কলকাতা, 22 নভেম্বর: বেদুইনের দেশে বসেছে বিশ্বকাপের আসর । সেই জ্বরে আক্রান্ত কলকাতা তথা সারা দেশ । তারই ছোঁয়া এদিন লাগল ভেড়িয়ার প্রচারে । ছবির প্রচারে শহরে এসেছিলেন বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন । বরুণ ও কৃতি ছাড়াও ছিলেন আরও দুই অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পালিন কাবাক । প্রচারে হাজির ছিলেন ছবির প্রযোজক দীনেশ ভিজানও । সেখানেই উঠল বিশ্বকাপের প্রসঙ্গ ।
প্রচারের মাঝেই ফুটবল ভক্ত বরুণ জানিয়ে দিলেন, ফাইনাল দেখতে কাতার যাচ্ছেন তিনি । অভিনেতা বলেন, "নিয়মিত টিভিতে বিশ্বকাপ দেখা হচ্ছে না । তবে, ফাইনাল দেখতে কাতার যাচ্ছি ।" ব্রাজিল নাকি আর্জেন্তিনা ? বরুণের জবাব, 'দু'দলের মধ্যে কেউ জিতলেই খুশি আমি ।' বলিউড তারকাদের মধ্যে ফুটবল অনুরাগীদের তালিকায় একদম উপরের দিকেই থাকবেন টিনসেল টাউনের অ্যাকশন হিরো । তিনি আইএসএল-এর ক্লাব এফসি গোয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ।
আরও পড়ুন: বাবা এবং মায়ের সঙ্গে জন্মদিন উদযাপন কার্তিকের
25 নভেম্বর মুক্তি পাবে 'ভেড়িয়া' । অমর কৌশিকের পরিচালনায়, দীনেশ ভিজানের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক দোবরিয়াল, পালিন কাবাক-সহ আরও অনেকে ।