ETV Bharat / entertainment

The Railway Men Trailer: 'দাদুকে হারিয়েছি দুর্ঘটনায়', প্রত্যক্ষদর্শীদের মন কাড়ল ভোপাল ট্র্যাজেডি নিয়ে তৈরি নয়া সিরিজের ট্রেলার - শিব রাওয়াল

মুক্তি পেল 'দ্য রেলওয়ে মেন' ওয়েব সিরিজের ট্রেলার ৷ শিব রাওয়াল পরিচালিত এই সিরিজের ঝলক নজর কেড়েছে নেটিজেনদেরও ৷ অনেক প্রত্যক্ষদর্শীদের দাবি, সেদিন স্মৃতিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে এই 2 মিনিট 53 সেকেন্ডের ভিডিয়ো ৷

The Railway Men Trailer
দ্য রেলওয়ে মেন ওয়েব সিরিজের ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 9:30 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: দিল্লির বায়ুদূষণের খবর এখন চর্চায় উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যম ৷ কোভিডকালের মতোই সাধারণ মানুষকে ব্যবহার করতে হচ্ছে মাস্ক ৷ এরই মাঝে সোমবার মুক্তি পেল 'দ্য রেলওয়ে মেন' সিরিজে ট্রেলার ৷ 'দ্য রেলওয়ে মেন' সিরিজে উঠে আসবে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি ৷ বিষাক্ত গ্যাস কীভাবে নিমেষে কেড়ে নিতে পারে হাজার হাজার মানুষের প্রাণ, সেই গল্পই তুলে ধরবে এই ওয়েব সিরিজ ৷ আর মাধবন, কেকে মেনন এবং বাবিল খান অভিনীত এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে ৷

রেলওয়ে আধিকারিকরা কীভাবে জীবনের বাজি রেখে সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তারই দৃষ্টান্ত এই ছবি ৷ মাধবন অভিনয় করেছেন সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজারের চরিত্রে ৷ তাঁর নির্দেশেই পাঠানো হয় উদ্ধারকারী ট্রেন ৷ বাবিলকেও দেখা গিয়েছে একজন সাধারণ রেলওয়ে আধিকারিকের চরিত্রে ৷ 2 মিনিট 53 সেকেন্ডের এই ট্রেলারে রয়েছে টানটান উত্তেজনা ৷

ভোপালের ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন নামক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিকের পর ঘুমের মধ্যেই প্রায় 5000 মানুষের মৃত্যু হয় ৷ বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের উদ্ধার করাটা মোটেই সহজ কাজ ছিল না ৷ কারণ বাতাসেই যে মিশে আছে বিষ ৷ উপযুক্ত উপকরণ ছাড়া তাদের উদ্ধার করতে যাওয়া মানেই তো মৃত্যুর হাতছানি ৷ তবু প্রাণ বাজি রেখে হাত বাড়িয়ে দিয়েছিলেন কিছু মানুষ ৷ সেই ঘটনাই তুলে ধরবে এই চার পর্বের সিরিজ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শিব রাওয়াল পরিচালিত এই সিরিজের ট্রেলার দেখে খুশি নেটিজেনরাও ৷ একজন লিখেছেন, "আমি একজন ভোপালি ৷ যখনই আমি ভানপুর ব্রিজটা পার হই আর ইউনিয়ন কার্বাইডের কারখানাটা দেখি আমি বাতাসে সেই যন্ত্রণার স্মৃতি অনুভব করতে পারি ৷ পুরোনো ভোপালের প্রত্যেক পরিবার এই ঘটনায় কাউকে না কাউকে হারিয়েছে ৷"

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

আরেকজন লেখেন, "আমি ভোপালের বাসিন্দা ৷ আমার দাদু এই ঘটনায় মারা যান ৷ এই ট্রেলারটা আমাকে নাড়িয়ে দিয়েছে ৷" অনেকেই আবার এই সিরিজকে 'ভারতের সেরা সিরিজ' বলে দাবি করেছেন ৷ 18 নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷

হায়দরাবাদ, 6 নভেম্বর: দিল্লির বায়ুদূষণের খবর এখন চর্চায় উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যম ৷ কোভিডকালের মতোই সাধারণ মানুষকে ব্যবহার করতে হচ্ছে মাস্ক ৷ এরই মাঝে সোমবার মুক্তি পেল 'দ্য রেলওয়ে মেন' সিরিজে ট্রেলার ৷ 'দ্য রেলওয়ে মেন' সিরিজে উঠে আসবে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি ৷ বিষাক্ত গ্যাস কীভাবে নিমেষে কেড়ে নিতে পারে হাজার হাজার মানুষের প্রাণ, সেই গল্পই তুলে ধরবে এই ওয়েব সিরিজ ৷ আর মাধবন, কেকে মেনন এবং বাবিল খান অভিনীত এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে ৷

রেলওয়ে আধিকারিকরা কীভাবে জীবনের বাজি রেখে সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তারই দৃষ্টান্ত এই ছবি ৷ মাধবন অভিনয় করেছেন সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজারের চরিত্রে ৷ তাঁর নির্দেশেই পাঠানো হয় উদ্ধারকারী ট্রেন ৷ বাবিলকেও দেখা গিয়েছে একজন সাধারণ রেলওয়ে আধিকারিকের চরিত্রে ৷ 2 মিনিট 53 সেকেন্ডের এই ট্রেলারে রয়েছে টানটান উত্তেজনা ৷

ভোপালের ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন নামক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিকের পর ঘুমের মধ্যেই প্রায় 5000 মানুষের মৃত্যু হয় ৷ বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের উদ্ধার করাটা মোটেই সহজ কাজ ছিল না ৷ কারণ বাতাসেই যে মিশে আছে বিষ ৷ উপযুক্ত উপকরণ ছাড়া তাদের উদ্ধার করতে যাওয়া মানেই তো মৃত্যুর হাতছানি ৷ তবু প্রাণ বাজি রেখে হাত বাড়িয়ে দিয়েছিলেন কিছু মানুষ ৷ সেই ঘটনাই তুলে ধরবে এই চার পর্বের সিরিজ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শিব রাওয়াল পরিচালিত এই সিরিজের ট্রেলার দেখে খুশি নেটিজেনরাও ৷ একজন লিখেছেন, "আমি একজন ভোপালি ৷ যখনই আমি ভানপুর ব্রিজটা পার হই আর ইউনিয়ন কার্বাইডের কারখানাটা দেখি আমি বাতাসে সেই যন্ত্রণার স্মৃতি অনুভব করতে পারি ৷ পুরোনো ভোপালের প্রত্যেক পরিবার এই ঘটনায় কাউকে না কাউকে হারিয়েছে ৷"

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

আরেকজন লেখেন, "আমি ভোপালের বাসিন্দা ৷ আমার দাদু এই ঘটনায় মারা যান ৷ এই ট্রেলারটা আমাকে নাড়িয়ে দিয়েছে ৷" অনেকেই আবার এই সিরিজকে 'ভারতের সেরা সিরিজ' বলে দাবি করেছেন ৷ 18 নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.