ETV Bharat / international

আফগানিস্তানে রয়েছে 6,500 পাকিস্তানি জঙ্গি, বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট

সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, 6000-6500 জনের মতো পাকিস্তানি জঙ্গি আফগানিস্তানে রয়েছে । তাদের বেশিরভাগই TTP-র সদস্য ।

pak
pak
author img

By

Published : Jul 26, 2020, 7:08 AM IST

নিউইয়র্ক, 26 জুলাই : ছয় হাজারের বেশি পাকিস্তানি জঙ্গি আফগানিস্তানে ঘাঁটি গেড়ে রয়েছে । যা দু'দেশের জন্যই যথেষ্ট ভয়ের । সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে প্রকাশিত রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে । রিপোর্ট অনুযায়ী, 6000-6500 জনের মতো পাকিস্তানি জঙ্গি আফগানিস্তানে রয়েছে । তাদের বেশিরভাগই তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য ।

রাষ্ট্রসংঘের 1 হাজার 267টি নজরদারি কমিটি এই বিষয়গুলির উপর লক্ষ্য রেখে 26তম রিপোর্টটি প্রকাশ করেছে । রিপোর্টে বলা হয়েছে, তেহরিক-ই তালিবান পাকিস্তান (TTP) এই মুহূর্তে আফগানিস্তানের সবথেকে বড় জঙ্গিগোষ্ঠী । এই জঙ্গিগোষ্ঠীর প্রধান আমির নুর ওয়ালি মেহসুদ । মুখপাত্র মহম্মদ খোরাসানি । পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার পিছনে তারা রয়েছে । এই জঙ্গিগোষ্ঠীর একাধিক সদস্য ইতিমধ্যেই ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত খোরাসন-এ (ISIL ) যোগ দিয়েছে ।

রিপোর্টে আরও বলা হয়েছে, "আফগানিস্তানে 6000-6500 জনের মতো পাকিস্তানি জঙ্গি রয়েছে । যারা TTP-র সঙ্গে যুক্ত । দুই দেশের জন্যেই এটা ভয়ের বিষয় ।"

যদিও পাকিস্তানের তরফে বারবার দাবি করা হয়েছে, তারা সন্ত্রাসবাদে মদত দেয় না । এদিকে 21 জুলাই আফগানিস্তানে কয়েকজন জঙ্গিকে খতম করা হয় । তারা প্রত্যেকেই পাকিস্তানের বাসিন্দা বলে জানা গেছে । এছাড়াও সম্প্রতি বিমান হামলায় 25 জন তালিবানি জঙ্গির মৃত্যু হয় । তাদের মধ্যেও 12জন পাকিস্তানের বাসিন্দা ছিল ।

নিউইয়র্ক, 26 জুলাই : ছয় হাজারের বেশি পাকিস্তানি জঙ্গি আফগানিস্তানে ঘাঁটি গেড়ে রয়েছে । যা দু'দেশের জন্যই যথেষ্ট ভয়ের । সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে প্রকাশিত রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে । রিপোর্ট অনুযায়ী, 6000-6500 জনের মতো পাকিস্তানি জঙ্গি আফগানিস্তানে রয়েছে । তাদের বেশিরভাগই তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য ।

রাষ্ট্রসংঘের 1 হাজার 267টি নজরদারি কমিটি এই বিষয়গুলির উপর লক্ষ্য রেখে 26তম রিপোর্টটি প্রকাশ করেছে । রিপোর্টে বলা হয়েছে, তেহরিক-ই তালিবান পাকিস্তান (TTP) এই মুহূর্তে আফগানিস্তানের সবথেকে বড় জঙ্গিগোষ্ঠী । এই জঙ্গিগোষ্ঠীর প্রধান আমির নুর ওয়ালি মেহসুদ । মুখপাত্র মহম্মদ খোরাসানি । পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার পিছনে তারা রয়েছে । এই জঙ্গিগোষ্ঠীর একাধিক সদস্য ইতিমধ্যেই ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত খোরাসন-এ (ISIL ) যোগ দিয়েছে ।

রিপোর্টে আরও বলা হয়েছে, "আফগানিস্তানে 6000-6500 জনের মতো পাকিস্তানি জঙ্গি রয়েছে । যারা TTP-র সঙ্গে যুক্ত । দুই দেশের জন্যেই এটা ভয়ের বিষয় ।"

যদিও পাকিস্তানের তরফে বারবার দাবি করা হয়েছে, তারা সন্ত্রাসবাদে মদত দেয় না । এদিকে 21 জুলাই আফগানিস্তানে কয়েকজন জঙ্গিকে খতম করা হয় । তারা প্রত্যেকেই পাকিস্তানের বাসিন্দা বলে জানা গেছে । এছাড়াও সম্প্রতি বিমান হামলায় 25 জন তালিবানি জঙ্গির মৃত্যু হয় । তাদের মধ্যেও 12জন পাকিস্তানের বাসিন্দা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.