ETV Bharat / entertainment

Taslima on Lalit-Sushmita Affair: 'টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে শ্রদ্ধা চলে যায়', মন্তব্য তসলিমার - taslima nasrin questions sushmita sen relationship with lalit modi

সুস্মিতা-ললিত সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন তসলিমা নাসরিন ৷ তাঁর মতে, টাকার প্রেমে পরেছেন সুস্মিতা ৷ তিনি তাই লেখেন, "হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায় ।"

Taslima on Lalit Sushmita Affair
'টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে শ্রদ্ধা চলে যায়', মন্তব্য তসলিমার
author img

By

Published : Jul 18, 2022, 12:24 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: নতুন সম্পর্কের গুঞ্জনকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ৷ সম্প্রতি প্রাক্তন ক্রিকেট প্রশাসক ললিত মোদি টুইট করে জানিয়েছেন, সুস্মিতার সঙ্গে 'ডেটিং' করছেন তিনি যা পরবর্তী ক্ষেত্রে নাকি গড়াতে পারে বিয়ের দিকেও ৷ এই টুইট সামনে আসার পর থেকেই নানা মুনি নানা মত দিতে শুরু করেন সুস্মিতা-ললিতকে নিয়ে ৷ এবার এই নিয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন ৷

নিজের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে এই নিয়ে বেশ সরব হলেন লেখিকা ৷ তিনি লেখেন, "সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল । দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমানবন্দরে । আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি । আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তাঁর পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল । তাঁর সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

"আমার সবচেয়ে ভালো লাগতো সুস্মিতা সেনের ব্যক্তিত্ব । অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন । ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা । কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন । লোকটি প্রচণ্ড ধনী বলেই কি ? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি ?"

আরও পড়ুন: ললিত মোদির সঙ্গে সত্যিই কি সম্পর্কে ? নীরবতা ভাঙলেন সুস্মিতা

সুস্মিতা সম্পর্কে তিনি এও মন্তব্য করেন যে তাঁর বিশ্বাস হয় না অভিনেত্রী ললিতের প্রেমে পড়েছেন ৷ তিনি তাই লেখেন,"হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায় ।" প্রসঙ্গত, এই বিষয়ে সুস্মিতা তাঁর যে বয়ান প্রকাশ করেছেন তাতেও বেশ কিছুটা ধোঁয়াশা থেকেই যায় ৷ দুই মেয়ে আলিসা এবং রেনের সঙ্গে সেলফি পোস্ট করে অভিনেত্রী লেখেন, "আমি সুখেই আছি ৷ বিবাহিত নই, আঙুলে আংটিও নেই ৷ তবে নিঃশর্ত ভালোবাসা বেঁধে রেখেছে আমায় ৷"

নয়াদিল্লি, 18 জুলাই: নতুন সম্পর্কের গুঞ্জনকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ৷ সম্প্রতি প্রাক্তন ক্রিকেট প্রশাসক ললিত মোদি টুইট করে জানিয়েছেন, সুস্মিতার সঙ্গে 'ডেটিং' করছেন তিনি যা পরবর্তী ক্ষেত্রে নাকি গড়াতে পারে বিয়ের দিকেও ৷ এই টুইট সামনে আসার পর থেকেই নানা মুনি নানা মত দিতে শুরু করেন সুস্মিতা-ললিতকে নিয়ে ৷ এবার এই নিয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন ৷

নিজের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে এই নিয়ে বেশ সরব হলেন লেখিকা ৷ তিনি লেখেন, "সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল । দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমানবন্দরে । আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি । আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তাঁর পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল । তাঁর সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

"আমার সবচেয়ে ভালো লাগতো সুস্মিতা সেনের ব্যক্তিত্ব । অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন । ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা । কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন । লোকটি প্রচণ্ড ধনী বলেই কি ? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি ?"

আরও পড়ুন: ললিত মোদির সঙ্গে সত্যিই কি সম্পর্কে ? নীরবতা ভাঙলেন সুস্মিতা

সুস্মিতা সম্পর্কে তিনি এও মন্তব্য করেন যে তাঁর বিশ্বাস হয় না অভিনেত্রী ললিতের প্রেমে পড়েছেন ৷ তিনি তাই লেখেন,"হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায় ।" প্রসঙ্গত, এই বিষয়ে সুস্মিতা তাঁর যে বয়ান প্রকাশ করেছেন তাতেও বেশ কিছুটা ধোঁয়াশা থেকেই যায় ৷ দুই মেয়ে আলিসা এবং রেনের সঙ্গে সেলফি পোস্ট করে অভিনেত্রী লেখেন, "আমি সুখেই আছি ৷ বিবাহিত নই, আঙুলে আংটিও নেই ৷ তবে নিঃশর্ত ভালোবাসা বেঁধে রেখেছে আমায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.