ETV Bharat / headlines

"আপনি চিন-পাকিস্তানের পছন্দের কথাই বলেন", রাহুলকে আক্রমণ শাহর

রাহুল গান্ধিকে আক্রমণ করলেন অমিত শাহ । তিনি অভিযোগ করে বলেন, "আপনি সেই কথাই বলছেন যা চিন এবং পাকিস্তান পছন্দ করে।"

amit
amit
author img

By

Published : Jun 28, 2020, 6:28 PM IST

দিল্লি, 28 জুন : রাহুল গান্ধিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বলেন, তিনি সংকীর্ণ রাজনীতি করছেন ।

আজ সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় রাহুল গান্ধিকে আক্রমণ করেন অমিত শাহ । মূলত, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে রাহুলের একের পর এক আক্রমণেরই জবাব দেন তিনি । বলেন, “আমরা ভারত-বিরোধী প্রচারকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে সক্ষম । কিন্তু এত বড় এক রাজনৈতিক দলের প্রাক্তন সভাপতি এরকম সংকীর্ণ রাজনীতি করছেন । এই বিষয়টি যন্ত্রণার ।”

লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার আক্রমণ করেছেন রাহুল গান্ধি । প্রধানমন্ত্রীকে আক্রমণ করে একাধিক টুইটও করেছেন । প্রশ্ন তুলেছেন, ভারতের অঞ্চলে কি ইতিমধ্যেই চিনা সেনারা ঢুকে পড়েছে এবং তা দখল করেছে ? প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন । চিনের কাছে ভারতের অঞ্চল সমপর্ণ করা হয়েছে বলেও নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ।

রাহুলের টুইট এবং তাঁর আক্রমণাত্মক মন্তব্যেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী । বলেন, "কংগ্রেস এবং রাহুলের নিজের দিকে একবার দেখা উচিত । তাঁর টুইটার হ্যাশট্যাগ নিয়ে আমার ভাবার প্রয়োজন নেই । কংগ্রেসের ভাবার প্রয়োজন রয়েছে তাঁদের একজন নেতার হ্যাশট্যাগ পাকিস্তান এবং চিনের দ্বারা উৎসাহিত হচ্ছে । আপনি সেই কথাই বলেন যে কথা চিন এবং পাকিস্তান পছন্দ করে ।”

অমিত শাহ বলেন, "লোকসভার অধিবেশনে যদি আলোচনা করতে চান, আমরা করব । 1962 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হবে । আলোচনা করতে কেউ ভয় পান না । কিন্তু যখন জওয়ানরা দেশের জন্য লড়াই করছেন সরকার কঠোর পদক্ষেপ করছে । সেই সময় পাকিস্তান এবং চিনকে আনন্দ দেবে এমন কথা বলা উচিত ছিল না ।"

কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়েও আক্রমণ করেন অমিত শাহ । বলেন, “আদবানিজি পরে রাজনাথজি, নীতিনজি সভাপতি হয়েছেন । আবার রাজনাথজি সভাপতি হয়েছেন । আমিও BJP-র সভাপতি পদে নিযুক্ত হয়েছি । এখন নাড্ডাজি সেই পদে রয়েছেন । সেক্ষেত্রে কি একই পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে ? কিন্তু বলুন, গত কয়েক বছরে একজন কংগ্রেস সভাপতিও কি গান্ধি পরিবারের বাইরে থেকে নিযুক্ত হয়েছেন ? কোন গণতন্ত্রের কথা বলেন তাঁরা ? ”

দিল্লি, 28 জুন : রাহুল গান্ধিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বলেন, তিনি সংকীর্ণ রাজনীতি করছেন ।

আজ সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় রাহুল গান্ধিকে আক্রমণ করেন অমিত শাহ । মূলত, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে রাহুলের একের পর এক আক্রমণেরই জবাব দেন তিনি । বলেন, “আমরা ভারত-বিরোধী প্রচারকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে সক্ষম । কিন্তু এত বড় এক রাজনৈতিক দলের প্রাক্তন সভাপতি এরকম সংকীর্ণ রাজনীতি করছেন । এই বিষয়টি যন্ত্রণার ।”

লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার আক্রমণ করেছেন রাহুল গান্ধি । প্রধানমন্ত্রীকে আক্রমণ করে একাধিক টুইটও করেছেন । প্রশ্ন তুলেছেন, ভারতের অঞ্চলে কি ইতিমধ্যেই চিনা সেনারা ঢুকে পড়েছে এবং তা দখল করেছে ? প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন । চিনের কাছে ভারতের অঞ্চল সমপর্ণ করা হয়েছে বলেও নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ।

রাহুলের টুইট এবং তাঁর আক্রমণাত্মক মন্তব্যেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী । বলেন, "কংগ্রেস এবং রাহুলের নিজের দিকে একবার দেখা উচিত । তাঁর টুইটার হ্যাশট্যাগ নিয়ে আমার ভাবার প্রয়োজন নেই । কংগ্রেসের ভাবার প্রয়োজন রয়েছে তাঁদের একজন নেতার হ্যাশট্যাগ পাকিস্তান এবং চিনের দ্বারা উৎসাহিত হচ্ছে । আপনি সেই কথাই বলেন যে কথা চিন এবং পাকিস্তান পছন্দ করে ।”

অমিত শাহ বলেন, "লোকসভার অধিবেশনে যদি আলোচনা করতে চান, আমরা করব । 1962 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হবে । আলোচনা করতে কেউ ভয় পান না । কিন্তু যখন জওয়ানরা দেশের জন্য লড়াই করছেন সরকার কঠোর পদক্ষেপ করছে । সেই সময় পাকিস্তান এবং চিনকে আনন্দ দেবে এমন কথা বলা উচিত ছিল না ।"

কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়েও আক্রমণ করেন অমিত শাহ । বলেন, “আদবানিজি পরে রাজনাথজি, নীতিনজি সভাপতি হয়েছেন । আবার রাজনাথজি সভাপতি হয়েছেন । আমিও BJP-র সভাপতি পদে নিযুক্ত হয়েছি । এখন নাড্ডাজি সেই পদে রয়েছেন । সেক্ষেত্রে কি একই পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে ? কিন্তু বলুন, গত কয়েক বছরে একজন কংগ্রেস সভাপতিও কি গান্ধি পরিবারের বাইরে থেকে নিযুক্ত হয়েছেন ? কোন গণতন্ত্রের কথা বলেন তাঁরা ? ”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.