ETV Bharat / international

Reinfections with Omicron: পুনরায় সংক্রমণের সম্ভাবনা 3 গুণ বেশি ওমিক্রনে, রিপোর্ট বিজ্ঞানীদের - ওমিক্রনে পুনরায় সংক্রমণ

রোগীর পুনরায় সংক্রমিত (reinfections with omicron) হওয়ার সম্ভাবনা বিটা ও ডেল্টা ভ্যারিয়েন্টের (Beta or Delta variants) তুলনায় তিন গুণ বেশি ওমিক্রনের (Omicron) ক্ষেত্রে ৷ প্রাথমিক গবেষণার পর দাবি দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের (South African scientists)৷

reinfections-3-times-more-likely-with-omicron-study by South African scientists
পুনরায় সংক্রমণের সম্ভাবনা 3 গুণ বেশি ওমিক্রনে : রিপোর্ট
author img

By

Published : Dec 3, 2021, 11:58 AM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: রোগীর পুনরায় সংক্রমিত (Reinfections with Omicron) হওয়ার সম্ভাবনা বিটা ও ডেল্টা ভ্যারিয়েন্টের (Beta or Delta variants) তুলনায় তিন গুণ বেশি ওমিক্রনে (Omicron )৷ প্রাথমিক একটি গবেষণার পর এমনটাই দাবি করলেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা (South African scientists) ৷ কোভিড 19-এর নয়া ভ্যারিয়েন্ট (Omicron variant) প্রাথমিক অনাক্রমণতা এড়িয়ে সংক্রমণ ঘটাতেও পারদর্শী বলে দাবি করেছেন তাঁরা ৷

করোনা পজিটিভ প্রায় 2.8 মিলিয়ন ব্যক্তির মধ্যে 35,670 জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷ 90 দিনের ব্যবধানে ফের কোভিডে আক্রান্ত হলে তাকে পুনরায় সংক্রমণ বলা হয়ে থাকে ৷ দেশের স্বাস্থ্য ব্যবস্থা দ্বারা সংগৃহীত তথ্য অনুসন্ধানে দেখা গিয়েছে যে, প্রাথমিক ভাবে সংক্রমিত হওয়ার অনাক্রমণতাকে এড়াতে সক্ষম ওমিক্রন ৷ এই গবেষণা মেডিক্যাল প্রিপ্রিন্ট সার্ভারে আপলোড করা হয়ে গেলেও তার কোনও পিয়ার-রিভিউ এখনও হয়নি ৷

দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অফ এক্সিলেন্স ইন এপিডেমিয়োলজিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালিসিসের (South African DSI-NRF Centre of Excellence in Epidemiological Modelling) অধিকর্তা জুলিয়েট পুলিয়াম (Juliet Pulliam) টুইটে লিখেছেন, "সাম্প্রতিক পুনঃসংক্রমণ এমন ব্যক্তিদের মধ্যে ঘটেছে, যাদের প্রাথমিক সংক্রমণ কোভিডের তিনটি ঢেউ জুড়ে ঘটেছে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রাথমিক সংক্রমণের ঘটনা ঘটেছে ডেল্টার ক্ষেত্রে ৷"

আরও পড়ুন: Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

তবে টিকাপ্রাপ্তদের শরীরে তৈরি অনাক্রমণতা ওমিক্রনের (Variant of concern) সঙ্গে লড়াইয়ে কতটা কার্যকরী হবে, তা নিয়ে এখনও সন্দিহান গবেষকরা ৷ এ বিষয়ে তাঁদের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে ৷ গবেষকরা নভেম্বরের মাঝামাঝি থেকে ইতিমধ্যেই একাধিক আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুনরায় সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করেছেন ।

কর্নাটকের বেঙ্গালুরুতে দু'জন করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রমিত হয়েছেন (Bengaluru Omicron news) ৷ স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) জানিয়েছে, তাঁদের মধ্যে একজন 66 বছরের প্রৌঢ় দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন ৷ অন্য জন 46 বছরের একজন চিকিৎসক ৷ তাঁদের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন : Experts concern over Omicron in India: দেশে ওমিক্রনের হানায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, কোভিড বিধি পালনের পরামর্শ

