ETV Bharat / entertainment

Partha Bhowmick: মুঠোফোনে মন্ত্রীমশাই ! পার্থর মুদ্রাদোষও ব্যবহার হয়েছে ‘আবার প্রলয়ে’

author img

By

Published : Aug 5, 2023, 7:02 PM IST

Updated : Aug 5, 2023, 11:07 PM IST

পার্থ ভৌমিক ৷ রাজ্যের সেচ ও জলপরিবহণ মন্ত্রী ৷ রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়ে’ তাঁকেই দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে ৷ বন্ধু’র পরিচালনায় নয়া ভূমিকায় কতটা সফল মন্ত্রীমশাই, তা জানতে অপেক্ষা করতে হবে 11 অগস্ট পর্যন্ত ৷

Partha Bhowmick in Abar Proloy
Etv Bharat
পার্থর মুদ্রাদোষও ব্যবহার হয়েছে ‘আবার প্রলয়ে’

কলকাতা, 5 অগস্ট: বড় পর্দায় আসছেন মদন মিত্র, শান্তনু সেনরা ৷ সেই তালিকাতেই যোগ দিয়েছেন তৃণমূলের আরও এক মন্ত্রী, পার্থ ভৌমিক ৷ সেলুলয়েডে জুটি বেঁধেছেন দুই জন প্রতিনিধি, পার্থ ও রাজ চক্রবর্তী ৷ রাজের পরিচালনায় ‘আবার প্রলয়’ সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রাজ্যের সেচ ও জলপরিবহণ মন্ত্রী ৷ একসময় মঞ্চে দাপিয়ে অভিনয় করেছেন জোড়াফুল শিবিরের দুঁদে নেতা ৷ এবার তাঁকেই ক্যামেরার সামনে এনেছেন ‘রাজনৈতিক’ বন্ধু ৷ শুধু এনেই ছাড়েননি, পর্দার চরিত্রের সঙ্গে মিলিয়েছেন বাস্তবের পার্থকেও ৷

বোঝা গেল না তো ? রাজের থেকেই জানা গেল, পার্থ ভৌমিকের একটি মুদ্রাদোষ রয়েছে ৷ কথায় কথায় ‘হ্যালো’ বলেন তিনি ৷ পর্দায় পার্থর চরিত্রকেও বারবার ‘হ্যালো’ বলতে শোনা যাবে ৷ ট্রেলারেই তার খানিক আভাস দিয়ে রেখেছেন টলিপাড়ার জনপ্রিয় পরিচালক ৷ ‘মানে স্যর, হ্যালো স্যর’ ডায়লগেই পার্থ বুঝিয়েছেন, বিধানসভা থেকে শুটিং ফ্লোরে পৌঁছেও তাঁকে জড়তা গ্রাস করেনি ৷

সিরিজের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রীমশাই । রাজ চক্রবর্তী তাঁকে মঞ্চে ডেকে সম্মান জানান নানা কথায় । রাজ বলেন, ‘‘পার্থ দা থিয়েটারের মানুষ । আমি আর শুভশ্রী পার্থ দা’র অভিনয় দেখেছি । আমি শুভশ্রীকে বলেছিলাম, এই মানুষটা কেন আমাদের ইন্ডাস্ট্রিতে নেই । এরপর আমি পার্থ দা’কে জানাই যে আমি ওকে আমার প্রথম ওয়েব সিরিজে কাস্ট করতে চাই । পার্থ দা বলেন, আমাকে যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো তাহলে আমার কোনও আপত্তি নেই । আমরাও পুলিশ অফিসারের চরিত্রে নিয়ে এলাম ওকে । আর কী দারুণ অভিনয় করলেন পার্থ দা । ওর মুদ্রা দোষ হল, কথায় কথায় হ্যালো বলা । সেটিকে আমরা ব্যবহার করেছি এই সিরিজে । ওকে বারবার বলতে শোনা যাবে ‘হ্যালো হ্যালো’ । পার্থ দা কতটা ভালো অভিনেতা তা এবার দর্শক জানবেন ।’’

Partha Bhowmick in Abar Proloy
সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রীমশাই

অন্য ভূমিকায় এসে উচ্ছ্বাসে ভাসছেন মন্ত্রীমশাইও ৷ পার্থ রাজ প্রসঙ্গে বলেন, ‘‘রাজ আমার বন্ধু । আমি ভাবতেই পারিনি এরকম অফার কোনওদিন আসবে । অফারটা আসার পর আমি রাজকে বলেছিলাম, আমাকে যদি অ্যাডজাস্ট করে কাজটা করিয়ে নিতে পারো আমার আপত্তি নেই । আর রাজ কাজটা করিয়ে নিল । খুব ভালো অভিজ্ঞতা হল আমার । আমি প্রযোজক শুভশ্রীকেও ধন্যবাদ জানাব এর জন্য ।’’

গুরুত্বপূর্ণ চরিত্রে শুধু বিধায়ককেই নয়, সিরিজের গানে শাসক সরকারের দলীয় ট্যাগলাইন ‘খেলা হবে’ও ব্যবহার করা হয়েছে । সবমিলিয়ে পরতে পরতে চমক দিয়েছেন পরিচালক রাজ ৷ প্রবল জনপ্রিয়তা কুড়িয়েছিল ‘প্রলয়’ ৷ সিক্যুয়েল নয়, অনেকটা বব বিশ্বাসের আদলে জনপ্রিয় চরিত্রকে ধরে এগিয়েছে পরের গল্প ৷ ঠান্ডা মাথার খুনি ববের মতো শাশ্বত’র আরেক চরিত্রও মুঠোফোন কাঁপাবে কি না, তা সময়ই বলবে ৷ তবে খুব কড়া না-হলে, রিলিজের আগে হাইপ তৈরিতে রাজকে একশোয় একশো দেওয়াই যায় ৷

