ETV Bharat / international

নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতী হামলা, মৃত 5

দুষ্কৃতীরা সাধারণ মানুষের বেশে এসেছিল বলে জানিয়েছে পুলিশ ।

attack at nigeria mosque
নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতী হামলা
author img

By

Published : Nov 23, 2020, 10:45 PM IST

আবুজা, 23 নভেম্বর : নাইজেরিয়ার জ়ামফারায় একটি মসজ়িদে দুষ্কৃতী হামলা । ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে । 18 জনকে অহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে ।

জ়ামফারার মসজিদে সাধারণ মানুষের বেশে বাইকে করে দুষ্কৃতীরা উপস্থিত হয় । আচমকা তারা প্রার্থনাকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । ঘটনাস্থানে দু'জনের মৃত্যু হয় । হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয় । হামলার পরেই তারা মসজিদের পাশের একটি জঙ্গলে ঢুকে যায় । হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ ।

আবুজা, 23 নভেম্বর : নাইজেরিয়ার জ়ামফারায় একটি মসজ়িদে দুষ্কৃতী হামলা । ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে । 18 জনকে অহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে ।

জ়ামফারার মসজিদে সাধারণ মানুষের বেশে বাইকে করে দুষ্কৃতীরা উপস্থিত হয় । আচমকা তারা প্রার্থনাকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । ঘটনাস্থানে দু'জনের মৃত্যু হয় । হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয় । হামলার পরেই তারা মসজিদের পাশের একটি জঙ্গলে ঢুকে যায় । হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.