ETV Bharat / entertainment

Salman Khan Doppelganger Booked রেললাইনে শুয়ে রিল বানাতে গিয়ে বিপত্তি, মামলা দায়ের হল সলমনের হামশকল আজমের বিরুদ্ধে

সলমনের হামশকল, আজম আনসারির(Salman Khan Doppelganger Azam Ansari) বিরুদ্ধে মামলা দায়ের করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ৷ আইন ভেঙে লখনউয়ের দালিগঞ্জ স্টেশনের রেল লাইনের উপর শুয়ে ভিডিয়ো বানাচ্ছিলেন তিনি (Salman Khan Doppelganger Booked )৷

Salman Khan Doppelganger Booked
মামলা দায়ের হল সলমনের হামশকল আজমের বিরুদ্ধে
author img

By

Published : Aug 24, 2022, 3:50 PM IST

লখনউ, 24 অগস্ট: এবার বলিউডের ভাইজান সলমনের 'হামশকল' তথা বিগ ফ্যান আজম আনসারির(Salman Khan Doppelganger Azam Ansari) বিরুদ্ধে মামলা দায়ের করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ৷ রেল লাইনে শুয়ে রিল ভিডিয়ো বানাতে গিয়েই এই বিপত্তি ৷ তাঁর ইনস্টাগ্রামে সলমনের বিভিন্ন গানের সঙ্গে নাচের ভিডিয়ো পোস্ট করেন আজম ৷ এবারও লখনৌয়ের দালিগঞ্জ স্টেশনের রেলওয়ে ট্র্যাকের ওপর শুয়ে ভিডিয়ো বানাচ্ছিলেন তিনি(Salman Khan doppelganger booked ) ৷

সলমনের বিখ্য়াত ছবি 'তেরে নাম'-এর টাইটেল ট্র্যাকের সঙ্গেই এদিন রিল তৈরি করছিলেন তিনি ৷ ভিডিয়োতে দেখা যায়, খালি গায়ে রেল লাইনের ওপর শুয়ে আছেন আজম ৷ হাতে ধরা জ্বলন্ত সিগারেট ৷ তাঁর অন্যান্য রিল ভিডিয়োর মতই এবারও সলমনের গানেরই একটি রিমেক করার চেষ্টা করছিলেন আজম (Salman Khan Doppelganger )৷

এই উদ্ভট কাজের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আরপিএফ ৷ একইসঙ্গে এই ঘটনাটি টুইটের মাধ্য়মে সকলকে জানিয়ে তাঁদেরও সচেতন করে দেওয়া হয়েছে আরপিএফ তরফে ৷ লখনউয়ে আরপিএফের পরিদর্শক সুরেশ কুমার জানান, অভিযুক্তের বিরুদ্ধে রেল আইনের 147, 145 এবং 167 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হবে (FIR against Salman Khan doppelganger)৷

তিনি বলেন, "রেলওয়ে আইন 147(বেআইনিভাবে রেলওয়ের কোনও জায়গায় প্রবেশ করা), 145 (বেআইনিভাবে রেলওয়ের জায়গায় অথবা ট্রেনের মধ্য়ে উপদ্রব করা ) এবং 167 (ট্রেনে ধূমপান করা) এই তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে আজম আনসারির বিরুদ্ধে ।"

আরও পড়ুন: ছবির প্রচারে লস অ্যাঞ্জেলস থেকে এই সুন্দরীকে উড়িয়ে আনলেন বিজয়

প্রসঙ্গত, এই প্রথমবার যে আজমের বিরুদ্ধে মামলা দায়ের করা হল তা কিন্তু মোটেই নয় ৷ এর আগেও আইন ভেঙে রিল বানানোয় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

লখনউ, 24 অগস্ট: এবার বলিউডের ভাইজান সলমনের 'হামশকল' তথা বিগ ফ্যান আজম আনসারির(Salman Khan Doppelganger Azam Ansari) বিরুদ্ধে মামলা দায়ের করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ৷ রেল লাইনে শুয়ে রিল ভিডিয়ো বানাতে গিয়েই এই বিপত্তি ৷ তাঁর ইনস্টাগ্রামে সলমনের বিভিন্ন গানের সঙ্গে নাচের ভিডিয়ো পোস্ট করেন আজম ৷ এবারও লখনৌয়ের দালিগঞ্জ স্টেশনের রেলওয়ে ট্র্যাকের ওপর শুয়ে ভিডিয়ো বানাচ্ছিলেন তিনি(Salman Khan doppelganger booked ) ৷

সলমনের বিখ্য়াত ছবি 'তেরে নাম'-এর টাইটেল ট্র্যাকের সঙ্গেই এদিন রিল তৈরি করছিলেন তিনি ৷ ভিডিয়োতে দেখা যায়, খালি গায়ে রেল লাইনের ওপর শুয়ে আছেন আজম ৷ হাতে ধরা জ্বলন্ত সিগারেট ৷ তাঁর অন্যান্য রিল ভিডিয়োর মতই এবারও সলমনের গানেরই একটি রিমেক করার চেষ্টা করছিলেন আজম (Salman Khan Doppelganger )৷

এই উদ্ভট কাজের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আরপিএফ ৷ একইসঙ্গে এই ঘটনাটি টুইটের মাধ্য়মে সকলকে জানিয়ে তাঁদেরও সচেতন করে দেওয়া হয়েছে আরপিএফ তরফে ৷ লখনউয়ে আরপিএফের পরিদর্শক সুরেশ কুমার জানান, অভিযুক্তের বিরুদ্ধে রেল আইনের 147, 145 এবং 167 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হবে (FIR against Salman Khan doppelganger)৷

তিনি বলেন, "রেলওয়ে আইন 147(বেআইনিভাবে রেলওয়ের কোনও জায়গায় প্রবেশ করা), 145 (বেআইনিভাবে রেলওয়ের জায়গায় অথবা ট্রেনের মধ্য়ে উপদ্রব করা ) এবং 167 (ট্রেনে ধূমপান করা) এই তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে আজম আনসারির বিরুদ্ধে ।"

আরও পড়ুন: ছবির প্রচারে লস অ্যাঞ্জেলস থেকে এই সুন্দরীকে উড়িয়ে আনলেন বিজয়

প্রসঙ্গত, এই প্রথমবার যে আজমের বিরুদ্ধে মামলা দায়ের করা হল তা কিন্তু মোটেই নয় ৷ এর আগেও আইন ভেঙে রিল বানানোয় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.