ETV Bharat / international

Tornado in USA : আমেরিকায় টর্নেডো হানায় মৃত প্রায় 100, কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা বাইডেনের - 30 tornadoes rip through 6 us states causing multiple deaths

কেনটাকি, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, মিসৌরি, টেনেসিতে আছড়ে পড়েছে প্রায় 30টি টর্নেডো (Tornado in USA) ৷ ইতিমধ্যেই ঝড়ের দাপটে মৃতের সংখ্যাটা 100 ছাড়িয়েছে (Death toll rising after 30 tornadoes rip through 6 US states) ৷ কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

Tornado in USA
টর্নেডো হানা
author img

By

Published : Dec 12, 2021, 8:05 AM IST

Updated : Dec 12, 2021, 9:49 AM IST

ওয়াশিংটন, 12 ডিসেম্বর : ছয় প্রদেশে টর্নেডো হানায় রীতিমতো বিধ্বস্ত আমেরিকা (Tornado in USA) ৷ কেনটাকি, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, মিসৌরি, টেনেসিতে আছড়ে পড়েছে প্রায় 30টি টর্নেডো ৷ ইতিমধ্যেই ঝড়ের দাপটে মৃতের সংখ্যাটা 100 ছাড়িয়েছে (Death toll rising after 30 tornadoes rip through 6 US states) ৷ এর মধ্যে কেনটাকিতেই মৃতের সংখ্যা প্রায় 70 ৷ সেখানে জরুরি অবস্থার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন ৷

আমেরিকার বিভিন্ন জায়গায় টর্নেডো আছড়ে পড়েছে বলে জানিয়েছে সেদেশের প্রশাসন ৷ কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, ‘‘আমি এরকম ঝড় আগে দেখিনি ৷ আমরা নিশ্চিত, মৃতের সংখ্যা 70 এর অনেক বেশি ৷ দিনের শেষে তা 100-ও পেরিয়ে যেতে পারে ৷’’ মধ্য়রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : Elon Musk on Parag Agrawal: ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক

কেনটাকির একটি মোমবাতি কারখানা ঝড়ে সম্পূর্ন ধ্বংস হয়ে গিয়েছে ৷ সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেসময় প্রায় 110 জন ওই কারখানার ভিতরে ছিলেন ৷ ছয় প্রদেশে একইভাবে ধ্বংস হয়ে গিয়েছে প্রচুর ঘর-বাড়ি ৷ পাওয়ারকাটও হয়েছে অনেক জায়গায় ৷ পাওয়ার আউটেজ ইউএস জানিয়েছে, চারটি প্রদেশেই বিদ্যুতহীন রয়েছেন প্রায় 3 লক্ষ 30হাজার জন ৷

ওয়াশিংটন, 12 ডিসেম্বর : ছয় প্রদেশে টর্নেডো হানায় রীতিমতো বিধ্বস্ত আমেরিকা (Tornado in USA) ৷ কেনটাকি, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, মিসৌরি, টেনেসিতে আছড়ে পড়েছে প্রায় 30টি টর্নেডো ৷ ইতিমধ্যেই ঝড়ের দাপটে মৃতের সংখ্যাটা 100 ছাড়িয়েছে (Death toll rising after 30 tornadoes rip through 6 US states) ৷ এর মধ্যে কেনটাকিতেই মৃতের সংখ্যা প্রায় 70 ৷ সেখানে জরুরি অবস্থার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন ৷

আমেরিকার বিভিন্ন জায়গায় টর্নেডো আছড়ে পড়েছে বলে জানিয়েছে সেদেশের প্রশাসন ৷ কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, ‘‘আমি এরকম ঝড় আগে দেখিনি ৷ আমরা নিশ্চিত, মৃতের সংখ্যা 70 এর অনেক বেশি ৷ দিনের শেষে তা 100-ও পেরিয়ে যেতে পারে ৷’’ মধ্য়রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : Elon Musk on Parag Agrawal: ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক

কেনটাকির একটি মোমবাতি কারখানা ঝড়ে সম্পূর্ন ধ্বংস হয়ে গিয়েছে ৷ সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেসময় প্রায় 110 জন ওই কারখানার ভিতরে ছিলেন ৷ ছয় প্রদেশে একইভাবে ধ্বংস হয়ে গিয়েছে প্রচুর ঘর-বাড়ি ৷ পাওয়ারকাটও হয়েছে অনেক জায়গায় ৷ পাওয়ার আউটেজ ইউএস জানিয়েছে, চারটি প্রদেশেই বিদ্যুতহীন রয়েছেন প্রায় 3 লক্ষ 30হাজার জন ৷

Last Updated : Dec 12, 2021, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.