ETV Bharat / international

সোমালিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদের বাইরেই আত্মঘাতী বিস্ফোরণ

author img

By

Published : Feb 13, 2021, 9:57 PM IST

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী বিস্ফোরণ৷ শনিবার সকালে বিস্ফোরণ প্রেসিডেন্টের প্রাসাদের ঠিক বাইরেই৷ ঘটনায় জখম অন্তত সাত নাগরিক৷

Suicide bomber detonates near Somalia presidential palace
সোমালিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদের বাইরেই আত্মঘাতী বিস্ফোরণ

মোগাদিশু, 13 ফেব্রুয়ারি : সোমালিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের বাইরেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ৷ ঘটনায় হামলাকারীর মৃত্য়ু হলেও অন্য়ান্য় ক্ষয়ক্ষতিও এড়ানো যায়নি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, জখম হয়েছেন অন্তত সাতজন সাধারণ নাগরিক৷

স্থানীয় পুলিশ প্রশাসনের মুখপাত্র সাদিক আলি আদান জানিয়েছেন, শনিবার সকালে মোগাদিশুতে প্রেসিডেন্টের বাসভবনের ঠিক বাইরের চেক পয়েন্টেই ঘটনাটি ঘটে৷ আত্মঘাতী ওই হামলাকারীকে পুলিশ থামতে বললেও সে গাড়ি নিয়ে এগিয়ে যায়৷ তখনই তাকে লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে পুলিশ৷ এদিনের বিস্ফোরণে 12টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ ভয়ে ছুটোছুটি শুরু করে দেন পথচলতি মানুষ৷

প্রসঙ্গত, নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম সোমালিয়ার রাজনীতি৷ কিভাবে ভোট করানো হবে, সে বিষয়ে একমত হতে পারছেন না রাজনীতির কারবারিররা৷ তাঁদের একাংশের অভিযোগ, আরও চার বছর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রসিডেন্ট মহম্মদ আবদুল্লাই মহম্মদ৷ স্থির হয়েছে, আগামী সোমবার দেশের নির্বাচন সংক্রান্ত মতবিরোধগুলি নিয়ে ফের এক দফা আলোচনা করা হবে৷

আরও পড়ুন: মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিছিল আম জনতার

এই টালমাটাল পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়াকেই বানচাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আল-কায়দার সঙ্গে যুক্ত আল-সাহেব নামে একটি জঙ্গিগোষ্ঠী৷ সোমালিয়ার বিভিন্ন হাই-প্রোফাইল এলাকায় আগেও হামলা চালিয়েছে তারা৷

এমন প্রেক্ষাপটে শনিবারের বিস্ফোরণে কপালে ভাঁজ নিরাপত্তা আধিকারিকদের৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা৷

মোগাদিশু, 13 ফেব্রুয়ারি : সোমালিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের বাইরেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ৷ ঘটনায় হামলাকারীর মৃত্য়ু হলেও অন্য়ান্য় ক্ষয়ক্ষতিও এড়ানো যায়নি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, জখম হয়েছেন অন্তত সাতজন সাধারণ নাগরিক৷

স্থানীয় পুলিশ প্রশাসনের মুখপাত্র সাদিক আলি আদান জানিয়েছেন, শনিবার সকালে মোগাদিশুতে প্রেসিডেন্টের বাসভবনের ঠিক বাইরের চেক পয়েন্টেই ঘটনাটি ঘটে৷ আত্মঘাতী ওই হামলাকারীকে পুলিশ থামতে বললেও সে গাড়ি নিয়ে এগিয়ে যায়৷ তখনই তাকে লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে পুলিশ৷ এদিনের বিস্ফোরণে 12টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ ভয়ে ছুটোছুটি শুরু করে দেন পথচলতি মানুষ৷

প্রসঙ্গত, নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম সোমালিয়ার রাজনীতি৷ কিভাবে ভোট করানো হবে, সে বিষয়ে একমত হতে পারছেন না রাজনীতির কারবারিররা৷ তাঁদের একাংশের অভিযোগ, আরও চার বছর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রসিডেন্ট মহম্মদ আবদুল্লাই মহম্মদ৷ স্থির হয়েছে, আগামী সোমবার দেশের নির্বাচন সংক্রান্ত মতবিরোধগুলি নিয়ে ফের এক দফা আলোচনা করা হবে৷

আরও পড়ুন: মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিছিল আম জনতার

এই টালমাটাল পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়াকেই বানচাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আল-কায়দার সঙ্গে যুক্ত আল-সাহেব নামে একটি জঙ্গিগোষ্ঠী৷ সোমালিয়ার বিভিন্ন হাই-প্রোফাইল এলাকায় আগেও হামলা চালিয়েছে তারা৷

এমন প্রেক্ষাপটে শনিবারের বিস্ফোরণে কপালে ভাঁজ নিরাপত্তা আধিকারিকদের৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.