Oindrila Sen Interview: 'শ্বেতকালী' থেকে অঙ্কুশের সঙ্গে 'লাভ ম্যারেজ', প্রাণখোলা আড্ডায় ঐন্দ্রিলা - শ্বেতকালী
<p>24 ফেব্রুয়ারি ওটিটি-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'শ্বেতকালী' (Swet Kaali)। সেখানে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে (Oindrila Sen Interview)। যাঁকে আজও দর্শক মনে রেখেছে দুষ্টু (Oindrila Sen) নামে । 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে দুষ্টু চরিত্রটি বিশেষ খ্যাতি এনে দিয়েছিল ঐন্দ্রিলার কেরিয়ার গ্রাফে । আর তাই দুষ্টুকে তিনি ভুলতে চান না কোনওদিন । অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা । এহেন ঐন্দ্রিলার জীবনের প্রথম ওয়েব সিরিজ 'শ্বেতকালী'। সেখানে তাঁর চরিত্রটি একজন চিকিৎসকের ৷ তাঁর সঙ্গে জুটিতে রয়েছেন সাহেব ভট্টাচার্য । একটি রাজবাড়িতে তাঁদের এনগেজমেন্ট হওয়ার কথা । সেখানে 'শ্বেতকালী' মূর্তি ঘিরে ঘটতে থাকে নানা কাণ্ড । শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য দেখতে হবে সাতটি এপিসোড । 'শ্বেতকালী' ছাড়াও আসছে ঐন্দ্রিলার আরও দুটি গুরুত্বপূর্ণ কাজ, 'লাভ ম্যারেজ' এবং 'সাজঘর'। সেই দুটি নিয়েও সমান আশাবাদী ঐন্দ্রিলা । প্রসঙ্গত, ভাগ্যে বিশ্বাসী নন ঐন্দ্রিলা । তাঁর মতে, কাজ না করলে ভাগ্য সঙ্গ দেবে না । তিনি ভগবানে বিশ্বাস করেন । তবে, তাঁর অন্ধবিশ্বাস নেই । সব পেরিয়ে কাজকে প্রাধান্য দেন ঐন্দ্রিলা । 'শ্বেতকালী'র শুটিং চলাকালীন নিজের আদরের দিদুনকে হারিয়েছেন অভিনেত্রী । দিদুনের খুব ইচ্ছে ছিল তিনি দেখবেন নাতনির প্রথম ওয়েব সিরিজ, আক্ষেপ করে জানিয়েছেন ঐন্দ্রিলা । ও দিকে, অঙ্কুশের সঙ্গে তাঁর বিয়েটা হবে কী হবে না, তা নিয়ে বেশ চিন্তিত নেট দুনিয়া । তাই তাঁদের চিন্তার অবসান ঘটাতে অঙ্কুশের সঙ্গে খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলার কথাও ইটিভি ভারতের মারফত সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী ।</p>
24 ফেব্রুয়ারি ওটিটি-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'শ্বেতকালী' (Swet Kaali)। সেখানে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে (Oindrila Sen Interview)। যাঁকে আজও দর্শক মনে রেখেছে দুষ্টু (Oindrila Sen) নামে । 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে দুষ্টু চরিত্রটি বিশেষ খ্যাতি এনে দিয়েছিল ঐন্দ্রিলার কেরিয়ার গ্রাফে । আর তাই দুষ্টুকে তিনি ভুলতে চান না কোনওদিন । অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা । এহেন ঐন্দ্রিলার জীবনের প্রথম ওয়েব সিরিজ 'শ্বেতকালী'। সেখানে তাঁর চরিত্রটি একজন চিকিৎসকের ৷ তাঁর সঙ্গে জুটিতে রয়েছেন সাহেব ভট্টাচার্য । একটি রাজবাড়িতে তাঁদের এনগেজমেন্ট হওয়ার কথা । সেখানে 'শ্বেতকালী' মূর্তি ঘিরে ঘটতে থাকে নানা কাণ্ড । শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য দেখতে হবে সাতটি এপিসোড । 'শ্বেতকালী' ছাড়াও আসছে ঐন্দ্রিলার আরও দুটি গুরুত্বপূর্ণ কাজ, 'লাভ ম্যারেজ' এবং 'সাজঘর'। সেই দুটি নিয়েও সমান আশাবাদী ঐন্দ্রিলা । প্রসঙ্গত, ভাগ্যে বিশ্বাসী নন ঐন্দ্রিলা । তাঁর মতে, কাজ না করলে ভাগ্য সঙ্গ দেবে না । তিনি ভগবানে বিশ্বাস করেন । তবে, তাঁর অন্ধবিশ্বাস নেই । সব পেরিয়ে কাজকে প্রাধান্য দেন ঐন্দ্রিলা । 'শ্বেতকালী'র শুটিং চলাকালীন নিজের আদরের দিদুনকে হারিয়েছেন অভিনেত্রী । দিদুনের খুব ইচ্ছে ছিল তিনি দেখবেন নাতনির প্রথম ওয়েব সিরিজ, আক্ষেপ করে জানিয়েছেন ঐন্দ্রিলা । ও দিকে, অঙ্কুশের সঙ্গে তাঁর বিয়েটা হবে কী হবে না, তা নিয়ে বেশ চিন্তিত নেট দুনিয়া । তাই তাঁদের চিন্তার অবসান ঘটাতে অঙ্কুশের সঙ্গে খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলার কথাও ইটিভি ভারতের মারফত সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী ।