ETV Bharat / international

এবার কোরোনায় আক্রান্ত পোষ্যও - London Zoo

কোরোনা ভাইরাসের হাত থেকে নিস্তার পেল না পোষ্য়ও ৷ লন্ডনের চিড়িয়াখানায় সাদা বাঘের পর নিউইয়র্কের দু’টি পোষ্য বিড়াল কোরোনায় আক্রান্ত হয়েছে ৷

pet cats
বিড়াল
author img

By

Published : Apr 23, 2020, 12:32 PM IST

ওয়াশিংটন, 23 এপ্রিল : মানুষের পর এবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রাণীও ৷ অ্যামেরিকার নিউইয়র্কে কোরোনায় আক্রান্ত হল দুই পোষ্য বিড়াল ৷

US সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) ও USDA ন্যাশনাল ভেটেনিরানারি সার্ভিসেস ল্যাবরেটরি (NVSL) তরফ থেকে আজ দুটি বিড়ালের কোরোনা আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয় ৷ প্রেস রিলিজ়ে বলা হয়েছে, ‘‘এই সময়ে প্রাণীদের রুটিন পরীক্ষার কোনও প্রয়োজন নেই ৷ অন্য কোনও প্রাণীর দেহেও কোরোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেলে সেই বিষয়ে জানানো হবে USDA -র তরফ থেকে ৷’’

CDC-র তরফে জানানো হয় ‘‘নিউইয়র্কে যে দুটি বিড়াল কোরোনায় আক্রান্ত হয়েছে, তারা দুটি আলাদা অঞ্চলে থাকে ৷ দু’টি বিড়ালেরই শ্বাসযন্ত্রে সামান্য অসুবিধা রয়েছে ৷ আশা করা হচ্ছে দ্রুত সুস্থ হয়ে উঠবে তারা ৷ বিড়াল দু’টি যে বাড়িতে থাকে, সেই পরিবারের কারোর সংক্রমণের খোঁজ মেলেনি এখনও ৷’’

লন্ডনের চিড়িয়াখানায় প্রথম একটি সাদা বাঘ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয় ৷ এরপর আজ এই দু’টি বিড়ালের দেহেও কোরোনা ভাইরাস পাওয়া গেল ৷ গবেষকদের মতে, ‘‘কোনও কোরোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে তবেই কোনও প্রাণীর কোরোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ৷ লন্ডনের বাঘটির দেখভাল করত যিনি, তিনি কোরোনায় আক্রান্ত হওয়ায় তার থেকে বাঘটিও কোরোনা সংক্রমিত হয়ে পড়ে বলে সন্দেহ করা হয়েছিল ৷ তবে আজকের ঘটনায় দু’টি বিড়ালের পরিবারের কেউই কোরোনা ভাইরাসে আক্রান্ত নন, ফলে বাড়ছে সংশয় ৷

চিন থেকে কোরোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়লেও সেখানো কোনও প্রাণী কোরোনায় আক্রান্ত হয়নি ৷ তবে সন্দেহবশে বহু পরিবারই তাদের পোষ্যদের বাড়ি থেকে বের করে দেয় বা মেরে ফেলে সংক্রমণ থেকে বাঁচতে ৷ নিউইয়র্কে কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে দুই লাখ 558 হাজার 589, সেই তালিকায় যোগ হতে পারে এই দুই বিড়ালও

ওয়াশিংটন, 23 এপ্রিল : মানুষের পর এবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রাণীও ৷ অ্যামেরিকার নিউইয়র্কে কোরোনায় আক্রান্ত হল দুই পোষ্য বিড়াল ৷

US সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) ও USDA ন্যাশনাল ভেটেনিরানারি সার্ভিসেস ল্যাবরেটরি (NVSL) তরফ থেকে আজ দুটি বিড়ালের কোরোনা আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয় ৷ প্রেস রিলিজ়ে বলা হয়েছে, ‘‘এই সময়ে প্রাণীদের রুটিন পরীক্ষার কোনও প্রয়োজন নেই ৷ অন্য কোনও প্রাণীর দেহেও কোরোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেলে সেই বিষয়ে জানানো হবে USDA -র তরফ থেকে ৷’’

CDC-র তরফে জানানো হয় ‘‘নিউইয়র্কে যে দুটি বিড়াল কোরোনায় আক্রান্ত হয়েছে, তারা দুটি আলাদা অঞ্চলে থাকে ৷ দু’টি বিড়ালেরই শ্বাসযন্ত্রে সামান্য অসুবিধা রয়েছে ৷ আশা করা হচ্ছে দ্রুত সুস্থ হয়ে উঠবে তারা ৷ বিড়াল দু’টি যে বাড়িতে থাকে, সেই পরিবারের কারোর সংক্রমণের খোঁজ মেলেনি এখনও ৷’’

লন্ডনের চিড়িয়াখানায় প্রথম একটি সাদা বাঘ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয় ৷ এরপর আজ এই দু’টি বিড়ালের দেহেও কোরোনা ভাইরাস পাওয়া গেল ৷ গবেষকদের মতে, ‘‘কোনও কোরোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে তবেই কোনও প্রাণীর কোরোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ৷ লন্ডনের বাঘটির দেখভাল করত যিনি, তিনি কোরোনায় আক্রান্ত হওয়ায় তার থেকে বাঘটিও কোরোনা সংক্রমিত হয়ে পড়ে বলে সন্দেহ করা হয়েছিল ৷ তবে আজকের ঘটনায় দু’টি বিড়ালের পরিবারের কেউই কোরোনা ভাইরাসে আক্রান্ত নন, ফলে বাড়ছে সংশয় ৷

চিন থেকে কোরোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়লেও সেখানো কোনও প্রাণী কোরোনায় আক্রান্ত হয়নি ৷ তবে সন্দেহবশে বহু পরিবারই তাদের পোষ্যদের বাড়ি থেকে বের করে দেয় বা মেরে ফেলে সংক্রমণ থেকে বাঁচতে ৷ নিউইয়র্কে কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে দুই লাখ 558 হাজার 589, সেই তালিকায় যোগ হতে পারে এই দুই বিড়ালও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.