ETV Bharat / international

Kamala Harris : এবার বইয়ের পাতায় কমলা হ্য়ারিসের উত্থান-কাহিনী

author img

By

Published : Jul 13, 2021, 4:59 PM IST

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে লেখা হচ্ছে বই ৷ উদ্যোক্তারা মনে করছেন, এই বই অন্য ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদেরও উজ্জীবিত করবে ৷ এই বইয়ে 16 টি প্রবন্ধের মাধ্যমে ভারতীয়দের উত্থানের কাহিনি বর্ণনা করা হয়েছে ৷ পণ্ডিত, রাজনীতিক, উদ্যোগপতি-সহ সকলেরই সাফল্যের কথা রয়েছে সেখানে ৷

A book on the rise of Indian-Americans inspired by Kamala Harris
Kamala Harris : এবার বইয়ের পাতায় কমলা হ্য়ারিসের উত্থান-কাহিনী

ওয়াশিংটন, 13 জুলাই : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিসের (Kamala Harris) উত্থান নিয়ে লেখা হচ্ছে বই ৷ সৌজন্যে ভারতীয় বংশোদ্ভূত একদল মার্কিন নাগরিক ৷ যাঁদের সকলেই দেশের প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত ৷ এঁদের কেউ উচ্চ শিক্ষিত পণ্ডিত, কেউ রাজনীতিক, কেউ বা আবার উদ্যোগপতি ৷ তাঁদের মতে, কমলার উত্থান কিছুটা হলেও মার্কিন দুনিয়ায় অভিবাসীদের ভিত পোক্ত করেছে ৷

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী এম আর রঙ্গস্বামী (M R Rangaswami) এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই ভাইস প্রেসিডেন্টের পদটি তৈরি করা হয়েছে ৷ সংগ্রাম এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে অভিবাসীরাও যে উন্নতির শিখরে পৌঁছতে পারেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাহিনিই তার প্রমাণ ৷ এই ঘটনা বহু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে উজ্জীবিত করবে ৷ তা যে সরকারি পরিষেবা ক্ষেত্রেই হোক বা অন্য কোনও ক্ষেত্রে ৷’’

আরও পড়ুন : 56 বছরের হ্যারিসের হাত ধরে ইতিহাসের পথে ভারত-অ্যামেরিকা

কমলা হ্য়ারিসকে নিয়ে লেখা বইটির নাম ‘কমলা হ্যারিস অ্য়ান্ড দ্য রাইস অফ ইন্ডিয়ান আমেরিকানস’ (Kamala Harris and the Rise of Indian Americans) ৷ রঙ্গস্বামীও এই বইয়ের অন্যতম লেখক ৷ তাঁর মতে, যেভাবে ভারতীয় বংশোদ্ভূতরা আমেরিকায় নিজেদের প্রতিষ্ঠিত করছে, তা প্রকৃত অর্থেই প্রশংসনীয় ৷ প্রসঙ্গত, রঙ্গস্বামী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়দের জন্য একটি অলাভজনক সংস্থাও তৈরি করেছেন ৷ যার নাম ‘ইন্ডিয়াস্পোরা’ ৷ কমলা হ্য়ারিসের উপর বই লেখার ক্ষেত্রে এই সংস্থাই উপদেষ্টা হিসাবে কাজ করছে ৷

মার্কিন মুলুকে ভারতীয়দের উত্থান প্রসঙ্গে কথা বলতে গিয়ে রঙ্গস্বামী বলেন, ‘‘আমরা এমন একটা গোষ্ঠী ছিলাম, যাঁরা কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম ৷ কিন্তু আজ আমরা নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়েছি ৷ আমাদের বহর আর গভীরতা দু’টোই বেড়েছে ৷ শিক্ষাক্ষেত্র থেকে প্রযুক্তি, ব্যবসা থেকে ওষুধ উৎপাদন, সাধারণ পরিষেবা থেকে সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গোটা পৃথিবী, সর্বত্রই আমরা শিল্পকে এগিয়ে নিয়ে চলেছি ৷ এবং রাজনৈতিক ক্ষেত্রে আমাদের উত্থান, বিশেষ করে গত এক দশকে আমরা যেভাবে এগিয়েছি, তা এককথায় অসাধারণ ৷’’

আরও পড়ুন : ছোটোবেলায় কেমন ছিলেন কমলা ? জানালেন তাঁর মাসি

বইটির সংকলন এবং সম্পাদনার দায়িত্বে আছেন প্রবীণ ভারতীয় সম্পাদক তরুণ বসু (Tarun Basu) ৷ 16 টি প্রবন্ধের মাধ্যমে ভারতীয়দের উত্থানের কাহিনি তাতে বর্ণনা করা হয়েছে ৷ পণ্ডিত, রাজনীতিক, উদ্যোগপতি-সহ সকলেরই সাফল্যের কথা রয়েছে সেখানে ৷ যা ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়দের উত্থানের একটা সামগ্রিক উপস্থাপনা ৷ রঙ্গস্বামীর মতে, এই কারণেই এই বইটি অনন্য ৷ বাকি সমস্ত বইয়ের থেকে আলাদা ৷

