কলকাতা, 4 মার্চ: আপনি কি রহস্য ভালোবাসেন? কিছুতেই শান্তিতে ঘুমোতে পারেন না ? দুপুরে কিংবা রাতে রহস্যজনক কিছু কানে না-এলে মনটা আনচান করে ? আরে আসছে তো 'বারাণসী জংশন' । ক'দিন আগেই রক্ত মাখা ছুরি আর রহস্যমন্ডিত অজ্ঞাত চেহারা দিয়ে প্রকাশ পেয়েছিল গা ছমছমে পোস্টার । আর ঠিক তার পরেই এসেছিল রোমহর্ষক ভিডয়ো টিজার। কাহিনির প্রেক্ষিতে, সাড়া ফেলে দিয়েছিল গঙ্গার তীরের আলো আঁধারির ঘেরাটোপ, আসন্ন বিপর্যয়, নির্জন বালুচরের ভয়ানক রহস্যের ইঙ্গিত, ছায়া মূর্তি, অজানা দিগন্ত । আর এবার প্রকাশ্যে এল রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'বারাণসী জংশন'-এর দ্বিতীয় পোস্টার (New Series Varanasi Junction)।
গল্পে বাড়ছে রহস্যের টানটান উত্তেজনা । ক্রমশ প্রকাশ্য হচ্ছে কহিনির ভয়ানক প্রেক্ষাপট । এই রুদ্ধশ্বাস রহস্য গল্প মুক্তি পেতে চলেছে মার্চ মাসেই ৷ সিরিজটি দেখতে হলে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি-তে । ইতিমধ্যেই সাড়া ফেলেছে চরিত্রদের লুক, টিজার এবং পোস্টার । এবার পালা ট্রেলারের ।আর তারই অপেক্ষায় এখন দিন গুনছে দর্শক । 6 মার্চ আসবে ট্রেলার।
গল্পটি গড়ে উঠেছে উত্তরপ্রদেশের এক সাংবাদিক সুপ্রিয়া যোশিকে কেন্দ্র করে ৷ সুপ্রিয়া একটি পোর্টালে কাজ করে ৷ তাঁর নজর পড়ে একজন ইউটিউবারের হঠাৎ নিঁখোজ হয়ে যাওয়ার একটি ঘটনার ওপর ৷ সে জড়িয়ে পড়ে এই রহস্যে ৷ রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ওয়েব সিরিজ মানেই সেখানে বাড়তি কিছু প্রাপ্তি তা বলাই বাহুল্য । আর তাই এবারও তাঁর নতুন গল্প দেখতে মুখিয়ে আছে দর্শক । প্রসঙ্গত, পুরো ছবটিই শ্যুটিং করা হয়েছে মোবাইলে ৷
আরও পড়ুন: মলদ্বীপে উত্তাল সাগরবেলায় মোহময়ী শানায়া
কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় স্বয়ং। প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর রিং আ বেল ফিল্মস। সাউন্ড ডিজাইন করেছেন তীর্থংকর মজুমদার। অভিনয়ে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায়, জিতসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিশ চৌধুরী, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জাইগিরদার, মহম্মদ করীম, অগ্নীভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।