সান আন্তোনিও, ২০ জানুয়ারি: শুটিং চলাকালীন ঝামেলা, বাদানুবাদ। আর তার জেরেই চলল গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত পাঁচ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের সান আন্তোনিওর একটি মিউজিক ক্লাবে।
সান আন্তোনিওর ওয়াক নদীর তিরে অবস্থিত মিউজিয়ামের পাশেই রয়েছে ভেনতুরা নামে ওই মিউজিক ক্লাবটি। রবিবার রাতে সেখানেই চলছিল শুটিং। জানা গিয়েছে, সেইসময় নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে কয়েকজন। তার জেরে চলে গুলি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এক ব্যক্তির। বাকি ছয় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় আরও এক ব্যক্তির।
খবর পেয়ে রাত ৮টা নাগাদ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। টেক্সাসের পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমানুস জানিয়েছেন, ক্লাবের মধ্যে গুলির আঘাতে মৃত ব্যক্তি একজন পুরুষ। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি খুব তাড়াতাড়ি ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান।