ETV Bharat / international

মালিতে ফরাসি সেনার বিমান হামলা , খতম 50-এর বেশি জঙ্গি - আল-কায়েদা যুক্ত জঙ্গি খতম মালিতে

বুর্কিনা ফাসো এবং নাইজারের সীমান্তবর্তী একটি জায়গায় শুক্রবার এই আক্রমণ চালানো হয়েছিল । এই অভিযানে 50 জনেরও বেশি জিহাদিকে খতম করে এবং অস্ত্র ও আরও নানা জিনিসপত্র বাজেয়াপ্ত করে ৷ প্রায় 30 টি মোটরবাইক ধ্বংস করা হয়েছে ৷

Mali
মালিতে ফরাসি সেনার বিমান হামলা
author img

By

Published : Nov 3, 2020, 10:41 AM IST

বামাকো (মালি) , 3 নভেম্বর : ফরাসি সেনার বিমান হামলায় খতম 50 জনের বেশি জঙ্গি ৷ ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে , এই 50 জন আল-কায়দার সঙ্গে যুক্ত ৷ সোমবার ফরাসি সরকার দাবি করেছে , তাদের সেনা সেন্ট্রাল মালিতে বিমান হামলা চালিয়ে জঙ্গিদের খতম করেছে ৷

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি মালির অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছিলেন, বুর্কিনা ফাসো এবং নাইজারের সীমান্তবর্তী একটি জায়গায় শুক্রবার এই আক্রমণ চালানো হয়েছিল । তিনি বলেন , " মালিতে 30 অক্টোবর বরখানে সেনা একটি অভিযান চালায় ৷ এই অভিযানে 50 জনেরও বেশি জিহাদিকে খতম করে এবং অস্ত্র ও আরও নানা জিনিসপত্র বাজেয়াপ্ত করে ৷ প্রায় 30টি মোটরবাইক ধ্বংস করা হয়েছে ৷ "

পার্লি আরও জানান , "তিন সীমান্ত" এলাকায় একটি ড্রোন একটি মোটরবাইকের ক্যারাভান শনাক্ত করার পরে অভিযান শুরু হয়েছিল ।

কর্নেল ফ্রেডেরিক বার্ব্রি জানান, ওই জঙ্গি দল সেনার অবস্থানে হামলা করার চেষ্টা করছিল ৷ অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷

2012 সালে দেশের উত্তরে জিহাদিদের প্রথম উথ্থান ৷ এরপর থেকে এই জিহাদিদের নিয়ন্ত্রণ করার জন্য মালি লড়াই চালিয়ে যাচ্ছে ৷

বামাকো (মালি) , 3 নভেম্বর : ফরাসি সেনার বিমান হামলায় খতম 50 জনের বেশি জঙ্গি ৷ ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে , এই 50 জন আল-কায়দার সঙ্গে যুক্ত ৷ সোমবার ফরাসি সরকার দাবি করেছে , তাদের সেনা সেন্ট্রাল মালিতে বিমান হামলা চালিয়ে জঙ্গিদের খতম করেছে ৷

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি মালির অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছিলেন, বুর্কিনা ফাসো এবং নাইজারের সীমান্তবর্তী একটি জায়গায় শুক্রবার এই আক্রমণ চালানো হয়েছিল । তিনি বলেন , " মালিতে 30 অক্টোবর বরখানে সেনা একটি অভিযান চালায় ৷ এই অভিযানে 50 জনেরও বেশি জিহাদিকে খতম করে এবং অস্ত্র ও আরও নানা জিনিসপত্র বাজেয়াপ্ত করে ৷ প্রায় 30টি মোটরবাইক ধ্বংস করা হয়েছে ৷ "

পার্লি আরও জানান , "তিন সীমান্ত" এলাকায় একটি ড্রোন একটি মোটরবাইকের ক্যারাভান শনাক্ত করার পরে অভিযান শুরু হয়েছিল ।

কর্নেল ফ্রেডেরিক বার্ব্রি জানান, ওই জঙ্গি দল সেনার অবস্থানে হামলা করার চেষ্টা করছিল ৷ অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷

2012 সালে দেশের উত্তরে জিহাদিদের প্রথম উথ্থান ৷ এরপর থেকে এই জিহাদিদের নিয়ন্ত্রণ করার জন্য মালি লড়াই চালিয়ে যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.