ETV Bharat / international

শুটিং চলাকালীন বাদানুবাদ, গুলিতে মৃত ২ - texas shooting

সান আন্তোনিওর ওয়াক নদীর তিরে অবস্থিত মিউজিয়ামের পাশেই রয়েছে ভেনতুরা নামে ওই মিউজিক ক্লাবটি। রবিবার রাতে সেখানেই চলছিল শুটিং। জানা গিয়েছে, সেইসময় নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে কয়েকজন। তার জেরে চলে গুলি ৷

shooting
shooting at music club in Texas
author img

By

Published : Jan 20, 2020, 1:24 PM IST

সান আন্তোনিও, ২০ জানুয়ারি: শুটিং চলাকালীন ঝামেলা, বাদানুবাদ। আর তার জেরেই চলল গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত পাঁচ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের সান আন্তোনিওর একটি মিউজিক ক্লাবে।

সান আন্তোনিওর ওয়াক নদীর তিরে অবস্থিত মিউজিয়ামের পাশেই রয়েছে ভেনতুরা নামে ওই মিউজিক ক্লাবটি। রবিবার রাতে সেখানেই চলছিল শুটিং। জানা গিয়েছে, সেইসময় নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে কয়েকজন। তার জেরে চলে গুলি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এক ব্যক্তির। বাকি ছয় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় আরও এক ব্যক্তির।

খবর পেয়ে রাত ৮টা নাগাদ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। টেক্সাসের পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমানুস জানিয়েছেন, ক্লাবের মধ্যে গুলির আঘাতে মৃত ব্যক্তি একজন পুরুষ। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি খুব তাড়াতাড়ি ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান।

সান আন্তোনিও, ২০ জানুয়ারি: শুটিং চলাকালীন ঝামেলা, বাদানুবাদ। আর তার জেরেই চলল গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত পাঁচ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের সান আন্তোনিওর একটি মিউজিক ক্লাবে।

সান আন্তোনিওর ওয়াক নদীর তিরে অবস্থিত মিউজিয়ামের পাশেই রয়েছে ভেনতুরা নামে ওই মিউজিক ক্লাবটি। রবিবার রাতে সেখানেই চলছিল শুটিং। জানা গিয়েছে, সেইসময় নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে কয়েকজন। তার জেরে চলে গুলি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এক ব্যক্তির। বাকি ছয় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় আরও এক ব্যক্তির।

খবর পেয়ে রাত ৮টা নাগাদ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। টেক্সাসের পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমানুস জানিয়েছেন, ক্লাবের মধ্যে গুলির আঘাতে মৃত ব্যক্তি একজন পুরুষ। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি খুব তাড়াতাড়ি ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান।

New Delhi, Jan 20 (ANI): Congress leader and former Haryana CM, Bhupinder Singh Hooda, on Citizenship (Amendment) Act asserted that no state can deny to any law or act if passed by Parliament. "Once a law or act is passed by the Parliament, I think that the constitutional view is that, any state can't and should not say no but this has to be legally examined," said Bhupinder Singh.
Nation-wide protests have strengthened since implementation of CAA in December 2019. According to the present government, the amended act promises to provide Indian citizenship to non-Muslim immigrants from three neighbouring countries i.e., Pakistan, Afghanistan and Bangladesh.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.