জামফারা (নাইজেরিয়া), 9 জানুয়ারি : গত শুক্রবার উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একাধিক গ্রামে ঢুকে 200 জনকে হত্যা করেছে সশস্ত্র দস্যুরা (200 People Die in Bandits Attack in Northwest Nigeria) ৷ নাইজেরিয়ার জামফারা প্রদেশের ঘটনায় প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ওই গ্রামের বাসিন্দাদের ৷ প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে নাইজেরিয়ান সেনা ওই অঞ্চলের জঙ্গি ঘাঁটিতে আকাশপথে হামলা চালিয়েছিল ৷ সেই ঘটনায় বহু জঙ্গি মারা গিয়েছিল (Bandits Attack In Nigeria) ৷
এই ঘটনার পর সেনার তরফে গ্রামগুলির দখল নিয়ে নেওয়া হয়েছে ৷ সেখানে মৃত দেহের গণ কবর দেওয়া হয়েছে ৷ শুক্রবারের ওই ঘটনার পর শনিবার পর্যন্ত নাইজেরিয়ান সেনা ওই গ্রামগুলির দখল নিয়ে ছিল ৷ সেনা সরে যেতেই গ্রামবাসীরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ তবে, জামফারার স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, মোট 58 জনকে গুলি করে মারা হয়েছে ৷ কিন্তু, সরকারের সেই দাবিকে খারিজ করেছেন গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, দু’শো বা তার বেশি মানুষকে জঙ্গিরা মেরেছে ৷
স্থানীয় বাসিন্দা এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং 3 সন্তান এই হামলায় মারা গিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, একটি জায়গায় অন্তত 150 জনকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রায় 300’র বেশি সশস্ত্র দস্যু উত্তর-পশ্চিম নাইজেরিয়ার ওই গ্রামগুলিতে হামলা চালিয়েছিল ৷ শুক্রবার 30 জনকে মারা হয়েছিল বলে জানিয়েছিল সংবাদ সংস্থা ৷ তবে, সেই সংখ্যাটা 3 দিনের মধ্যে দু’শো ছাড়িয়ে গিয়েছে ৷
আরও পড়ুন : Landslide at Myanmar jade mine : মায়ানমারে পাথরের খনিতে ধস, নিখোঁজ অন্তত 70
নাইজেরিয়ান সেনার তরফে জানানো হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি জঙ্গলে এয়ার স্ট্রাইক করা হয় ৷ সেই এয়ার স্ট্রাইকে একশোর বেশি জঙ্গি মারা গিয়েছিল বলে সেনার তরফে জানানো হয়েছে ৷ নাইজেরিয়ান গোয়েন্দা বিভাগের তরফে জানানো হয়েছে, সেই হামলার প্রতিশোধ নিতেই এই গণহত্যা চালিয়েছে জঙ্গিরা ৷