হায়দরাবাদ, 7 নভেম্বর: আওয়াজ তুললেন অনুপমা ৷ অন্যায়ের প্রতিবাদ নয় ৷ এবার তিনি আওয়াজ তুলেছেন, দেশে তৈরি নানা সামগ্রীকে সকলের সামনে তুলে ধরার জন্য ৷ নতুন জার্নি শুরু করলেন অনুপমা তথা অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ৷ তাঁর এই জার্নিতে পাশে থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রধানমন্ত্রীকে অভিহিত করলেন 'যুগপুরুষ' নামে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য প্রকল্পের মতোই আরও একটি প্রকল্প দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে ৷ দেশীয় প্রোডাক্ট বা স্থানীয় জিনিসকে সকলের সামনে নিয়ে আসা বা তা প্রোমোট করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন মোদি ৷ তিনি জানিয়েছেন দেশে তৈরি জিনিসকে সকলের সামনে তুলে ধরার জন্য এগিয়ে আসা উচিত সকলের ৷ নমো অ্যাপেও শেয়ার করা উচিত ৷
সেই উদ্যোগে এবার সামিল টিম অনুপমা ৷ মঙ্গলবার মোদি একটি টুইট করেন ৷ যেখানে অনুপমা তথা রূপালি গঙ্গোপাধ্যায়কে দেখা যায় ভোকাল ফর লোকাল প্রকল্পে অংশগ্রহণের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, "ভোকাল ফর লোকাল আন্দোলন সারা দেশে দারুণ সাড়া পাচ্ছে ৷"
সোশাল মিডিয়ায় রূপালি লিখেছেন, "আমার কাছে এটা গর্বের বিষয় এই প্রকল্প ও উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরেছি আমিও ৷ এই সুযোগ পেয়ে আমি অনেক কৃতজ্ঞ ৷ ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ আমি এই যুগপুরুষের অনুরাগী দীর্ঘ সময় ধরে ৷ শুধু তাই নয়, মোদিজির নেতৃত্বে যে ভারত আজ তৈরি হয়েছে, সেখানকার বাসিন্দা হতে পেরে আমি গর্বিত ৷ ধন্যবাদ জানাতে চাই, অনুপমার পরিচালক রাজন সাহি ও স্টার প্লাসকে ৷"
-
The #VocalForLocal movement is getting great momentum across the country. pic.twitter.com/9lcoGbAvoi
— Narendra Modi (@narendramodi) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The #VocalForLocal movement is getting great momentum across the country. pic.twitter.com/9lcoGbAvoi
— Narendra Modi (@narendramodi) November 6, 2023The #VocalForLocal movement is getting great momentum across the country. pic.twitter.com/9lcoGbAvoi
— Narendra Modi (@narendramodi) November 6, 2023
অনুপমার নতুন এই জার্নিতে খুশি অনুরাগীরাও ৷ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন রূপালি গঙ্গোপাধ্যায়, গৌরব খান্না, মাদালসা শর্মা, সুধাংশু পাণ্ডে-সহ পুরো টিমকে ৷ উল্লেখ্য, 2020 সালের জুলাই মাসে শুরু হয়েছিল জনপ্রিয় এই ধারাবাহিক ৷ প্রায় 1 হাজার 96টি পর্ব পার করে অনুপমা টিআরপি তালিকায় দীর্ঘ সময় ধরে এক নম্বর জায়গা ধরে রেখেছে ৷ হিন্দিতে অন্যতম ধারাবাহিক হিসাবে এই শো রূপালি তথা অনুপমাকে করে তুলেছে ঘরের মেয়ে ৷