এ দিকে, জয়পুরে দক্ষিণ আফ্রিকা ফেরত চারজন করোনায় আক্রান্ত হয়েছেন (Family returned from South Africa) ৷ দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের 4 জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে (Family returned from South Africa to Jaipur tests corona positive) ৷ তাঁরা ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত কি না, সে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷

আরও পড়ুন : Omicron infection in India : ভারতেও ওমিক্রনের থাবা, কর্নাটকে আক্রান্ত 2

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: রোগীর পুনরায় সংক্রমিত (Reinfections with Omicron) হওয়ার সম্ভাবনা বিটা ও ডেল্টা ভ্যারিয়েন্টের (Beta or Delta variants) তুলনায় তিন গুণ বেশি ওমিক্রনে (Omicron )৷ প্রাথমিক একটি গবেষণার পর এমনটাই দাবি করলেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা (South African scientists) ৷ কোভিড 19-এর নয়া ভ্যারিয়েন্ট (Omicron variant) প্রাথমিক অনাক্রমণতা এড়িয়ে সংক্রমণ ঘটাতেও পারদর্শী বলে দাবি করেছেন তাঁরা ৷

করোনা পজিটিভ প্রায় 2.8 মিলিয়ন ব্যক্তির মধ্যে 35,670 জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷ 90 দিনের ব্যবধানে ফের কোভিডে আক্রান্ত হলে তাকে পুনরায় সংক্রমণ বলা হয়ে থাকে ৷ দেশের স্বাস্থ্য ব্যবস্থা দ্বারা সংগৃহীত তথ্য অনুসন্ধানে দেখা গিয়েছে যে, প্রাথমিক ভাবে সংক্রমিত হওয়ার অনাক্রমণতাকে এড়াতে সক্ষম ওমিক্রন ৷ এই গবেষণা মেডিক্যাল প্রিপ্রিন্ট সার্ভারে আপলোড করা হয়ে গেলেও তার কোনও পিয়ার-রিভিউ এখনও হয়নি ৷

দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অফ এক্সিলেন্স ইন এপিডেমিয়োলজিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালিসিসের (South African DSI-NRF Centre of Excellence in Epidemiological Modelling) অধিকর্তা জুলিয়েট পুলিয়াম (Juliet Pulliam) টুইটে লিখেছেন, "সাম্প্রতিক পুনঃসংক্রমণ এমন ব্যক্তিদের মধ্যে ঘটেছে, যাদের প্রাথমিক সংক্রমণ কোভিডের তিনটি ঢেউ জুড়ে ঘটেছে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রাথমিক সংক্রমণের ঘটনা ঘটেছে ডেল্টার ক্ষেত্রে ৷"

আরও পড়ুন: Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

তবে টিকাপ্রাপ্তদের শরীরে তৈরি অনাক্রমণতা ওমিক্রনের (Variant of concern) সঙ্গে লড়াইয়ে কতটা কার্যকরী হবে, তা নিয়ে এখনও সন্দিহান গবেষকরা ৷ এ বিষয়ে তাঁদের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে ৷ গবেষকরা নভেম্বরের মাঝামাঝি থেকে ইতিমধ্যেই একাধিক আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুনরায় সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করেছেন ।

কর্নাটকের বেঙ্গালুরুতে দু'জন করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রমিত হয়েছেন (Bengaluru Omicron news) ৷ স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) জানিয়েছে, তাঁদের মধ্যে একজন 66 বছরের প্রৌঢ় দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন ৷ অন্য জন 46 বছরের একজন চিকিৎসক ৷ তাঁদের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন : Experts concern over Omicron in India: দেশে ওমিক্রনের হানায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, কোভিড বিধি পালনের পরামর্শ

এ দিকে, জয়পুরে দক্ষিণ আফ্রিকা ফেরত চারজন করোনায় আক্রান্ত হয়েছেন (Family returned from South Africa) ৷ দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের 4 জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে (Family returned from South Africa to Jaipur tests corona positive) ৷ তাঁরা ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত কি না, সে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷

আরও পড়ুন : Omicron infection in India : ভারতেও ওমিক্রনের থাবা, কর্নাটকে আক্রান্ত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.