ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত হয়ে অ্যামেরিকায় 11 জন ভারতীয়ের মৃত্যু

নিউ ইয়র্ক শহর Covid-19-এর কেন্দ্রস্থানে পরিনত হয়েছে ৷ এখন পর্যন্ত সেখানে ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে ৷ অ্যামেরিকায় যে 11 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকেই পুরুষ ৷ তাঁদের মধ্যে 10 জন নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বসবাস করতেন ৷

Coronavirus Infected Indians
Coronavirus Infected Indians
author img

By

Published : Apr 9, 2020, 12:49 PM IST

ওয়াশিংটন, 9 এপ্রিল : অ্যামেরিকায় Covid-19-এ আক্রান্ত হয়ে কমপক্ষে 11 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে সেখানে বসবাসকারী 16 জন ভারতীয়ের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ এখন পর্যন্ত অ্যামেরিকায় 14,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ ৷

অ্যামেরিকায় যে 11 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকেই পুরুষ ৷ তাঁদের মধ্যে 10 জন নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বসবাস করতেন ৷ যাদের মধ্যে 4জন নিউ ইয়ার্ক-এ ট্যাক্সিচালক । নিউ ইয়র্ক শহর Covid-19-এর কেন্দ্রস্থানে পরিণত হয়েছে ৷ এখনও পর্যন্ত সেখানে ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ 38 হাজারেরও বেশি ৷ নিউ জার্সিতে প্রায় 48 হাজার মানুষ কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ 1,500 মানুষের মৃত্যু হয়েছে ৷ ফ্লোরিডায় এই ভাইরাসে সংক্রমিত হয়ে এক ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ ক্যালিফোনিয়া ও টেক্সাসের প্রশাসন ইতিমধ্যেই সেখানে বসবাসকারী ভারতীয়র নাগরিকদের নাগরিকত্ব যাচাই করছে ৷

মোট 16 জন ভারতীয়র শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে চারজন মহিলা রয়েছে ৷ প্রত্যকেই সেল্ফ-কোয়ারান্টাইনে রয়েছে ৷ এই 16 জন আক্রান্তের মধ্যে আটজন নিউ ইয়র্ক, তিনজন নিউ জার্সি ও বাকিরা অ্যামেরিকার অন্যান্য প্রদেশ যেমন টেক্সস ও ক্যালিফোনিয়ার বসবাসকারী৷ জানা গিয়েছে আক্রান্তরা ভারতের উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কার্নাটক এবং উত্তরপ্রদেশের ৷

ওয়াশিংটন, 9 এপ্রিল : অ্যামেরিকায় Covid-19-এ আক্রান্ত হয়ে কমপক্ষে 11 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে সেখানে বসবাসকারী 16 জন ভারতীয়ের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ এখন পর্যন্ত অ্যামেরিকায় 14,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ ৷

অ্যামেরিকায় যে 11 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকেই পুরুষ ৷ তাঁদের মধ্যে 10 জন নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বসবাস করতেন ৷ যাদের মধ্যে 4জন নিউ ইয়ার্ক-এ ট্যাক্সিচালক । নিউ ইয়র্ক শহর Covid-19-এর কেন্দ্রস্থানে পরিণত হয়েছে ৷ এখনও পর্যন্ত সেখানে ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ 38 হাজারেরও বেশি ৷ নিউ জার্সিতে প্রায় 48 হাজার মানুষ কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ 1,500 মানুষের মৃত্যু হয়েছে ৷ ফ্লোরিডায় এই ভাইরাসে সংক্রমিত হয়ে এক ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ ক্যালিফোনিয়া ও টেক্সাসের প্রশাসন ইতিমধ্যেই সেখানে বসবাসকারী ভারতীয়র নাগরিকদের নাগরিকত্ব যাচাই করছে ৷

মোট 16 জন ভারতীয়র শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে চারজন মহিলা রয়েছে ৷ প্রত্যকেই সেল্ফ-কোয়ারান্টাইনে রয়েছে ৷ এই 16 জন আক্রান্তের মধ্যে আটজন নিউ ইয়র্ক, তিনজন নিউ জার্সি ও বাকিরা অ্যামেরিকার অন্যান্য প্রদেশ যেমন টেক্সস ও ক্যালিফোনিয়ার বসবাসকারী৷ জানা গিয়েছে আক্রান্তরা ভারতের উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কার্নাটক এবং উত্তরপ্রদেশের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.