আরও পড়ুন: আসছে 'আবার প্রলয়', মুখোমুখি আড্ডায় শাশ্বত চট্টোপাধ্যায়

পার্থর মুদ্রাদোষও ব্যবহার হয়েছে ‘আবার প্রলয়ে’

কলকাতা, 5 অগস্ট: বড় পর্দায় আসছেন মদন মিত্র, শান্তনু সেনরা ৷ সেই তালিকাতেই যোগ দিয়েছেন তৃণমূলের আরও এক মন্ত্রী, পার্থ ভৌমিক ৷ সেলুলয়েডে জুটি বেঁধেছেন দুই জন প্রতিনিধি, পার্থ ও রাজ চক্রবর্তী ৷ রাজের পরিচালনায় ‘আবার প্রলয়’ সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রাজ্যের সেচ ও জলপরিবহণ মন্ত্রী ৷ একসময় মঞ্চে দাপিয়ে অভিনয় করেছেন জোড়াফুল শিবিরের দুঁদে নেতা ৷ এবার তাঁকেই ক্যামেরার সামনে এনেছেন ‘রাজনৈতিক’ বন্ধু ৷ শুধু এনেই ছাড়েননি, পর্দার চরিত্রের সঙ্গে মিলিয়েছেন বাস্তবের পার্থকেও ৷

বোঝা গেল না তো ? রাজের থেকেই জানা গেল, পার্থ ভৌমিকের একটি মুদ্রাদোষ রয়েছে ৷ কথায় কথায় ‘হ্যালো’ বলেন তিনি ৷ পর্দায় পার্থর চরিত্রকেও বারবার ‘হ্যালো’ বলতে শোনা যাবে ৷ ট্রেলারেই তার খানিক আভাস দিয়ে রেখেছেন টলিপাড়ার জনপ্রিয় পরিচালক ৷ ‘মানে স্যর, হ্যালো স্যর’ ডায়লগেই পার্থ বুঝিয়েছেন, বিধানসভা থেকে শুটিং ফ্লোরে পৌঁছেও তাঁকে জড়তা গ্রাস করেনি ৷

সিরিজের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রীমশাই । রাজ চক্রবর্তী তাঁকে মঞ্চে ডেকে সম্মান জানান নানা কথায় । রাজ বলেন, ‘‘পার্থ দা থিয়েটারের মানুষ । আমি আর শুভশ্রী পার্থ দা’র অভিনয় দেখেছি । আমি শুভশ্রীকে বলেছিলাম, এই মানুষটা কেন আমাদের ইন্ডাস্ট্রিতে নেই । এরপর আমি পার্থ দা’কে জানাই যে আমি ওকে আমার প্রথম ওয়েব সিরিজে কাস্ট করতে চাই । পার্থ দা বলেন, আমাকে যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো তাহলে আমার কোনও আপত্তি নেই । আমরাও পুলিশ অফিসারের চরিত্রে নিয়ে এলাম ওকে । আর কী দারুণ অভিনয় করলেন পার্থ দা । ওর মুদ্রা দোষ হল, কথায় কথায় হ্যালো বলা । সেটিকে আমরা ব্যবহার করেছি এই সিরিজে । ওকে বারবার বলতে শোনা যাবে ‘হ্যালো হ্যালো’ । পার্থ দা কতটা ভালো অভিনেতা তা এবার দর্শক জানবেন ।’’

Partha Bhowmick in Abar Proloy
সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রীমশাই

অন্য ভূমিকায় এসে উচ্ছ্বাসে ভাসছেন মন্ত্রীমশাইও ৷ পার্থ রাজ প্রসঙ্গে বলেন, ‘‘রাজ আমার বন্ধু । আমি ভাবতেই পারিনি এরকম অফার কোনওদিন আসবে । অফারটা আসার পর আমি রাজকে বলেছিলাম, আমাকে যদি অ্যাডজাস্ট করে কাজটা করিয়ে নিতে পারো আমার আপত্তি নেই । আর রাজ কাজটা করিয়ে নিল । খুব ভালো অভিজ্ঞতা হল আমার । আমি প্রযোজক শুভশ্রীকেও ধন্যবাদ জানাব এর জন্য ।’’

গুরুত্বপূর্ণ চরিত্রে শুধু বিধায়ককেই নয়, সিরিজের গানে শাসক সরকারের দলীয় ট্যাগলাইন ‘খেলা হবে’ও ব্যবহার করা হয়েছে । সবমিলিয়ে পরতে পরতে চমক দিয়েছেন পরিচালক রাজ ৷ প্রবল জনপ্রিয়তা কুড়িয়েছিল ‘প্রলয়’ ৷ সিক্যুয়েল নয়, অনেকটা বব বিশ্বাসের আদলে জনপ্রিয় চরিত্রকে ধরে এগিয়েছে পরের গল্প ৷ ঠান্ডা মাথার খুনি ববের মতো শাশ্বত’র আরেক চরিত্রও মুঠোফোন কাঁপাবে কি না, তা সময়ই বলবে ৷ তবে খুব কড়া না-হলে, রিলিজের আগে হাইপ তৈরিতে রাজকে একশোয় একশো দেওয়াই যায় ৷

আরও পড়ুন: আসছে 'আবার প্রলয়', মুখোমুখি আড্ডায় শাশ্বত চট্টোপাধ্যায়

Last Updated : Aug 5, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.