙ্কা যেন না থাকে, এই নিয়ে উদ্বেগও রয়েছে ট্রাম্প প্রশাসনের ৷

সম্প্রতি মাসখানেকের মধ্যে অন্তত দু’বার কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷

New Delhi, Aug 06 (ANI): Zika-exposed infants who had abnormalities at birth had normal test results in the second or third year of life. By contrast, a few who had normal assessments at birth had below-average developmental testing or abnormalities in hearing or vision by age 32 months, suggest researchers. Researchers followed 216 infants in Rio de Janeiro who had been exposed to the Zika virus during pregnancy, performing neuro-developmental testing when the babies ranged in age from 7 to 32 months. These infants' mothers had Zika-related symptoms themselves, including rash. Although many children had normal assessments, 29 per cent scored below average in at least one domain of neurological development, including cognitive performance, fine and gross motor skills, and expressive language, wrote Sarah B Mulkey, one of the researchers of the study published in the journal of Nature Medicine. The study authors found progressively higher risks for developmental, hearing and eye abnormality depending on how early the pregnancy was at the time the infants were exposed. Because Zika virus has an affinity for immature neurons, even babies who were not born with microcephaly remained at continued risk for suffering abnormalities. Of note, 24 of 49 (49 per cent) infants who had abnormalities at birth went on to have normal test results in the second or third year of life. By contrast, 17 of 68 infants (25 per cent) who had normal assessments at birth had below-average developmental testing or had abnormalities in hearing or vision by age 32 months.
Last Updated : Aug 6, 2019, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.