প্রসঙ্গত, আমেরিকার ভাইস প্রেসিডেন্টের চেয়ারে বসেই একের পর রেকর্ড তৈরি করেছেন 56 বছরের কমলা হ্যারিস ৷ তিনিই প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি এই পদে আসীন হয়েছেন ! কমলার বাবা ও মা দু’জনেই অভিবাসী ৷ তাঁর বাবা ডোনাল্ড হ্য়ারিস ছিলেন জামাইকার মানুষ ৷ মা শ্য়ামলা গোপালন ভারতীয় ৷ শ্য়ামলা চেন্নাইয়ের ভূমিকন্যা ৷ ক্য়ানসার গবেষক এবং নাগরিক অধিকার কর্মী ৷

ওয়াশিংটন, 13 জুলাই : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিসের (Kamala Harris) উত্থান নিয়ে লেখা হচ্ছে বই ৷ সৌজন্যে ভারতীয় বংশোদ্ভূত একদল মার্কিন নাগরিক ৷ যাঁদের সকলেই দেশের প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত ৷ এঁদের কেউ উচ্চ শিক্ষিত পণ্ডিত, কেউ রাজনীতিক, কেউ বা আবার উদ্যোগপতি ৷ তাঁদের মতে, কমলার উত্থান কিছুটা হলেও মার্কিন দুনিয়ায় অভিবাসীদের ভিত পোক্ত করেছে ৷

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী এম আর রঙ্গস্বামী (M R Rangaswami) এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই ভাইস প্রেসিডেন্টের পদটি তৈরি করা হয়েছে ৷ সংগ্রাম এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে অভিবাসীরাও যে উন্নতির শিখরে পৌঁছতে পারেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাহিনিই তার প্রমাণ ৷ এই ঘটনা বহু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে উজ্জীবিত করবে ৷ তা যে সরকারি পরিষেবা ক্ষেত্রেই হোক বা অন্য কোনও ক্ষেত্রে ৷’’

আরও পড়ুন : 56 বছরের হ্যারিসের হাত ধরে ইতিহাসের পথে ভারত-অ্যামেরিকা

কমলা হ্য়ারিসকে নিয়ে লেখা বইটির নাম ‘কমলা হ্যারিস অ্য়ান্ড দ্য রাইস অফ ইন্ডিয়ান আমেরিকানস’ (Kamala Harris and the Rise of Indian Americans) ৷ রঙ্গস্বামীও এই বইয়ের অন্যতম লেখক ৷ তাঁর মতে, যেভাবে ভারতীয় বংশোদ্ভূতরা আমেরিকায় নিজেদের প্রতিষ্ঠিত করছে, তা প্রকৃত অর্থেই প্রশংসনীয় ৷ প্রসঙ্গত, রঙ্গস্বামী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়দের জন্য একটি অলাভজনক সংস্থাও তৈরি করেছেন ৷ যার নাম ‘ইন্ডিয়াস্পোরা’ ৷ কমলা হ্য়ারিসের উপর বই লেখার ক্ষেত্রে এই সংস্থাই উপদেষ্টা হিসাবে কাজ করছে ৷

মার্কিন মুলুকে ভারতীয়দের উত্থান প্রসঙ্গে কথা বলতে গিয়ে রঙ্গস্বামী বলেন, ‘‘আমরা এমন একটা গোষ্ঠী ছিলাম, যাঁরা কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম ৷ কিন্তু আজ আমরা নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়েছি ৷ আমাদের বহর আর গভীরতা দু’টোই বেড়েছে ৷ শিক্ষাক্ষেত্র থেকে প্রযুক্তি, ব্যবসা থেকে ওষুধ উৎপাদন, সাধারণ পরিষেবা থেকে সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গোটা পৃথিবী, সর্বত্রই আমরা শিল্পকে এগিয়ে নিয়ে চলেছি ৷ এবং রাজনৈতিক ক্ষেত্রে আমাদের উত্থান, বিশেষ করে গত এক দশকে আমরা যেভাবে এগিয়েছি, তা এককথায় অসাধারণ ৷’’

আরও পড়ুন : ছোটোবেলায় কেমন ছিলেন কমলা ? জানালেন তাঁর মাসি

বইটির সংকলন এবং সম্পাদনার দায়িত্বে আছেন প্রবীণ ভারতীয় সম্পাদক তরুণ বসু (Tarun Basu) ৷ 16 টি প্রবন্ধের মাধ্যমে ভারতীয়দের উত্থানের কাহিনি তাতে বর্ণনা করা হয়েছে ৷ পণ্ডিত, রাজনীতিক, উদ্যোগপতি-সহ সকলেরই সাফল্যের কথা রয়েছে সেখানে ৷ যা ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়দের উত্থানের একটা সামগ্রিক উপস্থাপনা ৷ রঙ্গস্বামীর মতে, এই কারণেই এই বইটি অনন্য ৷ বাকি সমস্ত বইয়ের থেকে আলাদা ৷

প্রসঙ্গত, আমেরিকার ভাইস প্রেসিডেন্টের চেয়ারে বসেই একের পর রেকর্ড তৈরি করেছেন 56 বছরের কমলা হ্যারিস ৷ তিনিই প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি এই পদে আসীন হয়েছেন ! কমলার বাবা ও মা দু’জনেই অভিবাসী ৷ তাঁর বাবা ডোনাল্ড হ্য়ারিস ছিলেন জামাইকার মানুষ ৷ মা শ্য়ামলা গোপালন ভারতীয় ৷ শ্য়ামলা চেন্নাইয়ের ভূমিকন্যা ৷ ক্য়ানসার গবেষক এবং নাগরিক অধিকার কর্মী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.