ETV Bharat / state

কলকাতায় আসছেন অভিজিৎ

সামনের সপ্তাহে কলকাতায় আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ দেখা করবেন মা ও ভাইয়ের সঙ্গে ৷ তার আগে যাবেন দিল্লি ৷ সেখানে নিজের বই প্রকাশ করবেন ৷

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 16, 2019, 10:11 AM IST

Updated : Nov 24, 2019, 8:58 PM IST

কলকাতা, 16 অক্টোবর : 22 তারিখ কলকাতা আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ নোবেল পাওয়ার পর মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছেন তিনি ৷ 23 তারিখ পরিবারের সঙ্গে সময় কাটাবেন ৷ গতকাল জানান তাঁর ভাই অনিরুদ্ধ ভাস্কর বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : নোবেলজয়ী প্রাক্তনীকে স্বাক্ষর সম্বলিত শুভেচ্ছাবার্তা পাঠাবে 12 হাজার পড়ুয়া

শুক্রবার দেশে পৌঁছাবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ দিল্লিতে নিজের দ্বিতীয় বই 'Good Economics for Hard Times, Better Answers to Our Biggest Problems' প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ অনিরুদ্ধবাবু জানান, নোবেল ঘোষণার অনেক আগেই ঠিক ছিল এই বই প্রকাশের দিনক্ষণ ৷ বলেন, "আমি গতরাতে তার সঙ্গে কথা বলেছি ৷ অভিজিৎ বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেবে ৷ অনুষ্ঠানের পর তার কিছু পূর্বপরিকল্পিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ৷ সেগুলো মিটিয়ে অক্টোবরের 23 তারিখ বাড়ি আসবে ৷ "

অভিজিৎবাবুর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় বলেন, "নোবেল পাওয়ার পর থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে স্বাগত জানানোর জন্য ৷ ওর বাবা যদি জীবিত থাকতেন তাহলে খুব খুশি হতেন ৷ ওর জন্য অপেক্ষা করছি ৷ আমরা এখনও ওর নোবেল প্রাপ্তির আনন্দ উদযাপন করিনি ৷ আগে ও বাড়িতে আসুক ৷ তারপর করব ৷"

রাজ্য সরকারের তরফেও অভিজিৎবাবুকে অভিনন্দন জানাতে অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে ৷ সূত্রের খবর অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও আমন্ত্রণ জানানো হবে ৷

কলকাতা, 16 অক্টোবর : 22 তারিখ কলকাতা আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ নোবেল পাওয়ার পর মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছেন তিনি ৷ 23 তারিখ পরিবারের সঙ্গে সময় কাটাবেন ৷ গতকাল জানান তাঁর ভাই অনিরুদ্ধ ভাস্কর বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : নোবেলজয়ী প্রাক্তনীকে স্বাক্ষর সম্বলিত শুভেচ্ছাবার্তা পাঠাবে 12 হাজার পড়ুয়া

শুক্রবার দেশে পৌঁছাবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ দিল্লিতে নিজের দ্বিতীয় বই 'Good Economics for Hard Times, Better Answers to Our Biggest Problems' প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ অনিরুদ্ধবাবু জানান, নোবেল ঘোষণার অনেক আগেই ঠিক ছিল এই বই প্রকাশের দিনক্ষণ ৷ বলেন, "আমি গতরাতে তার সঙ্গে কথা বলেছি ৷ অভিজিৎ বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেবে ৷ অনুষ্ঠানের পর তার কিছু পূর্বপরিকল্পিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ৷ সেগুলো মিটিয়ে অক্টোবরের 23 তারিখ বাড়ি আসবে ৷ "

অভিজিৎবাবুর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় বলেন, "নোবেল পাওয়ার পর থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে স্বাগত জানানোর জন্য ৷ ওর বাবা যদি জীবিত থাকতেন তাহলে খুব খুশি হতেন ৷ ওর জন্য অপেক্ষা করছি ৷ আমরা এখনও ওর নোবেল প্রাপ্তির আনন্দ উদযাপন করিনি ৷ আগে ও বাড়িতে আসুক ৷ তারপর করব ৷"

রাজ্য সরকারের তরফেও অভিজিৎবাবুকে অভিনন্দন জানাতে অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে ৷ সূত্রের খবর অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও আমন্ত্রণ জানানো হবে ৷

Aligarh (UP), Oct 16 (ANI): A student committed suicide by hanging himself near Mumtaz Hall of Aligarh Muslim University (AMU). Aligarh Senior Superintendent of Police, Akash Kulhari told that they had sent the body for postmortem. However, police said that the situation is under control. Meanwhile, police beefed up the security outside the university.
Last Updated : Nov 24, 2019, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.