ETV Bharat / international

SA President tested covid positive : দেশে রেকর্ড সংক্রমণের দিনে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, আরোগ্য কামনা মোদির - South Africa recorded a new high of 37,875 new infections in past 24 hours

উদ্বেগ আরও বাড়িয়ে দেশে রেকর্ড সংক্রমণের দিনে করোনা আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (South Africa president Cyril Ramaphosa contracted to COVID-19) ৷ 69 বছরের রামাফোসা পুরোপুরি ভ্যাকসিনেট সত্ত্বেও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

SA President tested covid positive
দেশে রেকর্ড সংক্রমণের দিনে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি, আরোগ্য কামনা নরেন্দ্র মোদির
author img

By

Published : Dec 13, 2021, 10:43 PM IST

জোহানেসবার্গ, 13 ডিসেম্বর : ওমিক্রনের উৎস দক্ষিণ আফ্রিকায় গত 24 ঘণ্টায় এযাবৎ সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হলেন করোনায় ৷ নয়া প্রজাতির কাঁটায় এমনিতেই ত্রস্ত গোটা দেশ ৷ এরমধ্যে এই পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে রামধনুর দেশে ৷ উদ্বেগ আরও বাড়িয়ে দেশে রেকর্ড সংক্রমণের দিনে করোনা আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (South Africa president Cyril Ramaphosa contracted to COVID-19) ৷

69 বছরের রামাফোসা পুরোপুরি ভ্যাকসিনেট সত্ত্বেও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ যদিও প্রেসিডেন্টের শরীরে করোনার বিশেষ কোনও উপসর্গ নেই বলে জানিয়েছে তাঁর দফতর ৷ কেপটাউনে একটি অনুষ্ঠান থেকে ফেরার পরেই এদিন অসুস্থতা অনুভব করেন সিরিল রামাফোসা ৷ আপাতত তিনি সেনা চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে ৷ একইসঙ্গে কোভিডে আক্রান্ত হয়ে দেশবাসীকে দ্রুত টিকা নেওয়ার বার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : India Tour of SA : প্রোটিয়াদের দেশে ভারতের সফর একসপ্তাহ পিছল, বক্সিং-ডে'তে প্রথম টেস্ট খেলবেন কোহলিরা

উল্লেখ্য, গত সপ্তাহে এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে পশ্চিম আফ্রিকার চার দেশে সফরে গিয়েছিলেন সিরিল রামাফোসা ৷ দেশে ফেরার পর গত বুধবার সকলের করোনা পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে সকলেরই ৷

রামাফোসার করোনা আক্রান্তের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi wishes Cyril Ramaphosa a speedy recovery) ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রামিত হয়েছেন 37, 875 জন (South Africa recorded a new high of 37,875 new infections in past 24 hours) ৷ যা একদিনে রেকর্ড এবং গতদিনের তুলনায় 20 হাজারেরও বেশি ৷

জোহানেসবার্গ, 13 ডিসেম্বর : ওমিক্রনের উৎস দক্ষিণ আফ্রিকায় গত 24 ঘণ্টায় এযাবৎ সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হলেন করোনায় ৷ নয়া প্রজাতির কাঁটায় এমনিতেই ত্রস্ত গোটা দেশ ৷ এরমধ্যে এই পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে রামধনুর দেশে ৷ উদ্বেগ আরও বাড়িয়ে দেশে রেকর্ড সংক্রমণের দিনে করোনা আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (South Africa president Cyril Ramaphosa contracted to COVID-19) ৷

69 বছরের রামাফোসা পুরোপুরি ভ্যাকসিনেট সত্ত্বেও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ যদিও প্রেসিডেন্টের শরীরে করোনার বিশেষ কোনও উপসর্গ নেই বলে জানিয়েছে তাঁর দফতর ৷ কেপটাউনে একটি অনুষ্ঠান থেকে ফেরার পরেই এদিন অসুস্থতা অনুভব করেন সিরিল রামাফোসা ৷ আপাতত তিনি সেনা চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে ৷ একইসঙ্গে কোভিডে আক্রান্ত হয়ে দেশবাসীকে দ্রুত টিকা নেওয়ার বার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : India Tour of SA : প্রোটিয়াদের দেশে ভারতের সফর একসপ্তাহ পিছল, বক্সিং-ডে'তে প্রথম টেস্ট খেলবেন কোহলিরা

উল্লেখ্য, গত সপ্তাহে এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে পশ্চিম আফ্রিকার চার দেশে সফরে গিয়েছিলেন সিরিল রামাফোসা ৷ দেশে ফেরার পর গত বুধবার সকলের করোনা পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে সকলেরই ৷

রামাফোসার করোনা আক্রান্তের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi wishes Cyril Ramaphosa a speedy recovery) ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রামিত হয়েছেন 37, 875 জন (South Africa recorded a new high of 37,875 new infections in past 24 hours) ৷ যা একদিনে রেকর্ড এবং গতদিনের তুলনায় 20 হাজারেরও বেশি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.