ETV Bharat / headlines

wonder kid creates Record: সেরা প্রতিভাবান শিশু! চার বছরেই প্রিয়মের ঝুলিতে দু'টি রেকর্ড - পশ্চিম মেদিনীপুরের খবর

মাত্র চার বছর বয়সেই পশ্চিম মেদিনীপুরের প্রিয়মের (top talented kid) ঝুলিতে এল দু-দুটি রেকর্ড ৷ ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পর ইন্টারন্যাশনাল রেকর্ডের শিরোপা (wonder kid creates Record) পাওয়ায় উচ্ছ্বসিত পরিবার ৷

west-midnapore-4-years-old-boy-selected-as-top-talented-kid-by-international-records
সেরা প্রতিভাবান শিশু! চার বছরেই প্রিয়মের ঝুলিতে দুটি রেকর্ড
author img

By

Published : Feb 4, 2022, 8:35 PM IST

Updated : Feb 5, 2022, 5:59 PM IST

মেদিনীপুর, 4 ফেব্রুয়ারি: পরপর দু'বছর দু'টি রেকর্ড ৷ আর তাতেই আহ্লাদে আটখানা চার বছরের ছোট্ট প্রিয়ম । এবারে রেকর্ড হয়েছে টপ ট্যালেন্টেড কিড (top talented kid) অর্থাৎ সেরা প্রতিভাবান শিশু হিসেবে । 40 সেকেন্ডে 40টি দেশের রাজধানীর নাম গড়গড়িয়ে বলতে পারে প্রিয়ম ৷ বড় হয়ে সে চায় বাবার মতো সেনাবাহিনীতে যোগ দিতে ৷ যদিও মা চায় নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাক সন্তান ।

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore news) চার বছরের ছোট্ট প্রিয়ম । তার মাথায় এখন ইন্টারন্যাশনাল রেকর্ডসের শিরোপা (wonder kid creates Record)। তার গৌরবে উচ্ছ্বসিত জঙ্গলমহল । মেদিনীপুর শহরের শেষ প্রান্তে রাঙামাটির বাড়িতে প্রিয়ম বড় হয়ে উঠছে । সবার নজরকাড়া ছটফটে প্রিয়ম সহজে বলতে পারে ভারতের জাতীয় সঙ্গীত ৷ আধো-আধো গলায় উচ্চারিত জন-গণ-মন মন জয় করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্মকর্তাদের । তার ঠোঁটস্থ সংস্কৃত মন্ত্র, ইংরেজিতে পাখি-অঙ্গের নাম, সাধারণ জ্ঞানের প্রশ্ন আরও কতকিছু ৷

west-midnapore-4-years-old-boy-selected-as-top-talented-kid-by-international-records
থাম্বনেইল

এখানেই শেষ নয়, টিভিতে দেখা যে কোনও গানের নাচও সহজেই রপ্ত করে ফেলে । রং-পেন্সিলে সুন্দর ছবি আঁকাতেও পারদর্শী ৷ প্রিয়মের প্রতিভার কথা তুলে ধরে তার মা আবেদন করেছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ।

আরও পড়ুন: India book of records : সাড়ে তিন বছরেই মুখস্থ 29 রাজ্যের নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জঙ্গলমহলের প্রিয়ম

2021 সালে মিলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শিরোপা ৷ এবার ফের ইন্টারন্যাশনাল রেকর্ডসেও প্রিয়মের নাম । স্বাভাবিক ভাবেই দারুণ খুশি পরিবার । যদিও সঙ্গে ছিলেন না প্রিয়মের বাবা । 2017 সালে জন্ম হয় ছোট্ট প্রিয়মের । বাবা প্রলয় মাহাত তার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী (CRPF)-র জওয়ান । পোস্টিং জম্মু-কাশ্মীরে । তবে দূরে থাকলেও তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে ছেলের সঙ্গে ৷ দূর থেকেই তিনি উৎসাহিত করে গিয়েছেন ছেলেকে ।

সেরা প্রতিভাবান শিশু! চার বছরেই প্রিয়মের ঝুলিতে দুটি রেকর্ড

মেদিনীপুর শহরের এক নামকরা স্কুলে নার্সারির ছাত্র প্রিয়ম । প্রতিভাধর ছেলেকে নিয়ে বড় স্বপ্ন রয়েছে প্রিয়মের মা বালিকা মাহাতর । তবে তাঁর মতে, "এখনও অনেকটা পথ বাকি রয়েছে ৷" শ্বশুরবাড়িতে তিনি ছাড়াও প্রিয়মের সাফল্যে গর্বিত তাঁর ঠাকুমা ও জেঠুও ৷ কোভিড আবহে বাড়িতে থেকেই চলছে পড়াশোনা । অনলাইনে পড়াশোনার পাশাপাশি প্রিয়মের অন্যান্য প্রতিভাও যাতে বিকশিত হওয়ার সুযোগ পায়, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তার পরিবার ৷

