ETV Bharat / international

অ্যামেরিকাতেও নিষিদ্ধ হতে পারে টিকটক-সহ চিনা অ্যাপ - america

কোরোনা ভাইরাস-সহ একাধিক বিষয়ে চিনের সঙ্গে দীর্ঘসময় ধরে মনোমালিন্য চলছে অ্যামেরিকার ৷ এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন তাদের দেশে চিনা অ্যাপ নিষিদ্ধ করতে পারে বলে ইঙ্গিত দিলেন অ্যামেরিকার স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও ৷

mike pompeo
মাইক পম্পেও
author img

By

Published : Jul 7, 2020, 11:50 AM IST

Updated : Jul 7, 2020, 12:41 PM IST

ওয়াশিংটন, 7 জুলাই : চিনা অ্যাপ নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে অ্যামেরিকা ৷ অ্যামেরিকার স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও একথা জানিয়েছেন ৷ গতকাল এক সাক্ষাৎকারে পম্পেও জানান, টিকটকসহ চিনের অন্য সোশাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে ৷

অ্যামেরিকার স্বরাষ্ট্রসচিব বলেন, ‘‘আমি এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়াতে চাই না ৷ কিন্তু, বিষয়টি আমরা নজরে রেখেছি ৷’’ টিকটক ইউজ়ারদের তথ্য গোপনীয়তা নিয়ে সংস্থার নীতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ পম্পেও জানান, অ্যামেরিকার মন্ত্রীরা জাতীয় সুরক্ষার বিষয়ে চিন্তিত ৷ পাশাপাশি চিনা কমিউনিস্ট পার্টি যেভাবে তাদের দেশীয় সংস্থাগুলিকে তথ্য সরবরাহের জন্য চাপ দিচ্ছে, তা নিয়ে চিন্তিত অ্যামেরিকান প্রশাসন ৷

কোরোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে অ্যামেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা বাড়ছে ৷ পাশাপাশি হংকং নিয়ে চিনের অবস্থান এবং দু’বছর ধরে চলা বাণিজ্য ক্ষেত্রে সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে ৷ এই অবস্থায় পম্পেওর এমন মন্তব্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ হংকং থেকে টিকটক-কে নিষিদ্ধ করা হতে পারে কয়েক দিনের মধ্যে ৷ সম্প্রতি ভারতে টিকটকসহ 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয় ৷ লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ এবার ভারতের পথে হেঁটে অ্যামেরিকায় নিষিদ্ধ করতে পারে চিনা অ্যাপ ৷

ওয়াশিংটন, 7 জুলাই : চিনা অ্যাপ নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে অ্যামেরিকা ৷ অ্যামেরিকার স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও একথা জানিয়েছেন ৷ গতকাল এক সাক্ষাৎকারে পম্পেও জানান, টিকটকসহ চিনের অন্য সোশাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে ৷

অ্যামেরিকার স্বরাষ্ট্রসচিব বলেন, ‘‘আমি এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়াতে চাই না ৷ কিন্তু, বিষয়টি আমরা নজরে রেখেছি ৷’’ টিকটক ইউজ়ারদের তথ্য গোপনীয়তা নিয়ে সংস্থার নীতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ পম্পেও জানান, অ্যামেরিকার মন্ত্রীরা জাতীয় সুরক্ষার বিষয়ে চিন্তিত ৷ পাশাপাশি চিনা কমিউনিস্ট পার্টি যেভাবে তাদের দেশীয় সংস্থাগুলিকে তথ্য সরবরাহের জন্য চাপ দিচ্ছে, তা নিয়ে চিন্তিত অ্যামেরিকান প্রশাসন ৷

কোরোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে অ্যামেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা বাড়ছে ৷ পাশাপাশি হংকং নিয়ে চিনের অবস্থান এবং দু’বছর ধরে চলা বাণিজ্য ক্ষেত্রে সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে ৷ এই অবস্থায় পম্পেওর এমন মন্তব্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ হংকং থেকে টিকটক-কে নিষিদ্ধ করা হতে পারে কয়েক দিনের মধ্যে ৷ সম্প্রতি ভারতে টিকটকসহ 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয় ৷ লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ এবার ভারতের পথে হেঁটে অ্যামেরিকায় নিষিদ্ধ করতে পারে চিনা অ্যাপ ৷

Last Updated : Jul 7, 2020, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.