ETV Bharat / headlines

CBI arrest warrant over Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় ন‘জনের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই - CBI arrest warrant

রাজ্যে একুশের নির্বাচন পরবর্তী হিংসাত্মক ঘটনায় একের পর এক কঠিন পদক্ষেপ করছে সিবিআই । আজ জগদ্দল ও দত্তপুকুরে বিজেপি কর্মী খুনে ন‘জনের বিরুদ্ধে হুলিয়া জারি করল তদন্তকারী সংস্থা (CBI arrest warrant) ।

Post Poll Violence in West Bengal
ভোট পরবর্তী হিংসার ঘটনায় হুলিয়া জারি করল সিবিআই
author img

By

Published : Jan 29, 2022, 12:22 PM IST

Updated : Jan 29, 2022, 12:42 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের হুলিয়া জারি করল সিবিআই । এবার 9 জনের নাম রয়েছে তালিকায় (CBI issues arrest warrant over Post Poll Violence) । গতকালই কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় পাঁচজনকে ফেরার ঘোষণা করেছে সিবিআই । শুধু তাই নয়, প্রত্যেকের মাথাপিছু দাম 50 হাজার টাকা দাম ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

দত্তপুকুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বার বার যোগাযোগ করতে গেলেও ব্যর্থ হয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা । তাঁরা অভিযুক্তদের বাড়িতে গেলেও তাদের সন্ধান পাননি বলে দাবি সিবিআইয়ের । পাশাপাশি জগদ্দলে বিজেপি কর্মী খুনের ঘটনায় তিনজনের কোনও খোঁজ পাননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তাই শনিবার সকালে এদের প্রত্যেকের নামে হুলিয়া জারি করেছে সিবিআই ।

আরও পড়ুন : BJP worker Abhijit Sarkar Murder : বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে পাঁচ অভিযুক্তকে ফেরার ঘোষণা সিবিআইয়ের

এদিন সকাল থেকে প্রত্যেক অভিযুক্তের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়ে এসেছেন সিবিআই আধিকারিকেরা । শর্ত দেওয়া হয়েছে, অভিযুক্তদের সন্ধান দিতে পারলে সন্ধানকারীর নাম-পরিচয় গোপন রেখে তাঁকে পুরস্কার দেওয়া হবে ।

সিবিআই সূত্রে খবর, দত্তপুকুরে খুনের ঘটনায় খালিদুল জামাল, নাজির হোসেন, সঞ্জীব হোসেন এবং আরও দু‘জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা হুলিয়া জারি হয়েছে । এখনও বেশ কয়েকজন অভিযুক্ত বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে । তাদের নাগাল পায়নি সিবিআই । তাদের বিরুদ্ধেও হুলিয়া জারির প্রক্রিয়া করছে সিবিআই ।

কলকাতা, 29 জানুয়ারি : ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের হুলিয়া জারি করল সিবিআই । এবার 9 জনের নাম রয়েছে তালিকায় (CBI issues arrest warrant over Post Poll Violence) । গতকালই কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় পাঁচজনকে ফেরার ঘোষণা করেছে সিবিআই । শুধু তাই নয়, প্রত্যেকের মাথাপিছু দাম 50 হাজার টাকা দাম ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

দত্তপুকুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বার বার যোগাযোগ করতে গেলেও ব্যর্থ হয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা । তাঁরা অভিযুক্তদের বাড়িতে গেলেও তাদের সন্ধান পাননি বলে দাবি সিবিআইয়ের । পাশাপাশি জগদ্দলে বিজেপি কর্মী খুনের ঘটনায় তিনজনের কোনও খোঁজ পাননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তাই শনিবার সকালে এদের প্রত্যেকের নামে হুলিয়া জারি করেছে সিবিআই ।

আরও পড়ুন : BJP worker Abhijit Sarkar Murder : বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে পাঁচ অভিযুক্তকে ফেরার ঘোষণা সিবিআইয়ের

এদিন সকাল থেকে প্রত্যেক অভিযুক্তের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়ে এসেছেন সিবিআই আধিকারিকেরা । শর্ত দেওয়া হয়েছে, অভিযুক্তদের সন্ধান দিতে পারলে সন্ধানকারীর নাম-পরিচয় গোপন রেখে তাঁকে পুরস্কার দেওয়া হবে ।

সিবিআই সূত্রে খবর, দত্তপুকুরে খুনের ঘটনায় খালিদুল জামাল, নাজির হোসেন, সঞ্জীব হোসেন এবং আরও দু‘জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা হুলিয়া জারি হয়েছে । এখনও বেশ কয়েকজন অভিযুক্ত বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে । তাদের নাগাল পায়নি সিবিআই । তাদের বিরুদ্ধেও হুলিয়া জারির প্রক্রিয়া করছে সিবিআই ।

Last Updated : Jan 29, 2022, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.