মেদিনীপুর, 4 ফেব্রুয়ারি: পরপর দু'বছর দু'টি রেকর্ড ৷ আর তাতেই আহ্লাদে আটখানা চার বছরের ছোট্ট প্রিয়ম । এবারে রেকর্ড হয়েছে টপ ট্যালেন্টেড কিড (top talented kid) অর্থাৎ সেরা প্রতিভাবান শিশু হিসেবে । 40 সেকেন্ডে 40টি দেশের রাজধানীর নাম গড়গড়িয়ে বলতে পারে প্রিয়ম ৷ বড় হয়ে সে চায় বাবার মতো সেনাবাহিনীতে যোগ দিতে ৷ যদিও মা চায় নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাক সন্তান ।

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore news) চার বছরের ছোট্ট প্রিয়ম । তার মাথায় এখন ইন্টারন্যাশনাল রেকর্ডসের শিরোপা (wonder kid creates Record)। তার গৌরবে উচ্ছ্বসিত জঙ্গলমহল । মেদিনীপুর শহরের শেষ প্রান্তে রাঙামাটির বাড়িতে প্রিয়ম বড় হয়ে উঠছে । সবার নজরকাড়া ছটফটে প্রিয়ম সহজে বলতে পারে ভারতের জাতীয় সঙ্গীত ৷ আধো-আধো গলায় উচ্চারিত জন-গণ-মন মন জয় করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্মকর্তাদের । তার ঠোঁটস্থ সংস্কৃত মন্ত্র, ইংরেজিতে পাখি-অঙ্গের নাম, সাধারণ জ্ঞানের প্রশ্ন আরও কতকিছু ৷

west-midnapore-4-years-old-boy-selected-as-top-talented-kid-by-international-records
থাম্বনেইল

এখানেই শেষ নয়, টিভিতে দেখা যে কোনও গানের নাচও সহজেই রপ্ত করে ফেলে । রং-পেন্সিলে সুন্দর ছবি আঁকাতেও পারদর্শী ৷ প্রিয়মের প্রতিভার কথা তুলে ধরে তার মা আবেদন করেছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ।

আরও পড়ুন: India book of records : সাড়ে তিন বছরেই মুখস্থ 29 রাজ্যের নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জঙ্গলমহলের প্রিয়ম

2021 সালে মিলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শিরোপা ৷ এবার ফের ইন্টারন্যাশনাল রেকর্ডসেও প্রিয়মের নাম । স্বাভাবিক ভাবেই দারুণ খুশি পরিবার । যদিও সঙ্গে ছিলেন না প্রিয়মের বাবা । 2017 সালে জন্ম হয় ছোট্ট প্রিয়মের । বাবা প্রলয় মাহাত তার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী (CRPF)-র জওয়ান । পোস্টিং জম্মু-কাশ্মীরে । তবে দূরে থাকলেও তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে ছেলের সঙ্গে ৷ দূর থেকেই তিনি উৎসাহিত করে গিয়েছেন ছেলেকে ।

সেরা প্রতিভাবান শিশু! চার বছরেই প্রিয়মের ঝুলিতে দুটি রেকর্ড

মেদিনীপুর শহরের এক নামকরা স্কুলে নার্সারির ছাত্র প্রিয়ম । প্রতিভাধর ছেলেকে নিয়ে বড় স্বপ্ন রয়েছে প্রিয়মের মা বালিকা মাহাতর । তবে তাঁর মতে, "এখনও অনেকটা পথ বাকি রয়েছে ৷" শ্বশুরবাড়িতে তিনি ছাড়াও প্রিয়মের সাফল্যে গর্বিত তাঁর ঠাকুমা ও জেঠুও ৷ কোভিড আবহে বাড়িতে থেকেই চলছে পড়াশোনা । অনলাইনে পড়াশোনার পাশাপাশি প্রিয়মের অন্যান্য প্রতিভাও যাতে বিকশিত হওয়ার সুযোগ পায়, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তার পরিবার ৷

Last Updated : Feb 5, 2022, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.