ETV Bharat / international

ডালাসে গাড়ির ভিতর 3 জনের গুলিবিদ্ধ দেহ - গুলি

ডালাসে এক গুলি চালানোর ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 2 ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ রাস্তার উপর একটি গাড়িতে ওই 5 জন গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন ৷ গাড়িটিতেও একাধিক বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে ৷

3-persons-killed-and-2-injured-in-dallas-shooting-incident
ডালাসে গুলি চালানোর ঘটনায় 3 জনের মৃত্যু, আহত 2 জন
author img

By

Published : Jul 6, 2021, 5:09 PM IST

ডালাস, 6 জুলাই : ডালাসে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু ৷ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন ৷ ডালাস পুলিশের তরফে জানানো হয়েছে, 4 জুলাই মাঝ রাতে ডালাসের নেবারহুড এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে ৷ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাঁরা এখনও কোনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি ৷ গুলি চালানোর কারণ এবং কোন পরিস্থিতিতে এই গুলি চালানো হয়েছিল তা পুলিশ যাচাই করে দেখছে ৷

ডালাসের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সোমবার রাস্তার উপরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ ৷ গাড়িটির মধ্যে একাধিক বুলেটের ক্ষত ছিল ৷ আর তার চারদিকে বুলেটের শেল পড়েছিল ৷ গাড়ির ভিতরে 5 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৷ তাঁদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা 3 জনকে মৃত ঘোষণা করে ৷ তবে, আক্রান্তদের নাম এখনই পুলিশের তরফে প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে ৷ পরিবারের সদস্য়রা তাঁদের চিহ্নিত করার পর সেই প্রক্রিয়া শুরু করা হবে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

প্রসঙ্গত, গত রবিবার সকালে ডালাসের ফোর্ট ওর্থে 8 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ ওই ঘটনায় তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্ভবত কোনও একজন ব্যক্তি একদল লোককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ তার পরে পাল্টা তারাও ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তবে, ঠিক কী ঘটেছিল তা এখনও জানতে পারেনি ডালাস পুলিশ ৷ আর সেই ঘটনার রহস্যের সমাধান হওয়ার আগেই আরও একটি গুলি চালানোর ঘটনায় 3 জনের মৃত্যু হল ৷

ডালাস, 6 জুলাই : ডালাসে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু ৷ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন ৷ ডালাস পুলিশের তরফে জানানো হয়েছে, 4 জুলাই মাঝ রাতে ডালাসের নেবারহুড এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে ৷ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাঁরা এখনও কোনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি ৷ গুলি চালানোর কারণ এবং কোন পরিস্থিতিতে এই গুলি চালানো হয়েছিল তা পুলিশ যাচাই করে দেখছে ৷

ডালাসের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সোমবার রাস্তার উপরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ ৷ গাড়িটির মধ্যে একাধিক বুলেটের ক্ষত ছিল ৷ আর তার চারদিকে বুলেটের শেল পড়েছিল ৷ গাড়ির ভিতরে 5 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৷ তাঁদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা 3 জনকে মৃত ঘোষণা করে ৷ তবে, আক্রান্তদের নাম এখনই পুলিশের তরফে প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে ৷ পরিবারের সদস্য়রা তাঁদের চিহ্নিত করার পর সেই প্রক্রিয়া শুরু করা হবে ৷

আরও পড়ুন : পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

প্রসঙ্গত, গত রবিবার সকালে ডালাসের ফোর্ট ওর্থে 8 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ ওই ঘটনায় তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্ভবত কোনও একজন ব্যক্তি একদল লোককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ তার পরে পাল্টা তারাও ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তবে, ঠিক কী ঘটেছিল তা এখনও জানতে পারেনি ডালাস পুলিশ ৷ আর সেই ঘটনার রহস্যের সমাধান হওয়ার আগেই আরও একটি গুলি চালানোর ঘটনায় 3 জনের মৃত্যু হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.