ETV Bharat / international

পেন্টাগনের হিটলিস্টে ইরানের 52টি এলাকা, হুঁশিয়ারি ট্রাম্পের - বাগদাদ

ড্রোন হামলা ছিল ইরানকে সতর্ক করার জন্য ৷ পেন্টাগনের হিটলিস্টে ইরানের এমন 52টি এলাকা রয়েছে ৷ ফের যদি অ্যামেরিকান দূতাবাস বা কোনও আধিকারিকের উপর হামলা হয় তাহলে, খুব শীঘ্রই সেগুলিতে হামলা হবে বলে জানিয়ে রাখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

Iran
ছবির সূত্র : ANI
author img

By

Published : Jan 5, 2020, 8:38 AM IST

Updated : Jan 5, 2020, 3:09 PM IST

ওয়াশিংটন, 5 জানুয়ারি : অ্যামেরিকার হিটলিস্টে রয়েছে ইরানের 52টি এলাকা ৷ ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হতে পারে তাদেরকে ৷ তেহরানকে এভাবেই হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৷

  • Iran is talking very boldly about targeting certain USA assets as revenge for our ridding the world of their terrorist leader who had just killed an American, & badly wounded many others, not to mention all of the people he had killed over his lifetime, including recently....

    — Donald J. Trump (@realDonaldTrump) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতরাতের ওই টুইটে 3 জানুয়ারির ড্রোন হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলেইমানির হত্যাকে ঘিরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, সেই নিয়েই সতর্ক করে দিলেন ট্রাম্প ৷ 1979 সালে তেহরানের অ্যামেরিকান দূতাবাসের 52 জন আধিকারিককে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছিল ৷ অ্যামেরিকার হিটলিস্টের ওই 52 টি ইরানি ঘাঁটি 1979 সালের সেই ঘটনারই যোগ্য জবাব বলে মনে করছেন ট্রাম্প ৷

  • ....hundreds of Iranian protesters. He was already attacking our Embassy, and preparing for additional hits in other locations. Iran has been nothing but problems for many years. Let this serve as a WARNING that if Iran strikes any Americans, or American assets, we have.....

    — Donald J. Trump (@realDonaldTrump) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে তিনি লেখেন, " ইরানের জঙ্গি নেতা নিধনের পর থেকে অ্যামেরিকার দূতাবাস ও সম্পত্তি নষ্ট করার কথা বলছে ইরান ৷ নিহত ওই জঙ্গি নেতা ইতিমধ্যেই আমাদের দূতাবাসে হামলা করেছে ৷ আরও অনেক জায়গায় হামলার পরিকল্পনা করছিল সে ৷ এটা (ড্রোন হামলার ঘটনা) ইরানের জন্য একটা সতর্কবার্তা ছিল ৷ আমাদের নজরে ইরানের 52টি এলাকা (বেশ কিছু বছর আগে 52 জন অ্যামেরিকানকে বন্দী করে রেখেছিল ইরান) আছে ৷ এর মধ্যে বেশ কিছু এলাকা ইরানের ও তার সংস্কৃতির জন্য বেশ গুরুত্বপূর্ণ ৷ যদি ফের অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলার ঘটনা ঘটে তাহলে খুব শীঘ্রই হামলা হবে ওই এলাকাগুলিতে ৷"

  • ....targeted 52 Iranian sites (representing the 52 American hostages taken by Iran many years ago), some at a very high level & important to Iran & the Iranian culture, and those targets, and Iran itself, WILL BE HIT VERY FAST AND VERY HARD. The USA wants no more threats!

    — Donald J. Trump (@realDonaldTrump) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অ্যামেরিকার মৃত্যু হোক, সোলেইমানির শেষযাত্রায় প্রতিশোধের স্লোগান

প্রসঙ্গত অ্যামেরিকার ড্রোন হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলেইমানি মারা যাওয়ার পর থেকেই বেশ কিছু জায়গা থেকে হামলার খবর সামনে এসেছে ৷ প্রথম খবর আসে বাগদাদ থেকে ৷ গতকাল বাগদাদে অ্যামেরিকান দূতাবাসের কাছেই দু'রাউন্ড মর্টার হামলা হয় ৷ এর প্রায় পরে পরেই আল বালাদ বায়ুসেনা ঘাঁটিতে দু'টি রকেট হামলার খবর পাওয়া যায় ৷ ওই ঘাঁটিতে তখন অ্যামেরিকান জওয়ানরা মোতায়েন ছিল ৷ দু'টি জায়গাতেই হামলার খবর নিশ্চিত করেছে ইরাকি সেনা ৷ তবে কোনও প্রাণহানির হয়নি বলে জানিয়েছে তেহরান ৷ অ্যামেরিকান সেনার তরফেও কোনও জওয়ানের প্রাণহানি হয়নি বলে জানানো হয়েছে ৷

