জেনেভা, 27 নভেম্বর : দক্ষিণ আফ্রিকায় ফের মিলেছে নতুন কোভিড-19 ভ্যারিয়্যান্ট বা করোনার নতুন ধরন বি.1.1.529 ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিল 'ওমিক্রন' (Omicron) ৷ (WHO named the new Covid-19 variant Omicron)
24 নভেম্বর প্রথম করোনার এই নতুন ধরনের খোঁজ মেলে দক্ষিণ আফ্রিকায় ৷ বিগত কয়েক সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ বেড়েছে দ্রুত গতিতে ৷ এর মধ্যে পাওয়া যায় বি.1.1.529 ৷ 9 নভেম্বর সংগৃহীত একটি নমুনা পরীক্ষার পর বি.1.1.529 সংক্রমণের বিষয়টি প্রথম নিশ্চিত করা হয় ৷
সার্স-কোভ-2 ভাইরাসের বিবর্তন বিষয়ে গবেষণা করছে একটি টেকনিক্যাল অ্যাডভাইজ়ারি গ্রুপ (Technical Advisory Group on SARS-CoV-2 Virus Evolution, TAG-VE) ৷ এই দলের বিশেষজ্ঞরা নির্দিষ্ট সময় অন্তর সার্স-কোভ-2-এর বিবর্তনের দিকে নজর রাখে ৷ পাশাপাশি তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন যে, কোনও নির্দিষ্ট মিউটেশন এবং একাধিক মিউটেশনের সংযুক্তির ফলে ভাইরাসের চরিত্রে কোনও পরিবর্তন হয়েছে কি না ৷ 'টিএজি-ভিই'-র কাছ থেকে সার্স-কোভ-2-এর নতুন ধরন বি.1.1.529-এর চরিত্র সম্বন্ধে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ৷
আরও পড়ুন : New Variant of COVID: ডেল্টার চেয়েও ভয়ঙ্কর, করোনার নয়া রূপ ঘিরে আতঙ্ক
এই নতুন ভ্যারিয়্যান্টে বহু সংখ্যক মিউটেশন রয়েছে, যার মধ্যে কয়েকটি দুশ্চিন্তার ৷ প্রাথমিক প্রমাণ জানাচ্ছে, করোনা ভাইরাসের অন্য দুশ্চিন্তাজনক ভ্যারিয়্যান্টগুলির (Variant of Concern) থেকে এই ভ্যারিয়্যান্টে ফের সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ৷ দক্ষিণ আফ্রিকার প্রায় সব প্রদেশে এই নতুন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হওয়া রোগীর সংখ্যা বেড়ে চলেছে ৷
-
The Technical Advisory Group on SARS-CoV-2 Virus Evolution met today to review what is known about the #COVID19 variant B.1.1.529.
— World Health Organization (WHO) (@WHO) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
They advised WHO that it should be designated a Variant of Concern.
WHO has named it Omicron, in line with naming protocols https://t.co/bSbVas9yds pic.twitter.com/Gev1zIt1Ek
">The Technical Advisory Group on SARS-CoV-2 Virus Evolution met today to review what is known about the #COVID19 variant B.1.1.529.
— World Health Organization (WHO) (@WHO) November 26, 2021
They advised WHO that it should be designated a Variant of Concern.
WHO has named it Omicron, in line with naming protocols https://t.co/bSbVas9yds pic.twitter.com/Gev1zIt1EkThe Technical Advisory Group on SARS-CoV-2 Virus Evolution met today to review what is known about the #COVID19 variant B.1.1.529.
— World Health Organization (WHO) (@WHO) November 26, 2021
They advised WHO that it should be designated a Variant of Concern.
WHO has named it Omicron, in line with naming protocols https://t.co/bSbVas9yds pic.twitter.com/Gev1zIt1Ek
একটি বিবৃতিতে জানা গিয়েছে, টিএজি-ভিই (TAG-VE) বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার এই ধরনটিকে 'ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন' (VOC) বা দুশ্চিন্তাজনক ভ্যারিয়্যান্ট হিসেবে চিহ্নিত করার পরামর্শ দিয়েছে ৷ আর সেই কথা মেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে 'দুশ্চিন্তাজনক ভ্যারিয়্যান্ট' তালিকাভুক্ত করে নামকরণ করে 'ওমিক্রন' ৷
ইতিমধ্যে হু বিশ্বের সব দেশকে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে ৷ দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা আর হংকং থেকে দেশের বিভিন্ন রাজ্যে আসা যাত্রীদের অতি সক্রিয়তার সঙ্গে নিয়ম মেনে পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক (India's Union Health Ministry) ৷ এই দেশগুলিতে নতুন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