কিনশাসা, 25 মে : মাউন্ট নিরগোঙ্গে অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল 32 ৷ আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর উত্তর কিভু প্রদেশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ শনিবারের অগ্ন্যুৎপাতের ঘটনা নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানায় ডিআরসি কর্তৃপক্ষ ৷
প্রদেশের সিভিল প্রটেকশনের প্রধান জেসেফ মাকুন্ডি বলেন, ‘‘ মৃতদের মধ্যে 9 জন ঝলসে গিয়েছেন ৷ যখন আগ্নেয়গিরির লাভা তাঁদের বাড়িতে গিয়ে পড়েন ৷ 5 জন মারা যান দূষিত গ্যাস ও ধোঁয়ার কারণে ৷’’
আরও পড়ুন : কোন জেলায় যশের দাপট হবে কেমন? কী বলছে আবহাওয়া অফিস
14 জন লোক মারা যান একটি ট্রাক দুর্ঘটনায় ৷ সরকারের এক প্রতিনিধি দল সোমবার গোমায় পৌঁছায় ৷ সেখানে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিষেবা দেন ৷