ETV Bharat / international

নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে চলল গুলি, মৃত 2 - kill

নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে গুলি চলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ৷ জখম 4 ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 1, 2019, 8:32 AM IST

Updated : May 1, 2019, 9:22 AM IST

শার্লট (অ্যামেরিকা), 1 মে : শার্লটের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে চলল গুলি ৷ এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ চারজন জখম হয়েছে ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে ৷ গতকালই শিক্ষাবর্ষের শেষদিন ছিল৷ আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে ৷

বিকেল 5টা 45 নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কেনেডি হলের কাছে ঘটনাটি ঘটে ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, গুলি চলার পর পুলিশ ঘটনাস্থানের দিকে ছুটে যায় ৷ সেইসময় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাচ্ছে ৷

শার্লট-ম্যাকলেনবার্গ পুলিশ বিভাগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিশ্ববিদ্যালয়ে একজন শুটার ছিল ৷ এর বেশি কোনও তথ্য দিতে চাননি ওই মুখপাত্র ৷

শার্লটের মেয়র ভি লাইলস টুইট বার্তায় লেখেন, "নর্থ ক্যারোলিনার ঘটনায় আমরা বিস্মিত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ যারা জখম হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে তাদের পাশে রয়েছি আমরা ৷"

শার্লট (অ্যামেরিকা), 1 মে : শার্লটের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে চলল গুলি ৷ এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ চারজন জখম হয়েছে ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে ৷ গতকালই শিক্ষাবর্ষের শেষদিন ছিল৷ আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে ৷

বিকেল 5টা 45 নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কেনেডি হলের কাছে ঘটনাটি ঘটে ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, গুলি চলার পর পুলিশ ঘটনাস্থানের দিকে ছুটে যায় ৷ সেইসময় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাচ্ছে ৷

শার্লট-ম্যাকলেনবার্গ পুলিশ বিভাগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিশ্ববিদ্যালয়ে একজন শুটার ছিল ৷ এর বেশি কোনও তথ্য দিতে চাননি ওই মুখপাত্র ৷

শার্লটের মেয়র ভি লাইলস টুইট বার্তায় লেখেন, "নর্থ ক্যারোলিনার ঘটনায় আমরা বিস্মিত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ যারা জখম হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে তাদের পাশে রয়েছি আমরা ৷"

New Delhi, May 01 (ANI): Wearable maker Garmin announced a new feature for Garmin Connect that allows its female users to track their periods. The Menstrual Cycle Tracking feature allows one to track their period, log symptoms, and get educational health insights, Garmin notes in its official release. The comprehensive feature allows women with active lifestyles to track their cycle, while also checking for regular symptoms to adjust their diet, activities, and understand their fertile window. The feature is currently compatible with Forerunner 645 Music, vivoactive 3, vivoactive 3 Music, and fenix 5 Plus Series. More devices will be added soon.
Last Updated : May 1, 2019, 9:22 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.