ETV Bharat / international

ভার্জিনিয়ায় আততায়ী হামলা; মৃত 12, জখম 6 - Dead 11

ভার্জিনিয়ায় আততায়ী হামলায় মৃত্যু হল 12 জন সাধারণ মানুষের । শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ অ্যামেরিকার ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল বিল্ডিং চত্বরে আততায়ী হামলা চালায় ।

ভার্জিনিয়া
author img

By

Published : Jun 1, 2019, 6:11 AM IST

Updated : Jun 1, 2019, 8:33 AM IST

ভার্জিনিয়া, 1 জুন : ভার্জিনিয়ায় আততায়ী হামলা । মৃত্যু হল 12 জন সাধারণ মানুষের । জখম হন আরও 6 জন ।

শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ অ্যামেরিকার ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল বিল্ডিং চত্বরে আততায়ী হামলা চালায় । পুলিশ সূত্রে খবর, সে দীর্ঘদিন ধরে ভার্জিনিয়া বিচেরই বাসিন্দা । যদিও এখনও পর্যন্ত আততায়ীর পরিচয় জানা যায়নি ।

আততায়ীকে প্রতিহত করতে পুলিশও পালটা গুলি ছোড়ে । পুলিশের ছোড়া গুলিতে তার মৃত্যু হয় । ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল সেন্টারের ক্যাম্পাসে যখন সরকারি কর্মীরা কাজ করছিলেন, তখনই রাস্তা দিয়ে হেঁটে এসে ওই আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ।

এই ঘটনায় জখমদের ভার্জিনিয়া বিচ জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার পর মেয়র ববি ডায়ার বলেন, "ভার্জিনিয়া বিচের ইতিহাসে এটা একটা দুঃখজনক অধ্যায় ।"

ভার্জিনিয়া, 1 জুন : ভার্জিনিয়ায় আততায়ী হামলা । মৃত্যু হল 12 জন সাধারণ মানুষের । জখম হন আরও 6 জন ।

শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ অ্যামেরিকার ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল বিল্ডিং চত্বরে আততায়ী হামলা চালায় । পুলিশ সূত্রে খবর, সে দীর্ঘদিন ধরে ভার্জিনিয়া বিচেরই বাসিন্দা । যদিও এখনও পর্যন্ত আততায়ীর পরিচয় জানা যায়নি ।

আততায়ীকে প্রতিহত করতে পুলিশও পালটা গুলি ছোড়ে । পুলিশের ছোড়া গুলিতে তার মৃত্যু হয় । ভার্জিনিয়া বিচের মিউনিসিপ্যাল সেন্টারের ক্যাম্পাসে যখন সরকারি কর্মীরা কাজ করছিলেন, তখনই রাস্তা দিয়ে হেঁটে এসে ওই আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ।

এই ঘটনায় জখমদের ভার্জিনিয়া বিচ জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার পর মেয়র ববি ডায়ার বলেন, "ভার্জিনিয়া বিচের ইতিহাসে এটা একটা দুঃখজনক অধ্যায় ।"

New Delhi, Apr 25 (ANI): Justin Bieber's wife and model Hailey Baldwin is opening up about her mental health struggles. The 22-year-old model spoke candidly about her struggle with anxiety in an interview with Glamour as cited by E! News. Hailey shared that it once got to the point where she "couldn't sleep". She also spoke about the importance of spending time with "yourself". When she does find that time, Hailey said that she likes to take a nap and listen to music. "Honestly, I understand little kids when I nap. I'm like, Oh, I get it. This is really helpful and it feels good. I also like to take a moment and listen to some music and chill," she said. The model also added that going to a grocery store or drugstore works like a therapy for her.
Last Updated : Jun 1, 2019, 8:33 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.