ওয়াশিংটন, 5 জানুয়ারি : অ্যামেরিকার হিটলিস্টে রয়েছে ইরানের 52টি এলাকা ৷ ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হতে পারে তাদেরকে ৷ তেহরানকে এভাবেই হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৷

  • Iran is talking very boldly about targeting certain USA assets as revenge for our ridding the world of their terrorist leader who had just killed an American, & badly wounded many others, not to mention all of the people he had killed over his lifetime, including recently....

    — Donald J. Trump (@realDonaldTrump) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতরাতের ওই টুইটে 3 জানুয়ারির ড্রোন হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলেইমানির হত্যাকে ঘিরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, সেই নিয়েই সতর্ক করে দিলেন ট্রাম্প ৷ 1979 সালে তেহরানের অ্যামেরিকান দূতাবাসের 52 জন আধিকারিককে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছিল ৷ অ্যামেরিকার হিটলিস্টের ওই 52 টি ইরানি ঘাঁটি 1979 সালের সেই ঘটনারই যোগ্য জবাব বলে মনে করছেন ট্রাম্প ৷

  • ....hundreds of Iranian protesters. He was already attacking our Embassy, and preparing for additional hits in other locations. Iran has been nothing but problems for many years. Let this serve as a WARNING that if Iran strikes any Americans, or American assets, we have.....

    — Donald J. Trump (@realDonaldTrump) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে তিনি লেখেন, " ইরানের জঙ্গি নেতা নিধনের পর থেকে অ্যামেরিকার দূতাবাস ও সম্পত্তি নষ্ট করার কথা বলছে ইরান ৷ নিহত ওই জঙ্গি নেতা ইতিমধ্যেই আমাদের দূতাবাসে হামলা করেছে ৷ আরও অনেক জায়গায় হামলার পরিকল্পনা করছিল সে ৷ এটা (ড্রোন হামলার ঘটনা) ইরানের জন্য একটা সতর্কবার্তা ছিল ৷ আমাদের নজরে ইরানের 52টি এলাকা (বেশ কিছু বছর আগে 52 জন অ্যামেরিকানকে বন্দী করে রেখেছিল ইরান) আছে ৷ এর মধ্যে বেশ কিছু এলাকা ইরানের ও তার সংস্কৃতির জন্য বেশ গুরুত্বপূর্ণ ৷ যদি ফের অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলার ঘটনা ঘটে তাহলে খুব শীঘ্রই হামলা হবে ওই এলাকাগুলিতে ৷"

  • ....targeted 52 Iranian sites (representing the 52 American hostages taken by Iran many years ago), some at a very high level & important to Iran & the Iranian culture, and those targets, and Iran itself, WILL BE HIT VERY FAST AND VERY HARD. The USA wants no more threats!

    — Donald J. Trump (@realDonaldTrump) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অ্যামেরিকার মৃত্যু হোক, সোলেইমানির শেষযাত্রায় প্রতিশোধের স্লোগান

প্রসঙ্গত অ্যামেরিকার ড্রোন হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলেইমানি মারা যাওয়ার পর থেকেই বেশ কিছু জায়গা থেকে হামলার খবর সামনে এসেছে ৷ প্রথম খবর আসে বাগদাদ থেকে ৷ গতকাল বাগদাদে অ্যামেরিকান দূতাবাসের কাছেই দু'রাউন্ড মর্টার হামলা হয় ৷ এর প্রায় পরে পরেই আল বালাদ বায়ুসেনা ঘাঁটিতে দু'টি রকেট হামলার খবর পাওয়া যায় ৷ ওই ঘাঁটিতে তখন অ্যামেরিকান জওয়ানরা মোতায়েন ছিল ৷ দু'টি জায়গাতেই হামলার খবর নিশ্চিত করেছে ইরাকি সেনা ৷ তবে কোনও প্রাণহানির হয়নি বলে জানিয়েছে তেহরান ৷ অ্যামেরিকান সেনার তরফেও কোনও জওয়ানের প্রাণহানি হয়নি বলে জানানো হয়েছে ৷

Shimla (Himachal Pradesh), Jan 05 (ANI): Vehicular traffic between Kufri-Fagu National Highway 5 was disrupted on Saturday night after the accumulation of snow on the road. Several vehicles were stranded. Most of the roads in the Shimla district have been closed due to heavy snowfall.

Last Updated : Jan 5, 2020, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.