ETV Bharat / international

CIA : অন্য দেশের হয়ে কাজ করছে সিআইএ গোয়েন্দারা, প্রকাশ্যে মার্কিন রিপোর্ট

এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসে ৷ সেখানে জানানো হয়েছে, গত সপ্তাহে এই বার্তা সিআইয়ের সব স্টেশনে পাঠানো হয়েছে ৷

adversarial-intelligence-services-in-countries-like-china-pakistan-hunting-down-cias-sources-turning-them-into-double-agents-report
CIA : অন্য দেশের হয়ে কাজ করছে সিআইএ গোয়েন্দারা, প্রকাশ্যে মার্কিন রিপোর্ট
author img

By

Published : Oct 7, 2021, 2:44 PM IST

নিউইয়র্ক, 7 অক্টোবর : সারা বিশ্বে ছড়িয়ে থাকা সিআইএ (CIA) স্টেশনগুলিকে সতর্কবার্তা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টারইন্টালিজেন্স (US counterintelligence) আধিকারিকরা ৷ সংবাদমাধ্যমে এমনই একটি খবর প্রকাশিত হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, অন্য দেশে আমেরিকার জন্য গোয়েন্দাগিরি করতে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের অধিকাংশই হয় অপহৃত হয়েছেন অথবা তাঁদের খুন করা হয়েছে ৷ রাশিয়া (Russia), চিন (China), ইরান (Iran) ও পাকিস্তানে (Pakistan) গোয়েন্দা ব্যবস্থার পরিস্থিতি খারাপ হয়েছে ৷ এর ফলে সোর্স কমেছে ৷ অনেক ক্ষেত্রে কেউ কেউ দুই দিকে কাজ করছে ৷

আরও পড়ুন : Pakistan earthquake : পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত 20, আহত তিনশোর বেশি মানুষ

এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসে (The New York Times) ৷ সেখানে জানানো হয়েছে, গত সপ্তাহে এই বার্তা সিআইএ-র সব স্টেশনে পাঠানো হয়েছে ৷ গত কয়েক বছরের রিপোর্টের ভিত্তিতেই এই বার্তা পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ৷

ওই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অন্য দেশে গোয়েন্দাগিরি করতে গিয়ে ধরা পড়ার পর অনেককেই গ্রেফতার করা হয়নি ৷ বরং তাঁদের আমেরিকার থেকে খবর সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছে ৷ অর্থাৎ তাঁরা হয়ে গিয়েছেন ডাবল এজেন্ট ৷ একদিকে তাঁরা সিআইএ-র হয়ে কাজ করছেন ৷ অন্যদিকে সেখানকার খবর সংশ্লিষ্ট দেশে পাচার করছেন ৷ এই ধরনের ডাবল এজেন্টের সংখ্যা গত কয়েক বছরে পাকিস্তানে (Pakistan) সবচেয়ে বেশি বেড়েছে ৷

আরও পড়ুন : China-Pakistan Relation : পাকিস্তান হয়ে চিনে পৌঁছচ্ছে মার্কিন সামরিক প্রযুক্তি, চিন্তিত ভারতের বায়ুসেনা প্রধান

আফগানিস্তান (Afghanistan) চলে গিয়েছে তালিবানের (Taliban) দখলে ৷ সেখানে মার্কিন মদতপুষ্ট সরকারের পতন হয়েছে ৷ আর এই পুরো প্রক্রিয়াটায় পাকিস্তানের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সেই কারণে এই অঞ্চলের পরিস্থিতি ভয়ঙ্কর বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তাই সেখানে মার্কিন গোয়েন্দাদের আরও সক্রিয় করতে হবে বলে সিআইয়ের কাছে বার্তা পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই ৷

আরও পড়ুন : Whatsapp resume : ছন্দে ফিরল হোয়্যাটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম, টুইটে 'সরি' জুকারবার্গের

নিউইয়র্ক, 7 অক্টোবর : সারা বিশ্বে ছড়িয়ে থাকা সিআইএ (CIA) স্টেশনগুলিকে সতর্কবার্তা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টারইন্টালিজেন্স (US counterintelligence) আধিকারিকরা ৷ সংবাদমাধ্যমে এমনই একটি খবর প্রকাশিত হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, অন্য দেশে আমেরিকার জন্য গোয়েন্দাগিরি করতে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের অধিকাংশই হয় অপহৃত হয়েছেন অথবা তাঁদের খুন করা হয়েছে ৷ রাশিয়া (Russia), চিন (China), ইরান (Iran) ও পাকিস্তানে (Pakistan) গোয়েন্দা ব্যবস্থার পরিস্থিতি খারাপ হয়েছে ৷ এর ফলে সোর্স কমেছে ৷ অনেক ক্ষেত্রে কেউ কেউ দুই দিকে কাজ করছে ৷

আরও পড়ুন : Pakistan earthquake : পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত 20, আহত তিনশোর বেশি মানুষ

এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসে (The New York Times) ৷ সেখানে জানানো হয়েছে, গত সপ্তাহে এই বার্তা সিআইএ-র সব স্টেশনে পাঠানো হয়েছে ৷ গত কয়েক বছরের রিপোর্টের ভিত্তিতেই এই বার্তা পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ৷

ওই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অন্য দেশে গোয়েন্দাগিরি করতে গিয়ে ধরা পড়ার পর অনেককেই গ্রেফতার করা হয়নি ৷ বরং তাঁদের আমেরিকার থেকে খবর সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছে ৷ অর্থাৎ তাঁরা হয়ে গিয়েছেন ডাবল এজেন্ট ৷ একদিকে তাঁরা সিআইএ-র হয়ে কাজ করছেন ৷ অন্যদিকে সেখানকার খবর সংশ্লিষ্ট দেশে পাচার করছেন ৷ এই ধরনের ডাবল এজেন্টের সংখ্যা গত কয়েক বছরে পাকিস্তানে (Pakistan) সবচেয়ে বেশি বেড়েছে ৷

আরও পড়ুন : China-Pakistan Relation : পাকিস্তান হয়ে চিনে পৌঁছচ্ছে মার্কিন সামরিক প্রযুক্তি, চিন্তিত ভারতের বায়ুসেনা প্রধান

আফগানিস্তান (Afghanistan) চলে গিয়েছে তালিবানের (Taliban) দখলে ৷ সেখানে মার্কিন মদতপুষ্ট সরকারের পতন হয়েছে ৷ আর এই পুরো প্রক্রিয়াটায় পাকিস্তানের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সেই কারণে এই অঞ্চলের পরিস্থিতি ভয়ঙ্কর বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তাই সেখানে মার্কিন গোয়েন্দাদের আরও সক্রিয় করতে হবে বলে সিআইয়ের কাছে বার্তা পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই ৷

আরও পড়ুন : Whatsapp resume : ছন্দে ফিরল হোয়্যাটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম, টুইটে 'সরি' জুকারবার্গের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.